![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
লিখার শিরোনাম দেখেই যারা তৃপ্তির ঢেঁকুর তুলছেন এবং মনে মনে বলছেন " পাইসি মাম্মা! এতদিন তাইলে ভাব ধইরা ছিলা,তাই না? তোমার গার্লফ্রেন্ড এর পরিচয় এবার ঠিক ই উদ্ধার করমু!" তাঁদেরকে অতি কষ্টের সাহায্যে জানাচ্ছি যে- আমার কোন গার্লফ্রেন্ড নাই... জি হ্যাঁ, বাস্তবতা আসলেই বড় নির্মম! যারা শিরোনাম পড়েই উৎসাহিত হয়ে উঠেছিলেন, তাঁদের উৎসাহে ভাটা প্রদানের জন্য দুঃখিত! তবে আমার গার্লফ্রেন্ড না থাকলেও কিছু গাড়ল ফ্রেন্ড অবশ্যই আছে যারা জাবি তে ভর্তি হওয়ার পর থেকেই আমার মত মাসুম বাচ্চাকে "গার্লফ্রেন্ড" বিষয়ে অসংখ্য প্রশ্নবাণে এবং মন্তব্যে জর্জরিত করেছে! তাঁদের সেই প্রশ্ন ও মন্তব্য এর নমুনা নিয়েই আমার এই লিখা, প্রশ্ন ও মন্তব্য ছোট ও হালকা থেকে ক্রমশ বড় ও গভীর যন্ত্রণাদায়ক অনুযায়ী সাজানো হয়েছে---
১. "দোস্ত! তোর গার্লফ্রেন্ড নাই!?!?" বলে এমনভাবে তাকানো যেন আমি একজন মানসিক প্রতিবন্ধী!( "গার্লফ্রেন্ড নাই?" কথাটাকে তারা এমনভাবে বলে যেন আমার গার্লফ্রেন্ড না, দুইটা কিডনি নাই! আর কথা শুনলে আরও মনে হয় সংবিধানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা প্রভৃতি মৌলিক অধিকারের সাথে "গার্লফ্রেন্ড" কেও যোগ করতে হবে!)
২." থার্ড ইয়ার এ উইঠাও তোর গার্লফ্রেন্ড নাই!" বলে হালকা বিস্মিত এবং হালকা দুঃখিত হয়ে( বা হওয়ার ভান করে!) মুখ দিয়ে আস্তে আস্তে "চুক চুক" শব্দ করতে করতে তাঁদের প্রস্থান!( কথা শুনলে মনে হয় প্রেম জিনিসটা থার্ড ইয়ার এ উঠলেই আসবে! আসতেই হবে তাকে! তানাহলে লাইফ খতম! আর কোন চান্স নাই! অথচ তারা মনে হয় ভুলে যায়, প্রেম হল ঘূর্ণিঝড় বা পাশের বাসার প্রতিবেশীর মত, যেকোনো সময় কারণ ছাড়াই কোন আগাম পূর্বাভাস না দিয়েই আসতে পারে!)
৩."জাহাঙ্গীরনগরে পইড়া তোর গার্লফ্রেন্ড নাই!" ( কথা শুনলে মনে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় = প্রেমের কারখানা! আর আমরা সবাই সেই প্রেমের কারখানার প্রোডাক্ট না হইতে পারলে জাবির ইজ্জত তিব্বত ট্যালকম পাউডার এর মত গুঁড়া গুঁড়া হয়ে যাবে! তাই জাবির ইজ্জত রক্ষার্থে একটি গার্লফ্রেন্ড জোটান খুবই জরুরি!)
৪."এত সুন্দর চেহারা নিয়া তোর গার্লফ্রেন্ড নাই!" (এই পয়েন্টটা লিখতে একটু ভাল্লাগছে, নিজেকে নিয়া প্রশংসা কিনা! সৃষ্টিকর্তার অসীম কৃপায় সাদা চামড়ার একটি শরীর এবং "মোটামুটি চলে" টাইপ একটা চেহারা পেয়েছি! প্রোফাইলে পিকচার দেখেই বুঝতে পারছেন আশা করি
! কিন্তু তাঁদের কথা শুনলে মনে হয়, গার্লফ্রেন্ড তাঁরাই পাবে যাদের চেহারা সুন্দর! যারা অসুন্দর তাঁদের জন্য গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড- টার্মগুলো নিষিদ্ধ! প্রেম যে সুন্দর অসুন্দর মানে না এবং সুন্দর অসুন্দর যে সাদা চামড়া দিয়ে নির্ধারিত হয় না এবং সুন্দর-অসুন্দর যে সম্পূর্ণ আপেক্ষিক একটা বিষয় তা মানুষ কেন বুঝে না বা বুঝতে চায় না তা আমি বুঝি না!)
