নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিয়েতে জমকালো আয়োজন করা বর্তমানের রীতিতে পরিণত হয়েছে। বরের নাম প্রিন্স আবদুল মালিক, বয়স ৩১, সুলতান হওয়ার দৌড়ে এই প্রিন্সের অবস্থান দ্বিতীয়। কণে দায়াঙকু রাবিয়াতুল আদাবিয়াহ পেনজিরান হাজি বলকিয়াহ, বয়স ২২।
ব্রুনাইয়ের সুলতান বিশ্বের অন্যতম ধনী আর বিয়ে যখন তার ছেলের তখন স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক। ক্রিস্টাল-খচিত জুতা, কোয়েলের ডিম আকৃতির পান্না, রত্নপাথরের পুষ্পস্তবকে ফুটে ওঠেছিল জাঁকজমকের প্রদর্শনীতে।
অনুষ্ঠানটা হয় রাজধানী বন্দর সেরি বেগাবনে সুলতানের রাজপ্রাসাদ ইতসানা নুরুল ইমানে। বাস করা হয়, এমন প্রাসাদগুলোর মধ্যে এটাই বিশ্বে বৃহত্তম। এতে রয়েছে ১,৭৮৮টি কক্ষ, পাঁচটি সুইমিং পুল, ২৫৭টি বাথরুম ও ১১০টি গাড়ি রাখার মতো গ্যারেজ। অতিথিকক্ষে একসাথে পাঁচ হাজার অতিথি বসতে পারেন। রাজকীয় এই বিয়েতে বিশিষ্ট অতিথিদের মধ্যে মালয়েশিয়ার সাতটি রাজ্যের শাসক ও সৌদি আরবের এক গভর্নর ছিলেন।
বিয়ের দিন বর-কণের পরনে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক। তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংসাহসন। নববধূ রাবিয়াতুলের হাতে যে তোড়াটি ছিল, সেটি ফুলের নয়, ছিল রত্নপাথরের। হীরার তৈরি তার নেকলেসটির ঠিক মাঝখানে আঙুর আকৃতির তিনটি পান্না শোভা পাচ্ছিল। এর সাথে মানানসই করে তৈরি করা হীরার ব্রোচে ডিম আকৃতির দুটি পান্না শোভা পাচ্ছিল।
জুতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি করা। মণি-মানিক্যের ব্যবহার কোথাও কম দেখা যায়নি, বরং অনেক ক্ষেত্রে জৌলুষ উপচে পড়তে চেয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে রাজকীয় প্রহরীরা আনুষ্ঠানিক ঢাল ও বর্শা নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। দোয়া অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল বিলাসবহুল ভোজ। উৎসব শুরু হয়েছিল ৫ এপ্রিল ১১ দিনের অনুষ্ঠান ১৫ এপ্রিল শুকরিয়া নামাজ দিয়ে শেষ হয়। ছেলের বিয়েতে ব্রুনাইয়ের সুলতান।
পূর্ব এশিয়ার বর্নিও উপকূলে ব্রুনেইয়ের অবস্থান। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছে অবস্থিত দেশটি আয়তনে বেশ ছোট। তবে তেল ও গ্যাসের বিপুল মজুত রয়েছে দেশটিতে। অধিবাসীদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ মালয় মুসলিম। ১৫শ’ শতক থেকেই দেশটির অস্তিত্ব দেখা যায়। ১৯৮৪ সালে ব্রিটেনের কাছ থেকে তারা স্বাধীনতা পায়।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
আল-শাহ্রিয়ার বলেছেন: আমিন। সুম্মা আমিন। আল্লাহ্ আপনার নেক কামনা পূর্ণ করে দিন।
২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনার কাজ কারবার তেলের দেশের লোকদের নিয়ে; আপনি তেলের উপর আছেন?
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২
আল-শাহ্রিয়ার বলেছেন: হা হা। যদিও আমার বাড়ি সিলেট না তবে সুনেছি সুন্দরবনে নাকি অনেক তেলের মজুত রয়েছে, অবশ্য পরিবেশ বলে সবাই কি যেন বলাবলি করে।
৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হায়,দুনিয়াতেই সব ভোগ করে গেলি!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩
আল-শাহ্রিয়ার বলেছেন: আমরা হায় হায় করি কেননা আমরা অভাগা!
৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনার কাজ কারবার তেলের দেশের লোকদের নিয়ে; আপনি তেলের উপর আছেন? -- হা হা হা। ভাইজানের কমেন্ট মানেই বিনুদুন আর বিনুদুন।
খাওন-দাওনের আইটেমগুলো দিলেন না। দেখে একটু ভার্চুয়াল টেস্ট নিতুম।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই খাবারের আইটেমের নাম দিলে তো পরে বাসি হওয়ার সম্ভাবনা থাকতো। যেখানে ফুলের তোরা পর্যন্ত বাসী হবার ভয়ে তাজা ফুলের পরিবর্তে রত্নপাথর ব্যাবহার করা হয়েছে।
৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ১৯৮৪ সন হতে বৃটেনের কাছ হতে তারা স্বাধিনতা পায়
যে অবস্থা দেখা গেল তাতে করে তাদের পুর্বাবস্থায় ফিরে যাওয়ার আশংকাই বেশি মনে হয় ।
দেশের থেকে যার রাজ বাড়ী বড় সেটাকেই মনে হয় বলে বার হাত কাকুরের তের হাত বিচি!!
ধন্যবাদ রাজপুত্র আর রাজকন্যার ছবি গুলি দেখানোর জন্য ।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
আল-শাহ্রিয়ার বলেছেন: ধন্যবাদ।
৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
মিথী_মারজান বলেছেন: টাকা থাকলে নাকি ভুতের বাপের শ্রাদ্ধ করা যায়।
আর এটা তো সুলতান ফ্যামিলির বিয়ে।
জাঁকজমক থাকাটাই স্বাভাবিক।
রাবিয়াতুল এর হাতের তোড়াটি জুম করেও দেখতে পারলাম না।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
আল-শাহ্রিয়ার বলেছেন: নিচে আপনার জন্য আর একটি ছবি দিলাম।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
আল-শাহ্রিয়ার বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ ছবির রেজুলেসন কমিয়ে ফেলে এই জন্যই জুম করে ভালো ভাবে বোঝা সম্ভব হয় না।
৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
থার্মোমিটার বলেছেন: বাহ্যিক দিক দিয়ে জাকজমক পূর্ণ মনে হলেও ইরানি বিবাহের কাছে ইহা কিছুই নহে, এ আমার দৃঢ় বিশ্বাস।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
আল-শাহ্রিয়ার বলেছেন: বাহ্যিক জাঁকজমক দিয়ে হয়ত সম্পর্কগুলোকে বিবেচনা করা যায় না তারপরও আলোচিত হয়।
৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
আল-শাহ্রিয়ার বলেছেন: মিথী_মারজান এই ছবিটি জুম করলে আশাকরি আপনার ইচ্ছে পূরণ হবে।
৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ।
উপরের আরেকটি ছবিতেও একটু আকটু দেখা যায়।
নি:সন্দেহে মূল্যবান তবে ফুলের তোড়ার মত সুন্দর নয়।
গহনা, তলোয়ার এগুলো রত্নখচিত হিসাবে মানানসই।
তবে রত্নখচিত তোড়ার ব্যপারটা একটু হাস্যকর লাগল আমার কাছে।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০
আল-শাহ্রিয়ার বলেছেন: ঠিক তবে তারা এটাকে বেশি আভিজাত মনে করেছে হয়ত।
১০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
মিথী_মারজান বলেছেন: হুম।
যত বেশি আভিজাত্য প্রদর্শন, তত বেশি আর্টিফিশিয়ালিটি।
যাই হোক, সুখে থাকাটাই বড় কথা।
সুখী হোক এই দম্পতি।
অনেক বেশি আর কিছুটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম।
আশাকরি কিছু মনে করবেন না।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: কালীদাস বলেছেন: ইনশাল্লাহ, আপনে এরচেয়েও সুন্দর পারসিয়ান আওরাতকে নিকাহ করতে পারবেন। আমিন
হাদিসে অাছে কম জাগজমক পূর্ণ বিয়েতে বর্কত বেশি। যাহোক, শুভকামনা অাপনার ও তাদের প্রতি।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০
আল-শাহ্রিয়ার বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: আমি শুধু বর কনে কে দেখলাম ;
পিচ্চি পিচ্চি দুইজন মানাইছে ভালো ।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
আল-শাহ্রিয়ার বলেছেন: হাহা ভালো বলেছেন।
১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২
