নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বিশ্বের বেশিরভাগ দেশেই রমজান মাসে রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির
রেওয়াজ বহুকাল ধরে চলে আসছে। রাষ্ট্রপতি কতৃক আয়োজিত এই
অনুষ্ঠানের অতিথি হয়ে থাকেন দেশের বড় বড় সামাজিক, রাজনৈতিক ও
বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা/নেত্রীরা।
কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল
কালামের আমলটি ছিল ইফতার পার্টিমুক্ত। ২০০২ সালে তিনি যখন দায়িত্ব
নেন রাষ্ট্রপতি হিসেবে তখন ভারতীয় রাষ্ট্রপতির জন্য একটা নিয়মিত রেওয়াজ
ছিল ইফতার পার্টির আয়োজন করা। কিন্তু তিনি তার সচিবকে প্রশ্ন করলেন
যারা প্রতিদিন ভালো খাবার খেয়ে অভ্যস্ত তাদের জন্য ইফতারের বাবস্থা করাটা
কতটা যৌক্তিক! যেখানে এমন একটি ইফতারে খরচ ছিল ২২ লক্ষ রুপি।
তিনি ইফতার পার্টির পরিবর্তে নির্দেশ দিলেন এই অর্থে এতিমখানায় খাবার,
পোশাক ও কম্বল কিনে দিতে। এমনকি তিনি নিজের সঞ্চয় থেকে আরও এক
লক্ষ রুপি দিলেন এতিমদের জন্য।
এভাবেই ড. কালাম তার মেয়াদে তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়া সত্ত্বেও
রাষ্ট্রপতি ভবনে কোন ইফতার পার্টির বাবস্থা করেন নাই! বরং সেই অর্থে এতিমদের
জন্য খাবার,পোশাকের বাবস্থা করেছেন।
খুব বেশি কি ক্ষতি হত, যদি আমরাও কথিত বুফে ইফতার পার্টির বদলে প্রকৃত
গরীবদের জন্য সেহেরী/ইফতারের বাবস্থা করতাম! সাওম শব্দের অর্থ সংযম,
মাসব্যাপী রোজা রেখে আর বুফে ডিনার/ইফতার করে সোয়াবের আশাকরা অনুচিত।
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১০
আল-শাহ্রিয়ার বলেছেন: দুই মহিলা না হয় বাদ দিলাম কিন্তু আমরাও কি এই সংস্কৃতির বাহিরে বের হতে পেরেছি!!
২| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮
শিখণ্ডী বলেছেন: ভাল কথা। আমিও তেমনটাই মনে করি। কিন্তু এটি করতে যান পেট মোটা পাড়ার হুজুরটি আপনার বিপক্ষে ফতোয়া দেবে।
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২১
আল-শাহ্রিয়ার বলেছেন: পেটমোটা একজন হুজুরের ফতোয়ার থেকে এক জন ক্ষুধার্থের ক্ষুধা নিবারণ অধিক জরুরি।
৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৫
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: ভাল লাগল। আমাদের মনোভাব এমনই হওয়া উচিত
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২২
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪২
রাখালছেলে বলেছেন: প্রধানমন্ত্রী এখন সুইডেনে আর দেশে মানুষ পড়েছে ১৫২ জন । কার কি এসে যায়। ক্ষমতা বড়ই উপাদেয় বস্তু ।
১৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৪
আল-শাহ্রিয়ার বলেছেন: ক্ষমতা বড়ই উপাদেয় বস্তু । সহমত। তবে তা চির স্থায়ী নয়।
৫| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০৪
ঢাকাবাসী বলেছেন: ক্ষমতা বড়ই উপাদেয় বস্তু, ছাড়ার কথা ভাবতেই পারেননা।
১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪১
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
৬| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯
ইয়াশফিশামসইকবাল বলেছেন: যারা ইফতার পার্টির আয়োজোন করে ও বিভিননো খাবারের পিক আপলোড দেয়, তাদের মুখে প্রসরাব কোরি...
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই মহিলাকে এসব বলে লাভ নেই...