নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বনাম মুসলিম যুদ্ধ আদৌ প্রয়োজন আছে কি?

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২২

বর্তমান বিশ্ব এক সংকটময় সময়ের মধ্য যাচ্ছে ৷ একদিকে ইরান পরমানু চুক্তিতে সফলতার কাছাকাছি পৌছে গেছে; অপরদিকে - সৌদি, আমেরিকা, ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো ইয়েমেনে হামলা চালাচ্ছে ৷ আরব লীগের
বৈঠকে এ হামলা বৈধতাও পেয়েছে ৷

আশ্চর্যের বিষয় এই যে, হামলার স্বপক্ষে ইসরাইলের সাথে সুর মিলিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস প্রস্তাব করেছেন যে একই সাথে হামাসকেও যেন ধ্বংস করে দেয়া হয় ৷ যে হামাসের কারনে ফিলিস্তিন নামক দেশটি এখনো বেঁচে আছে; সেই হামাসকে ধ্বংসের প্রস্তাব রাখলেন খোদ ফিলিস্তিন প্রেসিডেন্ট৷ কী এক আজব ব্যাপার?

আসলে বোঝা দায় কে মুসলিম আর কে মুসলিমের দালাল ৷ তবে এ কথা স্বীকার না করলেই নয় যে, আজ সময় এসেছে মুসলিমদের এক হবার ৷ এ ব্যাপারে যত দেরী হবে তত ক্ষতির পরিমাণ ও বাড়বে ৷ কিন্তু মুসলমানরা এক হতে পারছে না ৷ কিছু দেশ রাজ ক্ষমতা ধরে রাখার জন্য মুসলমান হয়ে মুসলমানদের ধ্বংস করছে ৷ ইহুদী -খ্রীষ্টানরা কৌশলে মুসলমানদের বিভক্ত করে ফায়দা লুটছে ৷

সবচেয়ে কঠিন রুপ নিচ্ছে শিয়া— সুন্নি সংঘাত ৷ একদল আরেক দলকে কাফের বলছে, গালিগালাজ করছে ৷ কিন্তু কেন? আমাদের এক আল্লাহ, এক নবী, একই কোরআন ৷ তাহলে এত গালিগালাজ কেন? আসুন আগে ইসলামের মূল বিধিবিধান মেনে চলি পরে ওসব নিয়ে ভাবা যাবে ৷ আর জোর করে কি কারো চেতনা কারো ওপর চাপিয়ে দেয়া যায়? ভাই, যদি মতভেদ থাকে তাহলে আসুন না একে অপরকে শালীন ভাষায় বলি ৷ নবী (সঃ) কি কখনো ইসলাম প্রচারে জোর জবরদস্তি করেছেন, নাকি গালিগালাজ করেছেন ৷ নিশ্চয়ই না ৷ তাহলে আমরা কেন নবীর(সঃ) আদর্শ অনুসরন করছি না?

আর সবচেয়ে বড় কথা হল - মতভেদ মিটিয়ে ফেলার চেয়ে আগে বেশি জরুরী হল আন্তর্জাতিক কিছু বিষয়ে একমত পোষন করা ৷ তাই আসুন, ঝগড়া বিবাদ না করে সকল মুসলমান এক হয়ে মানবতার সেবায় এগিয়ে আসি ৷

কার্টেসিঃ Feroz Alam

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন:

রাজনীতি নীতির চেয়ে বড় হইয়া গেলেই সমস্যা।

আমাদের নবী (সাঃ) কি ছিলেন, শিয়া নাকি সুন্নী? কিছুই যদি না হন, তাইলে এইগুলা আসলো ক্যান? সবই প্যাচ প্যাচ খেলার ফসল, মহৎ উদ্দেশ্য কমই ছিলো মনে হয়।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কথা তিক্ত হলেও সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.