নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়ারইন ব্লগ বন্ধ করে দিয়েছে সরকার। অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই ব্লগটি বন্ধ করে তারা। অসত্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় সচেতন লেখক ও নাগরিক হিসেব আমরা হতবাক।
অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট বন্ধে করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি। সেই তালিকাতে সামহোয়ারইন ব্লগের নাম ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি ব্লক করে দেওয়ার নির্দেশনা আসে। তার ভিত্তিতেই টেকনিক্যাল বডি হিসেবে বিটিআরসি তার কাজ করেছে।’ ব্লগটি জাতীয় স্বার্থ পরিপন্থী কী করেছে, জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। কার নির্দেশে বন্ধ করা হয়েছে জানতে চাইলে বলেন, জাতীয় স্বার্থ যাঁরা দেখে থাকেন তাঁদের নির্দেশে ব্লক করা হয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ব্লগটি বন্ধের বিষয়ে তাঁরা কিছু জানেন না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, অনেকেই এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তিনি এ বিষয়ে ঠিক জানেন না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বার্সেলোনায় আছেন। ফিরে এলে হয়তো বলা সম্ভব হবে।
এ দিকে সামহোয়ারইন ব্লগ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ব্লগের লেখকরা সবাই হতবাক। ব্লগটি বন্ধের হঠকারী সিদ্ধান্তে আমরা স্তম্ভিত, মর্মাহত ও উদ্বিগ্ন বোধ করছি। সামহোয়ারইন ব্লগের অবদানকে যেখানে স্বীকৃতি ও মূল্যায়ন জানানো দরকার, সেখানে বিআরটিসি কেন এবং কোন উৎস থেকে তথ্য পেয়ে এই প্ল্যাটফর্মটিকে অশ্লীল হিসেবে চিহ্নিত করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই সিদ্ধান্তের পেছনে কারও ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ কাজ করছে কি না, তা–ও উন্মোচন হওয়া জরুরি। নইলে ভবিষ্যতে সামহোয়ারইন ব্লগের মতো আরও প্ল্যাটফর্ম—যারা দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং জ্ঞান ও যুক্তির চর্চাকে সমুন্নত রাখতে চায়, তারা কালোতালিকাভুক্ত হয়ে ক্ষতির মুখে পড়তে পারে।
বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ হিসেবে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রা শুরু করে সামহোয়ারইন ব্লগ। ব্লগটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে। যাত্রা শুরুর পর থেকে সে সময়কার মন্ত্রিসভায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদমুখর পোস্ট প্রকাশ করত। এমনকি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও নিয়মিত সাহসী পোস্ট লিখেছেন ব্লগের লেখকেরা। এরই ধারাবাহিকতায় দেশে অনলাইন অ্যাকটিভিজমের সূচনা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনভাবে মতপ্রকাশের মঞ্চ হিসেবে ব্লগটি বিবেচিত হতো। বাংলা ভাষাকে ইন্টারনেটে জনপ্রিয় করায় এই মঞ্চের অবদান রয়েছে। এর সঙ্গে যুক্ত আছেন এক লাখের বেশি লেখক ও পাঠক।
এদিকে কন্টেন্ট বা ওয়েবসাইট ব্লক করার কাজ কোনো এনটিএমসি এর নাকি বিটিআরসির সেটি পরিষ্কার নয় বলে জানিয়েছেন সাইবার অপরাধ দমনে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, অনুসন্ধান বা তদন্ত করার এখতিয়ার পুলিশের। পুলিশ তদন্ত করে বলে দেবে কোনটা ব্লক করা যাবে আর কোনটা যাবে না। এটা না মেনে অন্য কেউ এখতিয়ারের বাইরে ব্লক করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং তা আইনসিদ্ধ হবে না। অনেক সময় তা প্রমাণ নষ্ট করার মতো অপরাধও বটে। তাই পুলিশকে না জানিয়ে কোনো কিছুই ব্লক করা যাবে না।
