নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট ভাই এর কথা

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৩





পর্দায় থুক্কু ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে আমার আপন ছোট ভাই, নাম জাওয়াদ, পুরো নাম সৈয়দ নাজমুস জাওয়াদ। ( আমাদের তিন ভাইএর মধ্যে সম্ভবত নামের প্রথম ও মাঝের অংশেই একমাত্র মিল রয়েছে, এছাড়া আর কোন কিছুতে মিল নাই, তিনজন তিন দুনিয়ার বাসিন্দা!) নিজের নামের মত আমার ছোট ভাই আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বড়, ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি সগৌরবে " তালগাছ এক পায়ে দাঁড়িয়ে..." এর মত দাঁড়িয়ে আছেন, তবে দুই পায়ে!( নিয়তির নিষ্ঠুর পরিহাসে পরিবারের সবচেয়ে ছোট ব্যক্তি আজ সবার চেয়ে বেশি উচ্চতায়! আফসোস!)



তাকে দেখলে নিজেকে এখন আর বড় ভাই মনে হয় না( নিজের ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার কারণে!) ... দিন দিন সে যেভাবে উপরের দিকে বাড়ছে, তাতে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে তার সাথে কথা বলার জন্য মই এর সাহায্য নিতে হবে! মই বেয়ে উঠে বলতে হবে" এই জাওয়াদ! নিচে আসো! আম্মু ভাত খাইতে ডাকে! :P "

তিন ভাইয়ের মধ্যে তুলনামূলক ভাবে একটু বেশি ধার্মিক আমার ভাইটি মোটামুটি নামাজ রোজা করে। " কেমন আছ?" জিজ্ঞেস করলে সবসময় বলে" আলহামদুলিল্লাহ! ভাল আছি! " ছবি আঁকার অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছে আমার এই ভাই, নিজের ভাই বলে বলছিনা, যেকোনো জিনিস দেখে দেখে এত ভাল আঁকতে পারে যে বেশিরভাগ সময় এই লজ্জা হয় আমার যে আমার মত "অকর্মা" তার বড় ভাই! অসাধারণ পড়াশুনা করে সে! ক্লাসে ফার্স্ট! এত বেশি পড়াশুনা করে যে মাঝে মাঝে প্রচুর ধমক দেই পড়াশুনা করার জন্য! তার বড় হয়ে পাইলট হওয়ার ইচ্ছা থাকলেও আমার খুব ইচ্ছা তাকে চারুকলায় পড়ানোর! " তুমি আর্ট ভাল পারো, তাই এটা পড়লে ভাল করবা" আমি বললে সে বলে" কিন্তু আর্ট তো আমার শখ, এটা নিয়ে আবার পড়া? উফ! দেখা যাক পরে" আমিও সময়ের হাতে ছেড়ে দেই! :)



খুব ছোটবেলায় একবার জিজ্ঞেস করেছিল," বড় ভাইয়া, ছবি আঁকা নাকি খুব খারাপ? অনেক নাকি গুনাহ হয় আর আল্লাহ্‌ নাকি মাফ করেন না?" চোখ পাকিয়ে আমি বলি, "কে বলসে এই কথা?" "ক্লাসের হুজুর"- তার কষ্টের জবাব! আমি বলি" এগুলাতে শুধু কান না, কিছুই দিবা না! আল্লাহ্‌ সবাইকে ছবি আঁকার ক্ষমতা দেয় না, যাদের পছন্দ করেন তাঁদের দেন, আল্লাহ্‌ তোমাকে এই ক্ষমতা দিসেন এইটা নিয়ে খাটে বসে থাকার জন্য না, ছবি আঁকার জন্য! বুঝস?" আল্লাহ্‌ তাকে পছন্দ করেন জেনে সে কি তার খুশি! তারপরও একটু চিন্তিত হয়ে বলে," আল্লাহ্‌ যদি জান্নাতে না যাইতে দেয় ভাইয়া এটার জন্য?" "তাইলে যতক্ষণ আল্লাহ্‌ তোমাকে জান্নাতে না যাইতে দিবেন ততক্ষন আমি আল্লাহ্‌ কে বলতেই থাকব যে আল্লাহ্‌, জাওয়াদ কে জান্নাতে ঢুকাও প্লিয! বিনিময়ে দরকার পড়লে আমি জাহান্নামে যেতে রাজী থাকব! এবার খুশি?" এবার তার মুখে ৫০০ পাওয়ারের"বাত্তি" জ্বলে উঠল! হাইরে কলিকাল! বড় ভাইরা থুইয়া ছোট ভাই একা জান্নাতে চলে যাবে, বড় ভাইয়ের দিকে খেয়াল নাইক্কা! :P :D

হঠাৎ আজ তার কথা কেন এত বলছি? কারণ আমার এই গর্বের ভাইটি আজ জেএসসি পরীক্ষায় এ+ পেয়েছে! খুশিতে তার আগে আমার চোখে পানি চলে এসেছে! জানিনা কেন! আসার কোন কারণই নেই, কখনই তার পড়াশুনা দেখিনি, সবসময় স্বার্থপরের মত নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছি, বাবার অভাব বড় ভাইয়ের পূরণ করার কথা থাকলেও আমি দায়িত্ব সহকারে আরও বেশি অভাব বাড়িয়েছি! তারপরও চোখের পানি কেন জানি থামাতে পারি না! "পরীক্ষায় ভাল করলে কি চাও?" জিজ্ঞেস করলে সে বলেছিল, " কলম!" এত বড় অর্জনকারীর( এর আগে সে ক্লাস সেভেনে বৃত্তি পেয়ে পুরো সাভারে ফার্স্ট হয়েছে! হায়রে! এত ভাল রেজাল্ট এর জ্বালায় আমার আর ঘরে থাকার জো নাই!) চাহিদা এত ক্ষুদ্র! এটাই তার একমাত্র চাহিদা?! পরীক্ষার ফল বের হওয়ার আগেই কলম কিনে দিয়েছি ৩০০ টাকার! সে আমার ভাই বলে নয়, আমার মত কুলাঙ্গার তার ভাই বলে মাঝে মাঝে আমার খুব গর্ব হয়!