৫.সবার শেষ এবং সবচেয়ে ভয়ানক প্রশ্ন- " দোস্ত! তুই কি ওইটা? মানে... মেয়েদের ভাল্লাগে না, ছেলেদের লাগে? বুঝতে পারছিস তো কি বলছি... এমন কোন সমস্যা থাকলে বল! ব্যাপার না দোস্ত, মানুষ সমকামী হইতেই পারে! চিন্তা করিস না, আমরা তোর আম্মুরে বুঝাইয়া বলব, অ্যান্টিরে বুঝাব আমরা যে প্রেম তো প্রেম ই! ছেলে কি আর মেয়ে কি? তাই না দোস্ত, চিন্তা করিস না...এই যুগে এগুলা ব্যাপার না!" ( আমার মন্তব্য? মন্তব্য নিষ্প্রয়োজন! এই কথা শুনার পর মাটি কামড়াইয়া চিক্কুর পাইড়া কানতে মন চায়!)
অনেক ফাজলামি হল, এবার কিছু সিরিয়াস কথা বলি? গার্লফ্রেন্ড নামক বিষয়টা নিয়ে আমি সত্যিই কখনও চিন্তিত ছিলাম না এবং এখনও নই! এটা তো নিশ্চয় এমন কিছু না যা না থাকলে জীবন থেমে যাবে বা সামনে আগাবে না! (তার মানে এই বলছি না যে সারাজীবন একা থাকব!) যেটা হবার সেটা হবে, যখন হবার তখন হবে! আর আগেই তো বলেছি- এটা পাশের বাসার প্রতিবেশীর মত, যিনি যেকোনো সময় এসে বলেন" এক কাপ চিনি হুবে? চিনি যে শেষ তা না আমার একদম মনে নেই! প্লিয দেন না একটু চিনি!" আর সবচেয়ে বড় কথা হুল, জীবনটাতো মাত্র শুরু হল বিশ্ববিদ্যালয়ে এসে, এখনই এসব কেন? কত কিছু করা বাকি, কত খাবার খাওয়ার বাকি, কত জায়গায় ঘুরার বাকি! সেইখানে কীভাবে আমি আরেকটি মেয়ের দায়িত্ব নিয়ে নেই যেখানে আমি নিজেই নিজেকে এখনও ঠিকমত সামলাতে পারি না! নিজে একটা জায়গায় যাই, তারপর না হয় দেখা যাবে!( তার মানে এই নয় যে যারা প্রেম করেন তাঁদের দোষ দিচ্ছি, আপনি যদি করতে পারেন, আমার কি সমস্যা? সত্যিকারের ভালোবাসা তো আর সবাই পায় না আর জীবন মানেই তো ভালোবাসা! তাই ভালোবাসা কে ভালভাবে ভালবাসুন! ) আর আমার এই ধরনের কোন ইচ্ছা নেই, জাস্ট "টাইম পাস" করার জন্য ৫-১০ মেয়ে নিয়ে ঘুরলাম! জীবনসঙ্গিনী হলে একজনই হবে, তানাহলে আর কেও না! আর আরেকটা কথা আমি নিজের ক্ষেত্রে মেনে চলি- " I am not waiting for a PRINCESS , I am waiting for someone who thinks me as her Prince!!!" পুরো লিখাটা কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্য"বাদ" না দিয়ে ধন্য"যোগ" করলাম!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
শাহরুখ সাকিব বলেছেন:
আর কইএন না ভাই! পোলাপাইন যে কি জ্বালায়!
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
আসাদ রুয়েট বলেছেন: ভাই আপনি পারবেন কিছু করতে
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
শাহরুখ সাকিব বলেছেন: খাইসে! ভাই দেখি আমার ভবিষ্যৎ দেখে ফেলেছেন বলে মনে হচ্ছে! অনেক ধন্যবাদ!
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
অণুজীব বলেছেন: +++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
শাহরুখ সাকিব বলেছেন:
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
চিমা মস্তকে হুল হুল বলেছেন: দোস্ত! তুই কি ওইটা? মানে... মেয়েদের ভাল্লাগে না, ছেলেদের লাগে?
