নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

রাজকন্যা সমাচার!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

একদিন একদেশে এক রাজকন্যা জন্মেছিল! আরেক দেশে জন্মেছিল এক রাখাল ছেলে। সময়ের পালকিতে চড়ে দুজনেই যৌবনপ্রাপ্ত হল। প্রচলিত রাজকন্যাদের গল্পের মত দু-জনের মাঝে প্রণয় হয়নি। দেখাও হয়নি কোনদিন। রাজকন্যা থাকত রাজপ্রাসাদে। আর রাখাল মাঠে। চৈত্রের খা-খা রোদে বট তলায় বসে রাখাল ভাবত। গান গাইত। বাঁশি বাজাত।

রাজপ্রাসাদের অন্দর মহলের হাম্মামখানায় সোনার বাথটাবে বরফশীতল পানিতে গা ডুবিয়ে রাজকন্যা বসে থাকত। চৈত্রের রোদ্র। গ্রীষ্মের উষ্ণতা তাকে স্পর্শ করতনা।

রাত্র গভীর হওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষদের মত রাজকন্যা এবং রাখাল বালকেরও চোখ জুড়েও নামত প্রশান্তির তন্দ্রা। মাঝরাতে রাজকন্যার ঘুম ভাঙতো। সে অনুভব করত যেন: কোন এক দেশের কোন এক পুরুষের তপ্ত নিঃশ্বাস তাঁর গায়ে এসে পড়ছে।

হয়ত সে অন্যদেশের রাজকুমার। হয়ত রোদে পোড়া চেহারার রাখাল বালক।

ওদিকে রাখাল বালকেরও ঘুম ভেঙে যেত রাতে। পাশের পাড়ার সেই দস্যি-দুরন্ত মেয়েটার ছবি ভেসে উঠত চোখে। রাখালের কল্পনায় সেই দস্যি মেয়েটাই হয়ে উঠত রুপনগরের রাজকন্যা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

বাপ্পী২০১১ বলেছেন: সাধারন একটা লেখা কিন্তু অসাধারন লাগলো।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.