নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

‘ভুল করে’ ধ্বংস করা হয়েছে ৬০ হাজার টন ফল ও মাছ!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

ফলমালিনযুক্ত সন্দেহে ৫০ হাজার টন ফল ও ১০ হাজার টন মাছ ধ্বংস করা হয়েছে৷পুলিশ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) মাঝে মধ্যেই ভ্রাম্যমান আদালত দিয়ে ফরমালিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে৷ এসব অভিযানে ফরমালিনযুক্ত সন্দেহে বিপুল পরিমান খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়৷ বিশেষ করে অতি সম্প্রতি দেশীয় ফলের মৌসুমে ফরমালিন থাকায় বিপুল পরিমান আম, জাম, লিচু, আনারস, লেবু, আপেল, নাশপাতি, পেঁপে, করমচা ও লটকন ধ্বংস করে ভ্রাম্যামান আদালত৷
ব্যবসায়ীদের রিটের প্রেক্ষিতে তিনটি প্রতিষ্ঠানকে যন্ত্রগুলো পরীক্ষা করে দেখার নির্দেশ দেন আদালত৷ এর মধ্যে একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে আদালতে রিপোর্ট দিয়েছে৷ তাতে বলা হয়েছে, ভুল যন্ত্র দিয়ে এতদিন ফরমালিন পরীক্ষা করা হয়েছে৷এখন ক্ষতিপূরণ চান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা৷কথা হচ্ছে বাবসায়িদের এই ক্ষতিপূরণ কে দিবে?

নিউজ লিঙ্কঃ Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

জহীরুল ইসলাম বলেছেন: আবুলের কাছে টাকার অভাব নাই.......

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হয়ত লুটপাট করার জন্য তার কাছে টাকার অভাব নেই কিন্তু সঠিক কাজে খরচ করার মতন টাকার বড় অভাব, এজন্য এবার প্রভিডেন্ট ফান্ড থেকে পর্যন্ত লোণ করছে এরা।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ফরমালিন যুক্ত সন্দেহে-এতগুলো ফল ভুল যন্ত্রদিয়ে পরীক্ষা যারা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হোক। তাহলে যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবে প্রত্যেকটি বিভাগ আর এতোদিন ভ্রাম্যমান আদালত কোখায় ছিল হঠাত করে হুজুগ উঠলো আর শুরু হলো ধমাধম আটক, ফল নষ্ট করণ ইত্যাদি !!!!!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পুলিশ আর সরকারি কর্মকর্তাদের বিচার করবে কে?

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

ঢাকাবাসী বলেছেন: আইন বলে যে দেশে কিছুই নেই সেদেশে এর প্রতিকার আশা করা বাতুলতা মাত্র! ৬০ হাজার টন ফল আর মাছের দাম কত তা কি ঐ পরিবেশ দপ্তর আর বিএসটিআই জানে? না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যেহেতু তারা জানে না এই অজুহাতে ক্ষতিপূরণ ও দিবে না।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০

মাঘের নীল আকাশ বলেছেন: পুরাই একটা সরকারী ইতরামী

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

সোহানী বলেছেন: ফরমালিন বন্ধ এটা জীবনের দাবী......কিন্তু অাগে যন্ত্র পরীক্ষা না করে কেন ব্যবসায়ীদের ক্ষতি করা হলো???? এভাবে ব্যবসায়ীদের পথে বসিয়ে দেয়ার কোন মানে অাছে? কে জবাব দিবে এর???

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

জহির উদদীন বলেছেন: সব ভুল ও ভুলের মাসুল দায় জনতার.....সরকার বা সরকারী লোকদের কোন ভুল নাই তারা ধোয়া তুলসি পাতা...

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

শফিক আলম বলেছেন: ৬০ হাজার টন ফল ও মাছে ফরমালিন ছিল না এটা বিশ্বাস করা কঠিন। ত্রুটিযুক্ত মেশিন হয়তো মাত্রার রিডিং ভুল করতে পারে, কিন্তু কেমিক্যাল ডিটেকশনে ভুল করবে বলে মনে হয় না। যেই দেশের ব্যবসায়ীরা যে কোন ভাবে শর্টকাট রাস্তায় মুনাফা লাভ করতে চায় এবং তার কোন নজরদারি হয় না, সেই দেশে সবই সম্ভব। কৃষক এবং ব্যবসায়ীরা এখন ফরমালিন, কার্বাইড, ডিডিটি মেশায় উৎসব করে। যারা এই সব কেমিক্যাল বিক্রি করে তারাও এদের উৎসাহ দিয়ে থাকে বেশি করে দিতে। এর ভয়াবহতা বুঝা যায় এখন প্রায় ঘরে ঘরে ক্যান্সার আর কিডনি রোগী দেখে। টিভি/সংবাদপত্রের রিপোর্টিং তো আছেই। সামনের দিনকাল খুব একটা ভাল নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অপরাধীদের শাস্তি হোক কিন্তু নিরাপরাধীদের যেন হয়রানির স্বীকার না হতে হয় এতাই আইনের মুল কথা। অপরাধীর অপরাধের দায় তো আর আমরা নিরাপরাধ বাক্তির অপর চাপাতে পারি না।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

রেজা এম বলেছেন: :P :P :P :#) :#) :#) :#) :> :> :> =p~ =p~ =p~

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

দ্যা লায়ন বলেছেন: খবরের লিংক দিন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: Click This Link

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

নতুন বলেছেন: এই খবরে কিন্তু প্রমান হয়না যে বাজারে ফরমালীন দেওয়া হয়নাই....

হয়তো ঐসব যন্ত্রে রিডিংএ ভুল হতে পারে...

কিন্তু অসাধু ব্যবসায়ীরা সব কিছুতেই লাভের জন্য ভ্যাজাল দেয় তা কি ভুল???

অবশ্যই সরকারী সস্হার উচিত তাদের কম`পদ্বতী আগে ভাগে পরিক্ষা করেই কাজ শুরু করা...

কিন্তু এই রকমের অভিজান দরকার আছে.... বাজারের সব কিছু ভ্যাজাল মুক্ত করতে হবে... না হলে আপনি আমি সবাই এই বিষ খেতে বাধ্য হচ্ছি প্রতিদিন...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অপরাধীদের শাস্তি হোক কিন্তু নিরাপরাধীদের যেন হয়রানির স্বীকার না হতে হয় এতাই আইনের মুল কথা। অপরাধীর অপরাধের দায় তো আর আমরা নিরাপরাধ বাক্তির অপর চাপাতে পারি না।

১১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩

দ্যা লায়ন বলেছেন: মসকরা করলেননি ভাই? কি দিলেন এটা?

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: vai there may be some problem

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.