নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ইয়েমেনি শিশুদের ওপর সৌদি আরবের নিকৃষ্ট আক্রমণ,পেট্রো ডলারের কাছে মানবতার পরাজয়।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭


দশ বছরের থেকেও ছোট ৩০ টি শিশু শিক্ষার্থীদের হত্যা করা হল, অথচ বিশ্বে কোন প্রতিবাদ হল না কারন হত্যাকারী দেশটি হল সৌদি আরব আর যাদের হত্যা করা হয়েছে তারা হল আরব বিশ্বের সব থেকে গরীব দেশের নাগরিক। হ্যাঁ আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম আছি থাকবো, তারা যেদেশের নাগরিক হোক না কেন আর হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক।

দেখুন তো ভিডিও গুলো সহ্য করতে পারেন কিনা? হ্যাঁ অ্যামেরিকাও সহ্য করতে পারছে না নীচের ভিডিওটি অ্যামেরিকার নিউজের থেকে দিলাম।

আমরা ইজরাইলকে যতটা ঘৃণা করি, সৌদি আরব কিন্তু এখন তার থেকে বেশি ঘৃণ্য আচারন করছে। আজ এই ঘটনা ফিলিস্তিনে হলে মুসলিম বিশ্বে প্রতিবাদ হত কিন্তু এখানে হত্যাকারি সৌদি আরব হওয়ায় কোন দেশ প্রতিবাদ করছে না।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ আজ এই ঘটনা ফিলিস্তিনে হলে মুসলিম বিশ্বে প্রতিবাদ হত কিন্তু এখানে হত্যাকারি সৌদি আরব হওয়ায় কোন দেশ প্রতিবাদ করছে না।
... ঠিক।

সালার সৌদি শেখরা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য ইয়েমেনকে শেষ করে দিলো। এরাই বড় কালপ্রিট... সালারা মরে না ক্যান....X(

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই কিছুই বলার নাই। দুর্বলের ওপর সবলের অত্যাচার।

২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যুদ্ধ নয়; শান্তি চাই।
Stop the wars!!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কার কাছে দাবী করা হবে? কে মানবে আমাদের এই আহব্বান।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
তেলের দাম কমতে কমতে ১/৩ হয়ে গেছে।
এখন টিকে আছে হজ -ওমরা রিলিজিয়াস টুরিজমের মাধ্যমে।
বাংলাদেশ থেকে দেড়লাখের মত হাজি হজ করতে যায়, আরো ৫০ হাজার টিকেট না পেয়ে কান্নাকাটি করে।
হাজিরা নিজের খরচে এডভান্স বাসাভাড়া, উচ্চমুল্য হোটেল, যাতায়াত, টোল, খাওয়া দাওয়া। এরপরও শুধু 'হজ ফি' নামে সৌদি সরকার লক্ষাধিক টাকা নিচ্ছে।

অতচ বাংলাদেশেও রিলিজিয়াস টুরিজম আছে। বিশ্ব এজতেমার সময় হাজার হাজার বিদেশী আসে।
কোন ফি তো নেয়াই হয় না, বরং স্থানীয় মুসুল্লিরা তাদের ফ্রী থাকার ও খাওয়ার ব্যাবস্থা করে। এমনকি অনেকে নিজেদের বাসায় পর্যন্ত রাখে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তেলের দাম ট্রাম্প ৯০ ডলার করে দিয়েছে যা কিছু দিন আগেও ৫০ ডলারের নীচে ছিল। আর হজ্জ ব্যাবসা সৌদি আরবের অন্যতম একটি ব্যাবসা। আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে সৌদি আরব ব্যাবসা করছে।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সৌদি যুবরাজ পশ্চিমাদের পুতুল মাত্র। গত 30 বছরের মধ্যে সবচেয়ে বেশি পা চাটা গোলাম হলো যুবরাজ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই অপ্রত্যাশিত। আমি সৌদি আরব ছিলাম এবং এখনও সৌদি আরবের পক্ষেই আছি। এটা করাটা কীভাবে তাদের ঈমান সায় দিচ্ছে আমি জানি না...

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তাদের ঈমান থাকলে কখনোই এসব করতে পারত না।

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ আল-শাহরিয়ার - চৌদ্দশ বছর ধরে জিব্রাইল ফেরেশতা বেকার বসে আছে। তাকে active করে পরম করুণাময় সৌদী বাদশাহ সালমান, যুবরাজ মুহাম্মদের কাছে কিছু হেদায়েতি massage পাঠাতে পারেন। দ্বীনের নবী নিজেও কবরে জীবিত। তিনিও দুই বাদশাহ + সৌদী গ্রান্ড মুফতিকে নিদেনপক্ষে স্বপ্নযোগে উপদেশ দিতে পারেন । তাতে যদি তাদের সুমতি হয় !

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জানি না আপনি কোন ধর্মের অনুসারী! আপনার মন্তব্য শুনে মনে হচ্ছে ধর্ম বিষয়টি কেন তামাশার বস্তু। আপনার নিকের সাথে আপনার মন্তব্যের মিল নেই। সৌদি বাদশাহ হল মার্কিন-ইহুদী দাস যে ক্ষমতার লোভে অন্ধ আর সৌদী গ্রান্ড মুফতি হল বাদশার চাকর। সুতরাং তাদের কাছে ভালো কিছুই আশাকরা উচিৎ নয়। নিজের দেশের দিকে তাকালেই তো বোঝা যায় ক্ষমতার জন্য মানুষ কিভাবে অমানুষে পরিণত হয়।

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: খুব খারাপ কাজ করেছে।
আল্লাহ এদের বিচার করবেন।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.