নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

বর্তমানে আমাদের শিক্ষা ক্ষেত্রে মারাত্মক একটি সমস্যা হলো প্রশ্নপত্র ফাঁস ও নকল নামক ব্যাধির প্রসার।

বিভিন্ন মনিষীরা এই সমস্যা সমাধানে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন

যেহেতু নিজেকে একজন অনলাইন এক্তিভিস্ট, বিশ্লেষক বা ব্লগার দাবি করি

সুতরাং আমি নিজেও এই সমস্যা সমাধানের জন্য কিছু পরামর্শ দিতে চাই।

বাসায় বসে মুখস্ত/ঠোটস্ত করে পরীক্ষা হলে তা ঢেলে দেওয়া কখনোই

পরীক্ষার উদ্দেশ্য হতে পারে না। সুতরাং

যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজনঃ

১.প্রশ্ন হতে হবে conceptual.

২.পরীক্ষা হতে হবে open book.

৩.বাস্তব ভিত্তিক সমস্যা দিতে হবে প্রশ্ন হিসাবে আর সেগুলোর সমাধান

চাওয়া হবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে।

৪.পরীক্ষা হলে কমপক্ষে ৩ সেট প্রশ্ন দেওয়া হবে (আরও বেশীও হতে পারে) আর পরীক্ষার হলে Randomly বণ্টন করা হবে ছাত্র/ছাত্রীদের মধ্যে যেন তারা নকলের সুযোগ না পায়।

৫.প্রশ্নপত্র এমন মানের হতে হবে যেন শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার

পরিচয় দিতে পারে।

৬. Seen comprehension আর Completing story এই প্রকারের প্রশ্ন

প্রণয়ন করতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: সরকারে যারা বসে আছে, তারা এই সমস্যা নিয়ে মোটেও চিন্তিত নয়। কাজেই তাদেরকে এসব ফাও উপদেশ দেয়ার কোন মানে হয়না

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমার এই পরামর্শ সরকার মানবে কি মানবে না সেটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু একটি সমস্যা দেখলাম ও তার সমাধানে চেষ্টা করলাম এটাই আমার প্রাপ্তি।

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০১

এ কে এম রেজাউল করিম বলেছেন: আমার একটি অভিমত এখানে বলতে চাইঃ

পরীক্ষাহলে প্রশ্ন ৫ সেট আসবে, তারপর পরীক্ষারথীরা লটারী মাধ্যমে এক এক সেট প্রশ্ন পত্র নিয়া পরীক্ষা দিবে । প্রয়োজনে এই ৫ সেট প্রশ্ন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেয়া যেতে পারে।

ব্যাস প্রশ্ন ফাঁস সমস্যা চুকে গেল ।

কি বলেন ব্লগাররা ?

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পরীক্ষা হলে কমপক্ষে ৩ সেট প্রশ্ন দেওয়া হবে (আরও বেশীও হতে পারে) আর পরীক্ষার হলে Randomly বণ্টন করা হবে ছাত্র/ছাত্রীদের মধ্যে।
কনসেপচুয়াল প্রশ্ন হবে সুতরাং মুখস্ত করলে/নকল নিয়ে আসলে কাজ হবে না। নিজের সৃজনশীলতা প্রমান করেই নম্বর পেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.