নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

"হাজার বছর ধরে"

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

জহির রায়হানের "হাজার বছর ধরে" উপন্যাসের পটভূমির মত একটা দেশ পেলে মনে হয়না কেউ স্বর্গে যেতে চাইবে!

অবিশ্বাস্য হলেও সত্য, আমাদের দেশটাও একদিন তেমন ছিল। সেখানে মানুষরা ছিল সহজ-সরল। খেটে খাওয়া। সারাদিন পরিশ্রমের পর গভির রাতে মাটির কুপি জ্বালিয়ে তাঁরা পুথিপাঠ শুনত। মোয়াজ্জিনের আযানের শব্দ কানে যেতেই মুসুল্লিরা মসজিদ পানে ছুটত। সন্ধ্যার আলো নিভে গেলে শুনা যেত উলু-ধ্বনি। ঠাকুর ঘর থেকে ভেসে আসত ধুপের গন্ধ।

অপ্রত্যাশিত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হিন্দু-মুসলমানের মধ্যে কোন বিরোধ ছিলনা। পুজা-পার্বনে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের মাঝে আনন্দের বন্যা বইয়ে যেত।



আমাদের সেই সোনার বাংলা এখন নাই! সোনার বাংলায় শান্তি নাই। হাতে-গোনা কিছু নরকের কিট একটু একটু করে দংশন করতে করতে সমস্ত বাংলাকে আজ নরক বানিয়ে দিয়েছে।

আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি; ভবিষ্যতে বাংলা ভাষায় এমন কোন সাহিত্য রচনা হবেনা যেটার পটভূমি জহির রায়হানের "হাজার বছর ধরে।"কে ছুঁতে পারে। কারন কোন লেখকেরই সৌভাগ্য হবেনা একটি নির্ভেজাল বাংলাদেশ দেখার।

(শাহজাহান আহমেদ)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ঠিক বলেছেন....

আসলেই আগে কি সুন্দর দিন কাটাইতাম..
(অবশ্য আমরা সেই সময়টি পাই নি, উপন্যাসে পড়ে যা বুঝেছি)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.