কত কথা বলে রে পোলাপাইন
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
শাহরুখ সাকিব বলেছেন: পোলাপাইন যে কি পেইন দেয় ভাই!
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
দেবদাস. বলেছেন: হা হা বেশ ফানি , লেখায় +++++++++
লেখে যান , আপনার লেখার হাত ভাল বেশ ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
শাহরুখ সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
মর্গের লাশ বলেছেন: বড়ই মজার কথা লিখেছেন। ব্যাপক বিনোদন পাইলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
শাহরুখ সাকিব বলেছেন:
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
ইন্সিত বলেছেন: +++++++++++++++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
শাহরুখ সাকিব বলেছেন:
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: Onek Moja pelam apnar lekhai. Comotkar likhen apni. Chaliye jan.
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
শাহরুখ সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
উকিল সাহেব বলেছেন: +++++++++++++++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
শাহরুখ সাকিব বলেছেন:
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
বিকেল বলেছেন: I am not waiting for a PRINCESS , I am waiting for someone who thinks me as her Prince!!! সহমত
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
শাহরুখ সাকিব বলেছেন: আবার জিগায়!
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
ভিটামিন সি বলেছেন: ভাইজানের কি মাথা গরম গরম লাগে? সক্কালবেলা গুম থেকে উঠার পর ওইটা শক্ত হয়ে যায়? রাইতে একা শুইতে কষ্ট হয়? -- চিন্তা কইরেন না। আপনার ভিটামিন সি এর অভাব। কয়েকবোতল ভিটামিন সি খান রোগ সেরে যাবে। ইসসিরে, ভিটামিন সি তো আবার বোতলে পাওয়া যায় না। গাছে পাওয়া যায়।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
শাহরুখ সাকিব বলেছেন: খাইসে! ভাইজান দেখি ভরা মজলিশে প্রাপ্তবয়স্ক মন্তব্য কইরা দিলেন!
নারে ভাই, আমার ওই ধরনের কুনু সমস্যা নাইক্কা!
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
এ, কে, এম, গোলাম সারোয়ার (স্বপন) বলেছেন: I am not waiting for a PRINCESS , I am waiting for someone who thinks me as her Prince!!! ... একেবারে সঠিক কথা ... সহমত
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
শাহরুখ সাকিব বলেছেন: আবার জিগায়!
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
আশরাফুল ইসলাম লিংকন বলেছেন: purai khape khap
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
শাহরুখ সাকিব বলেছেন:
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
সাদেকুর বলেছেন: বুঝলাম না।
১। আপনি কি নিজের মার্কেটিং করতে চাইছেন???
২। আপনি কি কারো উপর জমানো আক্রোশ পোষ্টে ঝেরে ফেল্লেন??
৩। ------------------------------------?
তবে যাই করুন না কেন দারুন বিনোদিত হলাম।
++++++++++++++++++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
শাহরুখ সাকিব বলেছেন: ১, যুগটাই তো মার্কেটিং আর পাবলিসিটির ভাই
২, কোন আক্রোশ নাই কারো উপর, মাঝে মাঝে পোলাপাইন এত বেশি কথা বলে যে মনে হয় দুনিয়াতে এইটা ছাড়া আর কুনু টপিক নাই!
সবার উপরে বিনোদন সত্য , তাহার উপরে নাই
এই লিখাটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
অরণ্যের রোদন বলেছেন: সুন্দর লেখা।
ভাল লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
শাহরুখ সাকিব বলেছেন:
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অবসর.কম বলেছেন: ভাল লিখছেন।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
শাহরুখ সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
ছোট্ট নিথী বলেছেন: বেচারা!!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
শাহরুখ সাকিব বলেছেন: বেচারা বইলেন না আপু! হালকা দুক্ষু পাই
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ক্লান্তিহীন পথচারী বলেছেন: ++++..দারুণ হইসে। আমারো একই অবস্থা ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
শাহরুখ সাকিব বলেছেন: আহারে! কাইন্দেন না ভাই! আমাদেরও একদিন গতি হবে
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
রবি কিরণ বলেছেন: আপনার সাথে কেমন যেন মিলে যাচ্ছে।
পোস্টে প্লাস,সাথে অনেক ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
শাহরুখ সাকিব বলেছেন: আসলে ভাল মানুষদের সব কিছুই মিলে যায়
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রবি কিরণ বলেছেন: I am not waiting for a PRINCESS , I am waiting for someone who thinks me as her Prince!!আপনার সাথে সহমত।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
ইখতামিন বলেছেন: লেখাটা পড়িনি।
কিন্তু প্রোফাইলটা ২ বার পড়েছি.
মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়!
ভালো লেগেছে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
শাহরুখ সাকিব বলেছেন: আরও ছিল তো ভাই, আপনে অর্ধেক পরসেন, লিখাটাও পড়ে ফেলেন প্লিয ভাইজান! আল্লাহ্র দোহাই লাগে
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার মতো আরেকজনরে পাইলাম অবশেষে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
শাহরুখ সাকিব বলেছেন: হা... হা... আসেন ভাই! বুকে আসেন
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
হাসান রেজভী বলেছেন: ভাল লাগলো .. ......
+++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
শাহরুখ সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মহামহোপাধ্যায় বলেছেন: "কত কিছু করা বাকি, কত খাবার খাওয়ার বাকি, কত জায়গায় ঘুরার বাকি! "ভাই এই কথাগুলো যখন বললেন তখন তো নিশ্চই এটাও শুনতে হয় যে "আঙ্গুর ফল টক"। অভিজ্ঞতা থেকে বললাম আরকি।
উপভোগ করুন জীবনকে। অনেক অনেক শুভ কামনা ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
শাহরুখ সাকিব বলেছেন: নারে ভাই, আসলেই আগে জীবনটা উপভগ করতে চাই, পরিবারের জন্য, নিজের দেশের জন্য কিছু করতে চাই- তারপর না হয় নিজের জন্য করা হবে? আপনাকেও শুভকামনা!
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
৮ই ফাল্গুন বলেছেন: আমি তো ভাই চতুর্থ বর্ষেও আপনার মতো অবস্থা।
যাই হোক ভালো থাকবেন।
++ নিতে ভুল কইরেননা।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
শাহরুখ সাকিব বলেছেন: কাইন্দেন না ভাই! ইনশাল্লাহ দিন আমাদের বদলাবেই
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
বৈরাম খাঁ বলেছেন: ভাই দেহি সেইরাম লেখছেন
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
শাহরুখ সাকিব বলেছেন: কলিজার ভিত্রের কষ্টের কথা লিখলাম ভাইজান, সেইরাম তো হইবই
২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
বিষণ্ণ বালক বলেছেন: ঠিক বলেছেন ভাই, গার্লফ্রেন্ড নাই দেখে বন্ধু মহলে আমি যেন "এলিয়ান" টাইপের কিছু !
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
শাহরুখ সাকিব বলেছেন: কোই মিল গেয়া ছবির "জাদু" না তো?
৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
তন্ময় ফেরদৌস বলেছেন: আরে বাহ, অনেক দারুন লিখেছেন তো বস ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
শাহরুখ সাকিব বলেছেন: সবই আপনের দোয়া
ধন্যবাদ
৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
কলম.বিডি বলেছেন: মজা পেয়ে হাসতে গিয়ে ঘুমন্ত মানুষ উঠিয়ে ফেললাম ভাই!!
ভালো থাকেন। আর এইসব গার্লফ্রেন্ডদের ভিড়ে না গিয়ে ভালো একটা বউ পেয়ে যান, এই দোয়া করি।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
শাহরুখ সাকিব বলেছেন: হা...হা... অনেক ধন্যবাদ ভাই, আমি একটা ভালা বউ পাইতে চাই, তারেই ইনশাল্লাহ গার্লফ্রেন্ড এর চেয়ে বেশি ভালবাসবো
৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
ফরিদ আলম বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
শাহরুখ সাকিব বলেছেন:
৩৩| ০১ লা মে, ২০১৩ রাত ১০:১৩
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: তারা মনে হয় ভুলে যায়, প্রেম হল ঘূর্ণিঝড় বা পাশের বাসার প্রতিবেশীর মত, যেকোনো সময় কারণ ছাড়াই কোন আগাম পূর্বাভাস না দিয়েই আসতে পারে!)
১৯ শে মে, ২০১৩ রাত ২:০৭
শাহরুখ সাকিব বলেছেন:
৩৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:১০
জাগ্রত জাবি বলেছেন: ভাই আপ্নে মৈরা জান
১৯ শে মে, ২০১৩ রাত ২:১১
শাহরুখ সাকিব বলেছেন: কেন? প্রেম না হলেই মরে যেতে হবে?>
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
এ যুগের শ্রীকান্ত বলেছেন: দোস্ত! তুই কি ওইটা? মানে... মেয়েদের ভাল্লাগে না, ছেলেদের লাগে?
কত কথা বলে রে পোলাপাইন
পিলাচ লন