নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
তাজিয়া মিসিল, চাকু দিয়ে শরীর ক্ষত করা
আশুরায় এই কর্মকাণ্ড কি ইসলাম সমর্থিত?
আশুরার দিন কি শুধুই কারবালার ঘটনা ঘটেছিল ? নয় বরং
এই দিন পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিন আবার পৃথিবী ধ্বংস হবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম (আঃ) এর তাওবাহ কবুল করেন এই দিনে।
হযরত মূসা (আ) অভিশপ্ত ফিরাউনের নির্যাতন থেকে মুক্তি পান এবং ফিরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরেছিল এ দিন।
মহা প্লাবন শেষে হযরত নূহ (আঃ)-এর নৌকা জুদী পাহাড়ে স্থিতি হয় এ দিনে।
হযরত ইবরাহীম (আঃ) পাপীষ্ঠ নমরুদের প্রজ্জ্বলিত অগ্নিকুন্ড থেকে মুক্তি লাভ করেন এ দিনে।
হযরত মূসা কালিমুল্লাহ -এর সাথে মহান আল্লাহর প্রথম কালাম হয় এ দিনে।
হযরত আইয়ুব (আঃ) দীর্ঘ দিন রোগাক্রান্ত থাকার পর আরোগ্য লাভ করেন এ দিনে।
হযরত ইয়াকুব (আঃ) ও হযরত ইউসুফ (আঃ)-এর দীর্ঘ বিচ্ছেদের পরে পুনঃমিলন হয় দিনে।
হযরত ইউনূছ (আঃ) দজলা নদীতে মাছের পেট থেকে মুক্তি লাভ করেন এ দিনে।
হযরত ঈসা (আঃ) কে আসমানে উঠিয়ে নেয়া হয় এ দিনে।
পৃথিবীতে প্রথম বৃষ্টি হয় এ দিনে।
হযরত জিবরাঈল (আঃ) পৃথিবীতে সর্বপ্রথম রহমত নিয়ে অবতরণ করেন এ দিনে।
আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবী সৃষ্টি করেছেন এ দিনে।
হযরত হুসাইন (রাঃ) ঐতিহাসিক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। ৬১ হিজরীর এ দিনে।
ইসলামে এই দিনটির অনেক গুরুত্ত। এই দিন শুধুই শোক পালনের দিন নয়।
আশুরার দিন ও আর একটি দিন রোজা রাখা এই দিনে ভালো জামাকাপড় পরিধান করা, ভালো খাবার গ্রহন করতে বলা হয়েছে।
আসুন! আশুরায় এই ইসলাম বিবর্জিত তাজিয়া মিসিল, চাকু দিয়ে শরীর ক্ষত করার মতন কর্মকাণ্ড বর্জন করি।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
বাংলার নেতা বলেছেন: চাকু দিয়ে শরীর ক্ষত করার কোন মানে হয় না!
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:০০
খেলাঘর বলেছেন:
ঐতিহাসিক দিন, খিলাফত থেকে রাজতন্তে পরিণত হওয়ার জন্য কারবালায় যু্ধ ঘটেছিল।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
লাজুক ছেলে...... বলেছেন: মোটেই সমর্থন যোগ্য না........
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
মদন বলেছেন: +++++++++++