নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক হত্যা নীরব মানবতা ব্যবসায়ী অ্যামেরিকা!

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগজি’র হত্যাকাণ্ডের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা রহস্যজনক। যিনি অকারণেই টুইটের ঝড় তুলেন তিনি এত বড় ঘটনার পরও মুখে কুলূপ এঁটে বসে আছেন।

লন্ডন থেকে প্রকাশিত আরবি দৈনিক রাই আল-ইয়াওম লিখেছে, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খাশোগজির হত্যাকাণ্ডকে যত দ্রুত সম্ভব যাতে ধামাচাপা দেয়া যায় সেজন্য মার্কিন সরকার এ ব্যাপারে টু শব্দটি পর্যন্ত করছে না। সৌদি রাজতান্ত্রিক সরকার আমেরিকার সঙ্গে পূর্ব পরিকল্পনার মাধ্যমে রাজতন্ত্রের বিরোধী এই সংবাদিককে হত্যা করেছে বলে দৈনিকটি মন্তব্য করেছে।

সৌদি রাজতন্ত্রের ঘোর বিরোধী খাশোগজি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। সরকার বিরোধীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। গত মঙ্গলবার জরুরি কাজে তিনি ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। কিন্তু এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।তুরস্কের দু’টি সূত্র বলেছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরেই খাশোগজি নিহত হয়েছেন বলে তারা দৃঢ়ভাবে মনে করছেন। একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, সৌদি কনস্যুলেটের ভেতরে ওই সাংবাদিককে হত্যা করে তার লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এবারের জাতিসংঘ দেওয়া ভাষণে ট্রাম্প দাবী করেছিল বর্তমান সৌদি যুবরাজ এবং রাজা নানা পরিবর্তন এনেছে এবং সৌদিতে জনগনের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। অথচ বিদেশের মাটিতে সরকার বিরোধী একজন প্রসিদ্ধ সাংবাদিককে গুম করে সৌদি প্রশাসন প্রমান করেছে তারা তাদের গোঁড়ামি এবং স্বেচ্ছাচারিতা থেকে একবিন্দু পরিমানেও সরে আসে নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

সৈয়দ ইসলাম বলেছেন:


তুরস্ক ও সৌদীর দূরত্ব আরো বাড়িয়ে দেয়ার একটা স্পষ্ট ষড়যন্ত্র।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দূরত্ব বাড়বে স্বাভাবিক। তবে সৌদিই দায়ী এজন্য।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সৌদি শাসকরা মগজহীন। গদি রক্ষার প্রয়োজনে মিত্রদের খোশ রাখতে এরা কশাই হতে পারে তার একটার পর একটা প্রণাম দিয়ে যাচ্ছে।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে। ট্রাম্প তো বলেই দিয়েছে তাদের সমর্থন ছাড়া ২ সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবে না।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

বাকপ্রবাস বলেছেন: সওদিরে ভুতে পাইসে, দুনিয়াদারী ওদের নিজেদের মনে করে।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ সব অশান্তির সাথে এরা জড়িত।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ আল-শাহরিয়ার- জনাব, ইহুদি-নাসারাদের দেশ আমেরিকা তো চুপ থাকবেই। কিন্তু মর্দে মুমিনদের কি হলো ? তারা চুপ কেন ? মুসলিমদের যাবতীয় দুর্ভোগের জন্য যারা ইহুদি নাসারাদের দোষারোপ করে তাদের মানবতা আর বিবেক কোথায় ?

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সৌদিআরব তো ইহুদীদের নির্দেশিত পথেই চলছে।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব খারাপ লাগছে।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: এটা এখনও পুরোপুরি প্রমানিত হয়নি।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ, সৌদি আরব সিসি ফুটেজ ডিলিট করে দিয়েছে। তবে নিজেদের অপরাধ লুকাতে পারেনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.