নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"The minute I heard my first love story,I started looking for you, not knowing how blind that was. Lovers don\'t finally meet somewhere.They\'re in each other all along.” ― Jalaluddin Rumi

শাহজাফর

শাহজাফর › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি শব্দের সঠিক বাংলা উচ্চারণ

১৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২৮




অনেক সহজ ইংরেজি শব্দ আমরা শুদ্ধ ভাবে উচ্চারণ করি না। ভুল বানানে লিখি।

উদাহরণ দিলে বুঝতে আরো সহজ হবে;

১. Theresa May বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী:

বাংলায় লেখা হয় টেরেসা মে।

খুব কাছাকাছি সঠিক উচ্চারণ হলো: টেরিযা মেই/ টেরিসা মেই।

২. Word অর্থ শব্দ।
লেখা হয়: ওয়ার্ড।

ওয়ার্ড এর জন্য ইংরেজি শব্দ আগে থেকেই আছে Ward, অর্থ: বিভাগ/ প্রশাসনিক অঞ্চল।

খুব কাছাকাছি সঠিক উচ্চারণ হলো: ওয়ের্ড।

৩. সর্বশেষ উদাহরণ; Basically অর্থ মূলতঃ।

লেখা হয়; বেসিকালি।

খুব কাছাকাছি সঠিক উচ্চারণ হবে 'বেইসিকলি'।

সাধারণ-ভাবে প্রচলিত এই ভুলের দায়ভার শিক্ষক, সাংবাদিক, লেখক-সাহিত্যিকরা এড়িয়ে যেতে পারবেন না।এ সমস্যা থেকে উত্তরণের একটি উপায় হলো, নতুন বিদেশি শব্দ প্রয়োগের পূর্বে আমাদেরকে আরো সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

আমার নিজের একান্ত অভিজ্ঞতা থেকে বলি। যে ইংরেজি শব্দের উচ্চারণ আমি বাংলা পত্রিকা বা বই পড়ে শিখেছি।

ব্রিটেনে আসার পর, ইংরেজি কথোপকথনের সময় সেই শব্দকে সঠিকভাবে উচ্চারণ করাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে।

যারা ইংরেজি শিখছেন।

প্লিজ! শুরু থেকেই ইংরেজি অভিধান থেকে সরাসরি শব্দের উচ্চারণ শেখার চেস্টা করুন।

নিচে কেইমব্রিজ (কেমব্রিজ উচ্চারণ সঠিক নয়) অনলাইন অভিধানের লিনক দেয়া হলো:

http://dictionary.cambridge.org

উপরের ওয়েবসাইটের search এ গিয়ে যেকোন ইংরেজি শব্দ লিখে তার অডিও প্লেই করুন। আপনি ব্রিটিশ ও আমেরিকান একসেন্টে এর সঠিক উচ্চারণ পেয়ে যাবেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৭:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অারো বিস্তারিত লিখতেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৩

আফরিন সুলতানা বলেছেন: want more [url=http://http://ieltsforu.blogspot.com/]information[/url].....!!!

৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি, ইংরেজী শব্দের সঠিক উচ্চারণ করতে গেলে লোকে হাসে, ক্ষ্যাপায়। তবে চর্চা চালিয়ে গেলে দেশের বাইরে গেলে এটা কাজে দেবে। দেশে থেকে চর্চা করতে গেলে উপহাসের পাত্র হতে হবে। তবু, চর্চা চালিয়ে যাওয়া উচিত। সেই সাথে বাংলা শব্দের সঠিক উচ্চারণের প্রতিও আরো বেশী করে মনযোগী হওয়া উচিত।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

ধ্রুবক আলো বলেছেন: বাংলা, ইংরেজী শব্দের সঠিক উচ্চারণ নিয়ে আরও লিখুন।
উপকারী পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.