নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা কেলেঙ্কারি নিয়ে নিত্যনতুন তথ্য
পাওয়া যাচ্ছে। সবাই নির্দোষ, কিন্তু টাকা কিন্তু সাধারন জনগনের!
গত রাত্রে সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট তানভীর নিখোঁজ হয়েছেন।
সম্প্রতি রিজার্ভ চুরির বিষয়ে তানভীর নিজেকে তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট পরিচয়
দিয়ে গণমাধ্যমে মতামত দিয়েছিলেন। যদিও আইসিটি বিভাগ জানিয়েছে
তাদের সাথে তানভীরের কোন সম্পর্ক নেই।
কিন্তু গতকাল রাত্রে তানভীর ও তার এক বন্ধুকে সাদা মাইক্রোতে করে
কালো কাপড়ে মুখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে তার স্ত্রী দাবি করেছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তানভীর হাসান
জোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করলেও
করতে পারে।
অন্যদিকে তার স্ত্রী কাফরুল থানা ও কলাবাগান থানায় সাধারণ ডায়েরি
(জিডি) করতে গেলে তা পুলিশ গ্রহণ করেনি।
আচ্ছা সত্যিই যদি পুলিশ গ্রেফতার করে থাকে তবে গোপন করবে কেন? আর
সেটা হলে পুলিশ কেন সন্ত্রাসীদের মতন করে অপহরণকারীদের মতন করে
রাত্রের আঁধারে দুইজন নাগরিককে রাস্তা থেকে তুলে নিয়ে যাবে?
আর পুলিশ যদি গ্রেফতার না করে থাকে তবে তারা কেনই বা জিডি গ্রহন
করবে না?
এইদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত দায় এড়াতে পারেন না এবং তিনিও সন্দেহের ঊর্ধ্বে নয়
বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য
সুরঞ্জিত সেনগুপ্ত।
আবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদিকদের বলেছেন বাংলাদেশ
ব্যাংকের আইটি স্পেশালিষ্ট নিয়োগ পাওয়া রাকেশ আস্তানার কাজের পরিধি
কমানো হয়েছে। এইদিকে শুনলাম বাংলাদেশ ব্যাংকের সবগুলো কম্পিউটারে
নাকি এই রাকেশের পরামর্শে একটি সফটওয়্যার বসানো হয়েছে যা দ্বারা এই
ব্যাংকটির সবগুলো পিসির ডাটা সংগ্রহ করা যায়।
এইদিকে সদ্য সাবেক গভর্নর পদত্যাগ করেই দায়িত্ব অবহেলার থেকে রক্ষা
পেয়েছেন বলে মনে হচ্ছে। এরই মধ্যে তিনি ভাল মানুষের স্বীকৃতি পেয়েছেন।
কিন্তু কৃতপক্ষে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, না শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি
রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তা সরকার ও
রাজনীতির অন্দরমহলের মানুষেরা জানেন। পৃথিবীর ২৫০টা দেশের কেন্দ্রীয়
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট আছে নিউইয়র্কের
ফেডারেল রিজার্ভ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকই একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, যার
অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়ে গেল। এটাই আমাদের জন্য
সবচেয়ে গুরুতর বিষয়। কেন শুধু আমাদের টাকাই চুরি হলো?
বিষয়গুলো আসলেই সাংঘর্সিক।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২২
আল-শাহ্রিয়ার বলেছেন: রুই-কাতলারাই জানে না আর আমাদের মত চুনোপুঁটিরা কি জানে!
২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
বন্দি কন্ঠস্বর বলেছেন: প্রযুক্তিবিদ তানভীর জোহা চেতনামাইসিন ট্যাবলেট খেয়ে ফিরে আসবেন
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩
আল-শাহ্রিয়ার বলেছেন: ফিরে আসলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬
রাশেদ রাহাত বলেছেন: "তানবীরেরর লাশ আমাদের জেলা সদরে বুড়ির ঘাটে পাওয়া গিয়েছে।"
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১
আল-শাহ্রিয়ার বলেছেন: দুঃখজনক। ইহাই বাস্তবতা। কিন্তু আপনি নিশ্চিত?
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: সরকারের দায়।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যর্থ সরকারের দায়!
পুলিশ সেনা আর প্রশাসন দিয়ে জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে যে নৈতিক ভিত্তি হারিয়েছৈ সে জন্যে চারিদিকে লুটের মচ্ছব.. গুম, খুন, ধর্ষন, পুলীশি স্বেচ্ছাচারিতা... সকল ক্ষেত্রে রাষ্ট্রের মৌলিক নিরাপত্তা ভিত্তি ভেঙ্গে পড়েছে।
ফলে যে যেমন পারছে চালিয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮
ঢাকাবাসী বলেছেন: অনুমান করেন টাকা গেল কই?