নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবলতাবল

কথা মালা

শাহাদাত শাবি

কিছুই জানি না

শাহাদাত শাবি › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ চোর

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯

দুইটি ল্যাপটপ উদ্ধারের কাহিনী.........



হারানোর কাহিনী...............

আমার আসুস(Asus 1005pxd) ল্যাপটপ ০৯/০৮/১৪ তারিখ ধামালী পাড়া আমার মেস থেকে চুরি হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৃজন স্যারের ল্যাপটপ(Dell inspiron 5040-d) ধামালী পাড়া থেকে ১২/০৮/১৪ তারিখে চুরি হয় ।

চোর ধরার কাহিনী.........

৩০/০৮/১৪ তারিখ ১টা ৫০ মিনিটে আইয়ান আহমেদ নামে এক লোক বিক্রয় ডট কমে সিলেটের কুমার পাড়া থেকে আসুস ল্যাপটপ বিক্রির একটা পোস্ট দেয় ছবি সহ । আমি ৩টা ৩০ মিনিটে তার নাম্বারে ফোন দেই, সে আমাকে বলে ল্যাপটপ দেখতে চাইলে কুমার পাড়া পয়েন্টে চলে আসেন। আমি তার কথা মত এন সি সি ব্যাংক পাশে যাই। সে আমাকে বলে আমি বিক্রয় দুটা অ্যাড দিছি কোনটা কিনবেন, আমি বলি আসুস। সে আমাকে ল্যাপটপ দেখায় , আমি দেখেই বুঝতে পারি এটা আমার ল্যাপটপ, আমি দাম জানতে চাই, সে বলে ১২৫০০ টাকা, আমি বলি ভাই ৮০০০ হলে আমি এইটা কিনব, সে আমাকে বলে ১০০০০ টাকা আমাকে এক জন বলছে, আমি বলি, তাহলে ১০০০০ টাকায় আমি এইটা কিনব, আমি আরও বলি যে আমার বাসায় একটা পুরাতন কম্পিউটার আছে ওটা যদি আপনে কিনেল তাহলে আমি এইটা কিনতে পারব, সে আমাকে বলে টাকা কি আপনে আনছেন, আমি বলি ভাই, গত কয়েক দিন আগে আমার এক বন্ধু বিক্রয় থেকে একটা মোবাইল কিনতে গিয়ে ছিনতাইকারের হাতে পরছে তাই আমি আর টাকা আনি নি, আপনি যদি আমার সাথে যান তাহলে টাকা আপনাকে আমি দিতে পারব। চোর এই প্রস্তাবে রাজি হয়। সে তার বন্ধুকে তার মোটর বাইকে নিয়ে আমার সাথে আমার বাসায় আসে। আমি বাইকে উঠার আগে আমার মেস মেম্বার রবিন ভাইকে কৌশলে বলি চোর ধরছি, আপনি লোক জন নিয়ে রেডি থাকেন। বাইক যখন আমার বাসায় পৌছায় রবিন ভাই তার লোক জন নিয়ে আমার মেসের সামনে একত্রিত হয়। আমি চোরকে আমার রুমে নিয়ে আসি। ইয়াসমিন ম্যাডামকে(জাফর স্যারের স্ত্রী) ফোন দেই, ম্যাডাম আমাকে প্রক্টর স্যারকে ফোন দিতে বলে, আমি প্রক্টর স্যারকে ফোন দেই, প্রক্টর স্যার জালালাবাদ থানার ওসির নাম্বার আমাকে দেয়। আমি ওসি কে আমার ঠিকানা দেই। ওসি স্যার পুলিশ পাঠায়। সৃজন স্যার কে তার বাসা থেকে ডেকে আনি আর বলি তার (চোরের) কাছে বিক্রি করার মত আরেকটি ল্যাপটপ আছে। সৃজন স্যার, চোর আর তার বন্ধু সহ আমি থানা যাই,পুলিশের নিদেশে চোরের বাবা সৃজন স্যারের ডেল ল্যাপটপ নিয়ে আসে, আমি থানায় একটা জিডি করি , তার (চোরের) বাবার আকুতি বিনতি দেখে জিডি বাতিল করি । থানা থেকে আমার আর স্যাররের ল্যাপটপ নিয়ে বাসায় চলে আসি। আসলে বিক্রয় ডট কমকে আমার অনেক শুভ কামনা, এইটা না থাকলে চোরকে আমি আর ধরতেই পারতাম না। চোর আর তার বন্ধু এখন থানায়.......................................

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

আমি নী বলেছেন: আপনি আসলে ভাগ্যবান

২| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: এরকমই আরেকটা লেখা কিছুদিন আগে সামুতেই পড়েছিলাম। তবে ঘটনাটা ছিল ঢাকার। চোরেরা দেখি সব ডিজিটাল হয়েই বিপদে পড়া শুরু করেছে।

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

পয়েন্ট-ব্লাংক বলেছেন: জায়গামত ধরা খাইছে :)

৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ০০৭ কাহিনি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.