![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
নির্লিপ্ত রঙিন ফেরেস্তাদের সাথে আমাদের সঙ্গ ছিল ঠিকই। ভাব ছিলনা। তাঁরা তাদের চামড়ায় রং মেখে মানুষ হওয়ার চেষ্টা করত কিংবা আমাদের চামড়ায় রং মাখিয়ে আমাদেরকে ফেরেস্তা বানানোর চেষ্টা করত!
তাদের সেই সুক্ষ্ণ নির্বুদ্ধিতায় আমরা মুগ্ধ হতাম।
করুনা হত তাদের জন্য। তাঁরাও আমাদের দিকে করুনার দৃষ্টিতে তাকাত। আমরা যখন এক বেলুন বিশুদ্ধ বাতাসের খুঁজে ধোপা নুরুদ্দিনের কাপড় ইস্ত্রী করার দোকানে,ওরা তখন হোস্টেলের বদ্ধ-রুমে বসে-বসে আগামীকালের পরিক্ষার জন্য অর্থনীতির সংজ্ঞা মুখস্ত করছিল।
সদ্য ইস্ত্রী করা কাপড়ের গন্ধ ওদের ভাল লাগত না।
একদিন, ফেরেস্তাদের উপস্থিতিতে ঘোষনা আসল "আজ থেকে কেউ সিগারেট টানতে পারবে না!"
এই ঘোষণায় চমকে উঠার বদলে আমরা কয়েকজন এক সঙ্গে ফিক করে হেসে ফেললাম।
আমাদের হাসি ওদের পছন্দ হলনা। ওদের সিরিয়াস মুখের নিরবতা; আমাদেরও পছন্দ হলনা। সেই সভাতেই আমরা চোখের কোড-ল্যাঙুয়েজ বুঝার ক্ষমতা অর্জন করে ফেললাম!
অর্থনীতির সংজ্ঞা জানার জন্য সেটা জরুরি ছিল!
গত হয়ে যাওয়া সময়-তারিখ আমরা মনে রাখতে পারিনা। অথবা রাখিনা। "আধুনিক অর্থনীতির জনক এডাম স্মিথ 'এত' সালে জন্মগ্রহন করেছিলেন। তিনি 'এত' সালে মৃত্যুবরণ করেন।" এভাবেই আমরা পড়া বলি। জাতির জনক বিতর্কের মত অর্থনীতির জনক নিয়েও সামান্য বিতর্ক আছে! এই কারণেই রবিউল স্যার কিছু মনে করত না।
অথচ, ফেরেস্তারা বইয়ের লেখা ছাড়া কিছুই বিশ্বাস করত না!
একদিন রাতে, রঙিন-ফেরেস্তাদের সাথে আমরা পরিসংখান অথবা ব্যবস্থাপনা নিয়ে আলাপ করতে গিয়ে জটিল এক প্রতিযোগীতায় জড়িয়ে পড়লাম। "'এত' নম্বর অধ্যায়ের 'এত-এত" নম্বর প্রশ্নগুলো কে কার আগে সঠিক সাল সহ মুখস্ত করতে পারবে। আমরা চোখের সামনে বই মেলে দেড়-দুই মিনিট বিড়-বিড় করে সিগারেট টানতে বাহিরে চলে গেলাম। ফিরে এসে, ফেরেস্তা-মহলের সকল সদস্যকে চমকে দিয়ে দাড়ি-কমা-সেমিকোলন সহ পরিসংখান-গ্রন্থের বড় প্রশ্নের উত্তরগুলি আবৃতি করে নিজেরাও চমকে উঠলাম। কিন্তু সে রাতের আশ্চর্য ইতিহাস বিকৃত হয়ে গেছে!
অতপর, বাথরুমের চিপায়-চাপায় প্রায়ই নির্লিপ্ত রঙিন ফেরেস্তারা সিগারেট সহ ধরা পড়তে শুরু করল!
©somewhere in net ltd.