নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
২০১৭ সালের ১৯ অক্টোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পুরস্কার নেন এলইডিপি প্রকল্পের বেস্ট আর্নার ৮ প্রশিক্ষণার্থী।
প্রায় একবছর আগে সর্বোচ্চ আয়কারী দেখিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পুরস্কার নেন র্যাডিসনের দুই শিক্ষার্থী রায়হান মাহমুদ ও সিরাত রাজ্জাকী। কিন্তু তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই দুই প্রশিক্ষণার্থীর প্রকৃত আয় গোপন করেছে প্রতিষ্ঠানটি। আর এতে সায় দিয়েছেন উপ-প্রকল্প পরিচালক নবীর উদ্দীন।
এই প্রশিক্ষণের আওতায় দেশসেরা ফ্রিল্যান্সার ঘোষণা করা হয় চট্টগ্রামের রায়হান মাহমুদকে। তার আয় দেখানো হয় ১০ হাজার ৯শ' মার্কিন ডলার। কাজ শিখেছেন ওয়েব ডিজাইনে। আর গ্রাফিকস ডিজাইনে দুই হাজার ডলার আয় নিয়ে সেরা নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়ার সিরাত রাজ্জাকী।
প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি তদারকিতে ব্যবহৃত সফটওয়্যারে দেখা যায়, শর্ত ভঙ্গ করে সিরাত রাজ্জাকীকে গ্রাফিকস ডিজাইনে '৪৯১' ও '৪৯৯' দুই ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে দেখানো হয়েছে। দুই হাজার ডলার নয়; তার আয় যথাক্রমে ২১০০ ও ১৪০০ টাকা মাত্র। চট্টগ্রামের রায়হান মাহমুদের আয়ও ১০ হাজার ৯শ' ডলার নয়; তার আয় মাত্র আড়াই হাজার টাকা। আর অনলাইন মার্কেট প্লেসে রায়হানের রিভিউতে দেখা যায়, ২০১৪ সাল থেকেই অনলাইন মার্কেট প্লেসে কাজ করছেন তিনি। এতসব অনিয়মের মধ্যেই এই প্রকল্পের দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। ১৮০ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩২০ কোটি টাকায়।
হ্যাঁ এভাবেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নানা প্রকল্পের নামে জনসাধারণের কোটি কোটি টাকা ডিজিটাল কায়দায় আত্মসাৎ করা হচ্ছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ এটাই সপ্নের উন্নয়ন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
সনেট কবি বলেছেন: পড়লাম
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
যবড়জং বলেছেন: ডিজিটাল জালিয়াতি চলছে চলবে ........
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
আল-শাহ্রিয়ার বলেছেন: এটাই দুঃখের
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা তো ছোট দুর্নীতি। বেনামী আই টি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে লাপাত্তা হওয়ার রিপোর্ট-ও এর আগে টিভিতে দেখেছিলাম। এটাই বাংলাদেশ(চাঁদগাজী)...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ ভুল ঠিকানা দিয়ে কোটি কোটি টাকা মারা হয়েছে
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: সকালেই এক মুরুব্বি খুব ভক্তি নিয়ে আমারে সালাম দিল!
আমি চায়ের দোকানদারকে বল্লাম, কিরে ভোটতো সন্নিকটে! বুঝা যাইতেছে, আলামত পাইতাছোস?
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
এটম২০০০ বলেছেন: It indicates how easily one can befool the dumb-headed man named Joy.
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
আল-শাহ্রিয়ার বলেছেন: ছি এসব গুজব ছড়াবেন না আইসিটি ৫৭ ধারায় পরে যাবেন।
৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
শামস্ মুকিত বলেছেন: ভাইয়ের মনে হয় হঠাত একটু মামলা খেতে ইচ্ছা করছে৷। ।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
আল-শাহ্রিয়ার বলেছেন: হা হা এসব মিথ্যা মামলার ভয় কবে করেছে বাংলাদেশীরা?
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
এটাই আসল বাংলাদেশ