প্রিয় মানুষগুলোর জন্য কখনই কিছু করা হয় না তেমন, তাই আজকে রেজাল্ট শুনেই মুরগি গ্রিল আর নান এনে দিয়েছি নিজের খরচায়, এনে বলেছি, " নে বাবা! এবার নাকে তেল থুক্কু মুখে পানি দিয়ে বিসমিল্লাহ্‌ বলে গ্রিল খা!" :D জানিনা কেন, অনেকদিন পর নিজেকে পশু থেকে একটুখানি মানুষে রূপান্তরিত সত্ত্বা মনে হচ্ছে... ভাল লাগে মাঝে মাঝে "মানুষ" হতে!



ভাই ও বোনেরা! দোয়া করবেন আমার এই ভাইটার জন্য, শুধু উচ্চতা আর পড়ালেখায় নয়, জীবনের সমস্ত ক্ষেত্রে সে যেন সবার চেয়ে উচ্চতায় পৌঁছে যায়, সেইখানে পৌঁছে যাক যেখানে তার বড় ভাইটি পৌঁছাতে পারে নি! তার নাম তার উচ্চতাকেও ছাড়িয়ে যাক, এই দোয়া করি!

সবাইকে মিষ্টি খাওয়াতে পারলাম না বলে অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত! এক কাজ করুন, হাতে একটি কাল্পনিক মিষ্টি নিয়ে তা খেয়ে এক গ্লাস পানি খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলুন! :D আর আমাকে মাফ করুন! :P

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০০

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ছোট ভাইয়ের জন্য শুভকামনা !:#P !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৫

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ! :)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০২

চারু৩২ বলেছেন: ছোট ভাইয়ের জন্য শুভকামনা !:#P !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৬

শাহরুখ সাকিব বলেছেন: আপনার জন্যও শুভকামনা :D ধন্যবাদ! :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৬

সিডির দোকান বলেছেন: ছোট ভাইটাতো অনেএএএএক কিউট।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৭

শাহরুখ সাকিব বলেছেন: আরে মিয়া আগে আমার প্রোফাইল পিক্স এর দিকে তাকান! দেখতে হবে না ভাইটা কার?!?!?! :P :P :P :D :) :) ধন্যবাদ!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক শুভকামনা কিউট ভাইয়াটার জন্য। :)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৭

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ আপু! :D :D :)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৭

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ আপু! :D :D :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৯

মোমের মানুষ বলেছেন: আমিও ছোট ভাই। আপনার ছোট ভাইয়ের কথা শুনে চোখের কোন কেন যিনি চিকচিক করে উঠছিল।

ছোট মিষ্টি ভাইটির জন্য একরাশ ভালবাসা ও উজ্জল ভবিষ্যত কামনা করছি......

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ ভাই! আমার একটাই সমস্যা- সবার চোখে পানি এনে দেই! এতে একটা উপকার হয়, চোখ পরিষ্কার থাকে! :P :P :) :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: ছোট ভাইয়ের জন্য শুভকামনা !:#P !:#P !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৭

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া! আপনাকেও শুভকামনা! :)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৈয়দ নাজমুস জাওয়াদ , সুন্দর নামের সুন্দর জাওয়াদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ওর নামের অর্থ হল- অতি দানশীল! :) :)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২১

ভিয়েনাস বলেছেন: ছোট ভায়ের জন্য অনেক অনেক শুভকামনা :)

হুম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে ছোট ভাই অনেক লম্বা। দেখেন না কেমন প্রাচীরের উপরে কাঁটা তারের বেড়াকেও ছাড়িয়ে গেছে B-)) B-) ... কিডিং :)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

শাহরুখ সাকিব বলেছেন: :) :) আবার জিগায় ভাই! কবে জনি কাঁটাতারের উপর দিয়া অইপারে বর্ডারে চইলা যায়! :P :P :)

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৯

িশশু দর্পন বলেছেন: আপনার মত আমার ও চো্খের পাতা ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে । ছোট ভাইটিকে অনেক অনেক আদর দিবেন আমার পক্ষ থেকে । আমার নাম দিয়ে আদর দিবেন । বাবা নেই !
সৈয়দ নাজমুস জাওয়াদ - সে তো অনেক দুষ্টু । ওরে বাপরে............জাওয়াদ , খেতে আসো ।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫২

শাহরুখ সাকিব বলেছেন: বাবা মারা গেছেন দুই বছর হল ভাইয়া, অবশ্যই আপনার নাম দিয়ে আদর দিব :) চোখে পানি আনার জন্য দুঃখিত, তবে এটার উপকারিতা হল, চোখের পানিতে আপনার চোখ পরিষ্কার হয়ে গেছে! :P :P :) :)

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

রেজওয়ান তানিম বলেছেন: খুব ভাল লাগল আপনার ভাই কথন

:)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৫

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া! :) :)

১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল ছোট ভাই কথন।আমিও বড় ভাইয়ের আদরের ছোট ভাই।তাই মনোযোগ দিয়েই পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.