নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

দেশী পণ্য ব্যাবহার করে ফেলানি হত্যার নিরব প্রতিবাদ করুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ফেলানি হত্যার সঠিক বিচার করেনি ভারতীয় আদালত। সাগর-রুনি হত্যার বিচারও করতে পারেনি বাংলাদেশ সরকার। নিজ দেশেই মেঘ তাঁর বাবা-মা হত্যার বিচার পায়নি। অন্য একটি দেশ থেকে ফেলানির হত্যার সু-বিচার আশা করা অরণ্যে রোদন ছাড়া আর কিছু না।



ব্যপার না! অনলাইনে এত চিল্লা-চিল্লি না করে আজ থেকে একটা প্রতিজ্ঞা করে ফেলেন। কাল সকালে ঘুম থেকে উঠে যখন বাজারে যাবেন তখন;

•ভারতীয় পেয়াজ,ডাল, তেল, মাংস কিনবনা।

•ভারতীয় ব্লেড দিয়ে শেভ করবনা।

•ভারতীয় পোষাক পড়বনা।

•ভারতের কোন চ্যানেল দেখবনা। মা-বোনদেরকেও না দেখার অনুরোধ করব।



ভারত একটি বিশাল দেশ। বাংলাদেশীরা যদি তাদের পণ্য ব্যাবহার না করে তাদের ততটা ক্ষতি হবেনা। কিন্তু আমরা সবাই মিলে যদি আমাদের দেশী পণ্যগুলো ব্যাবহার করি আমাদের দেশের অর্থনীতি অনেকখানি মজবুত হবে।



দেশী পণ্য হোকনা একটু নিম্ন-মানের। ক্ষতি কি? আমাদের পণ্যইতো! আমরা সবাই যদি মেইড ইন বাংলাদেশ ব্যাবহার করার প্রতিজ্ঞা করি তাহলে সেই নিম্ন-মানের পণ্যই একদিন বিশ্ব-মানের হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুধু ফেলানি ইস্যু নয়, সব সময়ই আমাদের দেশী পণ্য ব্যবহারে মনোযোগী হওয়া উচিত।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

রাজীব দে সরকার বলেছেন: সহমত

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

আমাদের সমস্যা কি জানেন কোন অঘটন না ঘটলে আমাদের ভিতর দেশ প্রেম জাগেনা। আর ভারতের ভালো দিকটি হলো এতগুলো ধর্ম আর চেতনায় বিভক্ত জাতি হয়েও দেশ প্রেমের ক্ষেত্রে সবাই এক সবসময়। অথচ আমরা যে কোন ইস্য্যুতেই লীগ আর দল এই দুই দলে ভাগ হয়ে যুদ্ধ করি নিজেদের মাঝে। এমন যখন একটি দেশের অবস্থা তখন ভারত মাতা যে আমাদের সাথে সৎ মাতার মত আচরন করবে এটাই স্বাভাবিক।

এত দিন নিজ দেশের পন্য কেন ব্যবহার না করে আজ হুট করে কেন এত দেশ প্রেম জেগে উঠবে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.