নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, এবোলা মহামারিতে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার প্রকাশিত ‘হু’র সর্বশেষ হিসাবে বলা হয়েছে, সাতটি দেশ এবোলায় আক্রান্ত চার হাজার ৩৩ ব্যক্তি মারা গেছে।
যে সাতটি দেশে এবোলার প্রকোপ দেখা দিয়েছে ‘হু’ তাদের দু’ ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে রয়েছে মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশ এবং এ তালিকায় গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের নাম রয়েছে।
এ ছাড়া, দ্বিতীয় ভাগে রয়েছে নাইজেরিয়া, সেনেগাল, স্পেন এবং আমেরিকা। এ সব দেশে বিচ্ছিন্ন ভাবে এবোলার রোগী পাওয়া গেছে।
সব থেকে ভয়াবহ কিছু তথ্য হলঃ
#আফ্রিকা থেকে উৎপত্তি হওয়া এই রোগ আফ্রিকার গণ্ডি পার করে ইউরোপ, আমেরিকা মহাদেশে ঢুকে পরেছে।
#ফিলিপিন্স-এ এই রোগের একটি প্রজাতি ধরা পরেছে।
#ইবোলায় মারা যাওয়া মানুষের মৃতদেহের সংস্পর্শে আসলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
#স্বাস্থ্য কর্মীরা যদি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে রোগীর সেবা করেন, তাহলে তারা নিজেরাই আক্রান্ত হয়ে যেতে পারেন।
#রোগী সেরে ওঠার সাত সপ্তাহ পর্যন্ত রোগীর সংস্পর্শে আসলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
#এখনও পর্যন্ত নিশ্চিত কোন প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয় নাই।
#আফ্রিকাতে এইডস এর পর সব থেকে বেশি সমস্যা হিসাবে এই রোগকে বলা হচ্ছে। যে কোন সময় এই রোগ একদেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পরতে পারে। অতিদ্রুত বাবস্থা নিতে না পারলে বিশ্ব এক ভয়াবহ ধ্বংসের মুখে পরতে পারে।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪
আল-শাহ্রিয়ার বলেছেন: may be you are right but can money buy dead people's life back?
২| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
নতুন বলেছেন: do you think The people behind this money making business care for Human life?
" Its just Good business" -
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫
আল-শাহ্রিয়ার বলেছেন: true but sad
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭
নতুন বলেছেন: ইবোলা ভাইরাসের বানানো সমস্যা বলে মনে হচ্ছে....
এখন এটা বিশ্বের মনে খবই বড় একটা আতংক ছড়াবে.... ফলে সবাই এ্রর ভ্যাকসিন নেবার জন্য প্রস্তুত হবে...
সারা বিশ্বে ভ্যাক্সিন আর এর ঔষুধ বিক্রির আয়ের পরিমান অবশ্যই বিলিওন ডলারের ব্যবসা...