নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

১ ও ২ টাকা তুলে নেওয়া নিয়ে বিতর্ক!!!

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে- আবুল মাল ।

এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে। বাহ দারুন, ধ্বংস করতেই এত টাকা! এই ৩০০ কোটি টাকা দেবে কে??? এতে করে এক ও দুই টাকার নোটগুলোর সাথে সাথে জনগনের ৩০০ কোটি টাকার পুরোটাই ধ্বংস হবে।



সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এক-দুই টাকা দিয়ে যে চকলেট পাওয়া যায়, তাহলে কি সেটি পাওয়া যাবে না? বোগাস মন্ত্রী পাল্টা প্রশ্ন করেন ‘এক টাকা-দুই টাকা দিয়ে চকলেট পাওয়া যায় নাকি?’

রাবিশ! কী কইল কিছুই বুঝলাম না!



অর্থমন্ত্রী আপনি বোধ হয় ভুলে গেছেন এই দেশে ১ টাকা ২ টাকায় কী কী পাওয়া যায়। আপনার জ্ঞাতার্থে ১ টাকা ২ টাকায় কী কী পাওয়া যায় তার একটা তালিকা দিচ্ছি।



* ১ টাকায় দেশলাই পাওয়া যায়

* ১ টাকায় চকলেট, চুইংগাম পাওয়া যায়

* ১ টাকায় ব্লেড পাওয়া যায়

* ২ টাকায় মশার কয়েল পাওয়া যায়

* ১ টাকায় এক কপি ফটোকপি করা যায়

* ২ টাকায় পুরী, পিয়াজু পাওয়া যায়

* ১ টাকায় এক গ্লাস ফিল্টার পানি পাওয়া যায়

* ১ টাকা বা ২ টাকায় বিড়ি সিগারেট, পান, সুপারী, গুল, তামাক পাতা পাওয়া যায়

* ১ টাকায় সিভিট পাওয়া যায়

* ২ টাকায় ১টা নাপা পাওয়া যায়

* ২ টাকায় চিঠির খাম পাওয়া যায়

* ১ টা অফসেট কাগজ পাওয়া যায়

* ২ টাকায় ১টা মিনি শ্যাম্পু পাওয়া যায়

* ১ টাকায় সুঁই ২ টাকায় সুতা পাওয়া যায়

* ১ টাকা বা ২ টাকায় আরো অনেক কিছু পাওয়া যায়।



গ্রামের গরীব মানুষরা এখনো প্রতিদিন অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে ১ টাকা ২ টাকায়। গ্রামের মানুষের কথা বাদই দিলাম,আমাদের দেশে এখনও অনেকে শহরে পাবলিক বাসে বিভিন্ন রুটে ১ টাকা ২ টাকায় যাতায়াত করে। দেশের সাধারন মানুষ এখনও ভিক্ষুকদের ভিক্ষা দেন ১ টাকা, ২ টাকা।



ধরুন বাজার গিয়ে ১৩ টাকা খরচ করলেন, পরিশোধ করবেন কিভাবে?

এছাড়াও এক টাকা, দুই টাকার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবেনা।

সেসব নিয়ে না হয় কথা নাই বললাম, কিন্তু আপনি একটা দেশের অর্থমন্ত্রী হয়ে জানবেন না সেদেশে এক টাকায় চকলেট পাওয়া যায় কী না!!!!!

মাননীয় মন্ত্রী আপনার এই গরীব দেশে ১ টাকা ২ টাকায় কী কী পাওয়া যায় তা আপনার জানার কথা নয়।



মনে আছে আপনিইতো হলমার্ক কেলেঙ্কারীর সময় বলেছিলেন, '৪ হাজার কোটি টাকা অল্প টাকা।' যার কাছে ৪ হাজার কোটি টাকা অল্প টাকা, তার কাছে ১ টাকা ২ টাকায় কিছু পাওয়া যায় -সেটাও না জানারই কথা। শেষ পর্যন্ত খবর পাওয়া গেছে জনাব মাল তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে তিনি বলেছেন যে এমনিতেই একসময় ১ ও ২ টাকা বাজার থেকে উঠে যাবে।



একটি মজার তথ্য দেই ধরুন আপনি আমেরিকাতে কোন একটি দোকান থেকে কয়েকটি পণ্য কিনলেন আপনার বিল আসলো ৯৯.৯৯ ডলার। আপনি ১০০ ডলারের নোট দিবেন তখন দোকানি কিন্তু আপনাকে ১ সেন্ট ফেরত দিবে। সেখানে কেন বাংলাদেশের মতন একটি গরীব দেশে পয়সা উঠিয়ে দেবার পর এবার ১ অথবা ২ টাকা ওঠাবার ইচ্ছা প্রকাশ করলেন। আর একটি তথ্য জিম্বাবুয়েতে কিন্তু এক লক্ষ ডলারের নোট পাওয়া যায়। এমন কি বর্তমান এক নম্বর অর্থনীতিক শক্তিশালী দেশ চীনের মুদ্রার একক কিন্তু ইয়ান (পয়সা)।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

tanbir10 বলেছেন: nice post. just a little mistake, yen is japanese currency, yuan is chinese currency. bit a confusing, right? :) [sorry for english, dont know how to use bangla in mobile]

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.