জাহিদ হাসান বলেছেন: ব্রুনেই দারুস সালাম আসলেই একটা ভাল দেশ। কিন্তু সেই দেশের সুলতান ও তার পরিবারের অপচয় আমার ভাল লাগে না। কিন্তু দেশটিকে আমার ভাল লাগে। ব্রুনেই এর রাজধানী বন্দর সেরি বেগওয়ান আমার খুব ভালো লাগে।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৬
ওমেরা বলেছেন: সামর্থ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান জাকজমক করা ভাল । বিয়ে তো মানুষ জীবনে একবারই করে ।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৪
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: এত জাঁকজমকপূর্ণ বাবারে।
যাক যার যেমন স্বামর্থ সে তেমন খরচ করবে এটাই নিয়ম।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৪
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
হাসান রাজু বলেছেন: কয় দিন আগে একজনের মুখে শুনলাম তার ছেলের বিয়েতে তিনি ১১ টা আইটেমের খাবার করেছেন । তার আর্থিক অবস্থার হিসেবে সেটা অনেক বেশি । আবার ১১ আইটেম যে কোন দৃষ্টিতে অপচয় ।
তখন তারেক জিয়ার দুর্নীতি বিষয়ক চর্চা মানুষের মুখে মুখে । বাসে আমার পাশের সিটে একজন রুমাল রেখে ঠিক পিছনের সিটে নিজে বসলেন । উদ্দেশ্য তার বন্ধুর জন্য সিট রাখা যিনি ভিড়ের মাঝে একটু পিছনে পড়েছেন ।
**** আমরা সুযোগের অভাবে আছি । অপেক্ষায় আছি । সেই কাঙ্ক্ষিত সুযোগ যদি পাই, আমাদের অপচয় আর দখলদারি হবে দেখার মত ।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০২
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই এখানেও বাংলাদেশের ফালতু রাজনীতি না আনলেই কি নয়!
১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: উনাদের শুভ কামনা,।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭
আল-শাহ্রিয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
জাহিদ অনিক বলেছেন:
মনিরা সুলতানা বলেছেন: আমি শুধু বর কনে কে দেখলাম ;
পিচ্চি পিচ্চি দুইজন মানাইছে ভালো ।
আমারো তাই মনে হচ্ছে ! সব পিচ্চি পিচ্চি লাগে !
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭
আল-শাহ্রিয়ার বলেছেন: হা হা
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
টারজান০০০০৭ বলেছেন: কামতো একই ! বিয়া শেষে একই নাটক "চৌকী কেন নড়ে " মঞ্চস্থ হইবে ! শুধু শুধু এতো অপচয় !
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২০
আল-শাহ্রিয়ার বলেছেন: নিজে কতটা সঞ্চয় করবার বিষয়ে ভাবেন সন্দেহ। আর বর্তমানে মসুলমানদের মধ্যে এমন কোন রাজা বাদশাহ আছে নাকি যারা অপচয় থেকে দূরে থাকছে?
২০| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
টারজান০০০০৭ বলেছেন: আর বর্তমানে মসুলমানদের মধ্যে এমন কোন রাজা বাদশাহ আছে নাকি যারা অপচয় থেকে দূরে থাকছে?
তাই বলিয়া তাহাদের অপচয় করাকে সমর্থন দিতে হইবে ? সম্পদ থাকিলেই অপচয় করিতে হইবে ?
আমি কাবিখা প্রজেক্টে কাজ করি। কাজের বিনিময়ে খাদ্য ! আমার সঞ্চয় নাই বলিলেই চলে ! রেডিও তেহরানে কাজ করার অফার দিবেন নাকি ? সারাদিন হায় খোমেনী, হায় খামেনি, হায় রুহানি করিব , বিনিময়ে আমার সঞ্চয় বাড়িবে ?
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
আল-শাহ্রিয়ার বলেছেন: মসুলমান রাজাদের এই অপচয় কখনোই সমর্থন করি না। তবে এখানে বিয়ের বিষয়ে পোস্ট করেছি, নবদম্পতিদের জন্য মঙ্গল কামনা করতে সমস্যা কোথায়? রেডিও তেহরান নামক এখন কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই। ধন্যবাদ। তবে পার্সটুডেতে যদি নিজে কখনও সুযোগ পাই অবশ্যই আপনাকে স্মরণ করবো।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
কালীদাস বলেছেন: ইনশাল্লাহ, আপনে এরচেয়েও সুন্দর পারসিয়ান আওরাতকে নিকাহ করতে পারবেন। আমিন।