নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
সিরিয়ান শিশুটির অপরাধ সে অবৈধ ভাবে
ইউরোপ মহাদেশে পাড়ি জমাতে গিয়েছিল।
ফলাফল সাগরে ডুবে মৃত্যু বরণ।
গত বছর শিশুটির পরিবার কানাডায়
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল। কিন্তু
কানাডা সরকার তাদের স্থান দিতে পারেনি।
অবশেষে সৃষ্টিকর্তা নিজেই আশ্রয় দিলেন।
হ্যাঁ আর এই কানাডা কিন্তু আবার মানবতাবাদিদের
তালিকার ৮ম স্থান অধিকার করে আছে।
আর সিরিয়ার সহিংসতা মুলে রয়েছে কিন্তু ৫ম
স্থান অধিকারী দেশটি নাম আর না বলি।
অবশেষে ধিক্কার জানাই, জাতিসঙ্ঘ, নিরাপত্তা পরিষদ
আরবলীগ,ওআইসি UNICEF, Save the children দের
হ্যাঁ আপনারা হলেন প্রাতিষ্ঠানিক মূল্যবোধের ব্যাবসায়ি।
আপনাদের কথা ছিল অসহায়দের পাশে ছাতা হয়ে থাকার অথচ
আজ আপনারা সহায়-সম্বলহীনদের দুরাবস্থা দেখেও না দেখার
ভান করছেন। তাদের মৃত্যুর খবর যেন আপনাদের কাছে
মজাদার সংবাদ নতুন একটি মিটিং ডাকার উপলক্ষ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
প্রামানিক বলেছেন: ধিক্কার জানাই।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: ধিক্কার জানাই, জাতিসঙ্ঘ, নিরাপত্তা পরিষদ
আরবলীগ,ওআইসি UNICEF, Save the children দের
হ্যাঁ আপনারা হলেন প্রাতিষ্ঠানিক মূল্যবোধের মনোবৃত্তিকে।।
ছবিটি বিশ্বেই আলোড়ন তুলেছে।।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
নতুন বলেছেন: কিন্তু কেমন পিতা মাতা যে জীবনের ঝুকি নিয়ে এই শিশুকে নিয়ে সাগরে নামে?
অবশ্যই তাদের সামনে আরো পথ খোলা ছিলো কিন্তু তারা নিবোধের মতন সবার জীবনের ঝুকি নিলো!!
নিজের জন্য নিজেকেই ভাবতে হবে... অন্যরা কিছুই করেনা। জাতিসঙ্ঘ, নিরাপত্তা পরিষদ
আরবলীগ,ওআইসি UNICEF, Save the children একরকমের ভন্ডামি।
এরা ৫তারা হোটেলে মিটিং করে দারিদ্র দুর করে থাকে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
আল-শাহ্রিয়ার বলেছেন: শিশুটির পিতা-মাতা কিন্তু কানাডা সরকারের কাছে বৈধ আশ্রয় কামনা করেছিল। আর সিরিয়া থেকে তারা পালিয়েছিল শুধুমাত্র জীবন বাঁচাতেই।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
গেম চেঞ্জার বলেছেন: আমিও ধিক্কার জানাই, জাতিসঙ্ঘ, নিরাপত্তা পরিষদ
আরবলীগ,ওআইসি UNICEF, Save the children নামীয় ভন্ডামির ।