নিউজটি প্রথম আলো থেকে কপি করেছি। আশা করছি আমরা সবাই আগের মতই আমাদের প্রিয় এই ব্লগে নিরপেক্ষ ভাবে নিজ নিজ মত প্রকাশ করতে সক্ষম হব। সত্যি করে বলতে গেলে ব্লগ জগতে আমি কিছুটা নতুন কেননা ২০১৪ সালের দিকে সবার প্রিয় সামু ব্লগে লেখালেখি শুরু করেছি। আজ সাড়ে চার বছর পার করেও সামুকে ছাড়তে পারিনি। অন্যব্লগ আর সামু ব্লগের পার্থক্য হল সেসব ব্লগে শুধুমাত্র এক পাক্ষিক লেখা ছাপা হয়। ব্লগ কর্তৃপক্ষ কারনে অকারণে তাদের মতের বাহিরে কিছু লিখলেই ব্যান করে দেয়। আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ থাকে না। কিন্তু সামুর বিশেষত্ব হল সামু সবাইকে তাদের নিজেদের মত করে প্রিয় মায়ের ভাষায় মত প্রকাশে সহায়তা করে। সামুর পক্ষ থেকে লেখকদের অন্যায়ভাবে নিয়ন্ত্রন করবার চেষ্টা করা হয় না। ব্লগিং জগতে সামুর মত মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আর কোন ব্লগের অবস্থান নেই। এ কারনেই লক্ষ লক্ষ পাঠক ও লেখকের প্রিয় ব্লগে পরিণত হয়েছে আমাদের এই সামহোয়ারইন ব্লগ ওরফে সামু ব্লগ। বিশ্বের বাংলাভাষীদের সব থেকে বড় ও জনপ্রিয় ব্লগ সামু ছিল আছে এবং থাকবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫১
আল-শাহ্রিয়ার বলেছেন: নিঃসন্দেহে। আমরা এই হঠকারী সিদ্ধান্ত মানিনা মানবো না। আশাকরি এবিষয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে বা হবে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৫
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত। তবে এখনও ভিপিএন ছাড়াই সামু ব্রাউজ করা যাচ্ছে। আশাকরি সমস্যার সমাধান হয়েছে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৯
বিজয় কেতন বলেছেন: সরকারের সমালোচনা করে প্রিয় সামুকে বিপদে ফেলতে চাই না। শুধু এটুকুই বলবো যে আওয়ামীলীগ যদি নিজেদের গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত ভাবে, তাহলে সামু ব্লগকে রক্ষা ও সহযোগিতা করা তাদের অবশ্য কর্তব্য। এই ব্লগ বাঙালি জাতির, বাংলাদেশের সম্পদ। কোন পর্ণ সাইট বা জুয়ার আসর না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৪
আল-শাহ্রিয়ার বলেছেন: যেহেতু সামুর প্রতিষ্ঠাতা বাংলাদেশে থাকেন না এবং অনেক ব্লগারই দেশের বাহিরের সুতরাং বাংলাদেশে আইপি ব্লক করে সামুকে চিরতরে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সামুর বিরুদ্ধে কোন অন্যায় আচারন না করবার জন্য সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৯
নূর আলম হিরণ বলেছেন: এখনো মোবাইলে ডেক্সটপ মুডে ব্লগিং করা যাচ্ছে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৩
আল-শাহ্রিয়ার বলেছেন: আশাকরি দ্রুত সমস্যার সমাধান হবে। তবে কর্তৃপক্ষের সাদিচ্ছার প্রয়োজন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪০
ল বলেছেন: ওদের শুদ্ধ করো ওগো দয়াময় ---
নিন্দা জানানোর ভাষা নেই।।।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
আল-শাহ্রিয়ার বলেছেন: আশাকরি।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৮
রোকসানা লেইস বলেছেন: সামু যে পর্ণ সাইট না সেটা আশা করি বুঝতে পারবেন কতৃপক্ষ
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
আল-শাহ্রিয়ার বলেছেন: যে কর্তৃপক্ষ কোনটা ব্লগ আর কোনটা পর্ন সাইট সেটা বুঝতে পারেনা তাদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগ বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিবে না বলেই মনে হয়, আর যদি নেয়ও তা হবে ক্ষণস্থায়ী | কিছু মাথামোটা আর সুযোগসন্ধানী মাঝে মধ্যেই এসব ফালতু পদ্ধক্ষেপ নিয়ে প্রকারন্তরে সরকারকেই বেকায়দায় ফেলে |
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: সামু বন্ধ হবে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
আল-শাহ্রিয়ার বলেছেন: সেটাই আমাদের সকলের আশা।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুবই বাজে সিদ্ধান্ত এটা!!!