![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
আমরা রঙিন পাখাওয়ালা শুয়াপোকাদের কখনোই পছন্দ করতাম না। আমাদের আড্ডায় সেইসব পোকারা ছিল নিষিদ্ধ। আমাদের থু-থু মাখানো আধ-খাওয়া সিগারেটের জন্য প্রায়ই ওরা চাতক পাখির মত তাকিয়ে থাকত। আমরা সেই আধ-খাওয়া সিগারেট জুতার তলায় পিষে ফেলতাম। আমাদের মুখে তখন জল্লাদের হাসি। ধ্বংস-যজ্ঞের উল্লাস!
ওরা ইচ্ছা করলেই নিজস্ব সিগারেটের মালিক থাকতে পারত!
আমরা যখন চন্দ্রাভিযানে পাঁচ তলার ছাদে, ওরা তখন ভূগোল বইয়ে চোখ ঢেকে পাড়া-প্রতিবেশীর ঘুম ভাঙাতে ব্যস্ত! আমরা যখন সমসাময়িক প্রেমিকাদের বার্থডের গিফট কি হতে পারে এই নিয়ে মহাচিন্তিত, ওরা তখন সম্রাট আকবরের সঠিক জন্মদিন নিয়ে পরস্পর বাক-বিতণ্ডায় লিপ্ত।
ওদেরও অধিকার ছিল সঠিক জন্ম-ইতিহাস জানার!
ওরা নিজেদের গোত্রের সাথে দীর্ঘ সময় ধরে ফিস-ফিস আলাপ আলোচনার পর এই সিদ্ধান্তে আসে; পরিক্ষার হলে পরস্পর-পরস্পরকে নৈর্ব্যক্তিকের উত্তর ইশারায়
বলে দিবে।
আর আমরা সমস্ত পৃথিবীকে চমকে দিয়ে চিৎকার করে একজনের বউ অন্যজনকে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করি!
বহুবছর পর, শুয়াপোকারা প্রজাপতিতে রুপান্তরিত হয়েছে। আমরাও পাখির মত উড়তে শিখেছি। মাঝে-মধ্যে তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। আমরাও হাসি। ওরাও হাসে। ওরা ভাবে আমাদের ষোল আনা বৃথা! আমরা ভাবি ওদের ষোল আনা বৃথা!
প্রকৃতপক্ষে আমরা সবাই সুখি!
আজ এক রঙিন প্রজাপতি আমাকে ফোন করেছিল। অনেকক্ষণ কথাও হল। যদিও আমরা তাদের পছন্দ করিনা। তবুও তাদের সুখ-দুঃখের কথা মন দিয়ে শুনি। প্রজাপতি হলেওতো তাঁরা মানুষ!
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ। ভুল সংশোধন করে নিচ্ছি।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: রেললাইন এর মতো সমান্তরাল ভাবে এই দুটি স্রোত চলতে থাকবে। একজন অপরজনকে দেখে আত্মতৃপ্তি পাবে। এটাই জগতের নিয়ম। ভালো থাকবেন।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। আপনিও ভাল থাকবেন।
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
আমিজমিদার বলেছেন: বুঝিনাই কিসু, বাট মনে অয় ভালা লেকছেন
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
শাহজাহান আহমেদ বলেছেন: আমারও তাই মনে হয়েছে, একারণেই প্রকাশ করেছি। না হলে করতাম না। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
শরৎ চৌধুরী বলেছেন: মজা লাগলো। শুভেচ্ছা জানেবন।ন
আর উপরের টাইটেল লাইনে:"গিলু" হবে না "ঘিলু" হবে।