নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারশু

সারশু › বিস্তারিত পোস্টঃ

[......] আপনি যেই মুহুর্তে চিলের পেছনে দৌড়াচ্ছেন সেই সময় কেও আবার আপনার কাধে লাঙল টা বেধে দিয়ে নিজের ক্ষেত চাষ করিয়ে নিচ্ছে নাতো?

০২ রা মার্চ, ২০১৫ ভোর ৫:৩২

♦ছোটকাল থেকেই একটা কথা অনেকবার শুনেছি, তা হলো "যতো দোষ,নন্দ ঘোষ।"
ইদানীং তার বাস্তব উদাহরন দেখছি।
বর্তমানে HotNews হলো "অভিজিৎ হত্যা"

নিঃসন্দেহে হত্যা একটি ঘৃনিত অপরাধ। কারন,

"যে প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ
সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই
হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন
রক্ষা করে।"- [সূরা আল মায়িদা]

তাই কাওকে খুন করা আমিও সমর্থন করি (যদি সে অপরাধি হয় তাহলে তার বিচার করার দায়িত্ব দেশের বিচার বিভাগের) । আমিও চাই 'প্রকৃত' খুনিকে বিচারের আওতায় আনা হোক।

কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়।
দেশে প্রতিনিয়ত শ'য়ে শ'য়ে খুন হচ্ছে...এদের সিংহ ভাগের খুনিরা হলো অজ্ঞাতনামা। অভিজিত এর খুনিও অজ্ঞাতনাম।
খুনি কে বা কারা এসম্পর্কিত বিস্তারিত তো দুরের কথা ছিটেফোঁটা প্রমানসহ তথ্য-ও কারো কাছে নেই।

কিন্তু,কিছু অন্ধ,বোকা অথবা পর্দার আড়ালের সুযোগসন্ধানী অথবা লাইম লাইটের নিচে আসতে চায় এমন রা খুনটাকে খুব সুন্দর ভাবে মুসলিম দের ঘারে চাপিয়ে দিচ্ছে। অভিজিত একজন স্বঘোষিত নাস্তিক ছিলেন। তাই বলে তার খুন হয়েছে বলেই আপনি পুরো মুসলিম জাতিকে অথবা ইসলাম ধর্মটাকে দায়ী করবেন? ইসলাম কে কেন প্রশ্নবিদ্ধ করছেন? আপনার সেই যোগ্যতা আছে তো?

একজন মানুষের ব্যক্তিগত শত্রু বা পারিবারিক শত্রু থাকতে পারে না? ব্যাক্তিগত কোন শত্রুতা থেকে কি অভিজিত কে কেও খুন করতে পারে না?

সে ছিলো একজন নাস্তিক বা ডিজিটালাইজড ভাষায় 'মুক্তমনা'।
সে হিসেবে সে নিশ্চয় ইসলাম,বৌদ্ধ,খ্রিষ্টান,হিন্দু তথা সকল ধর্মের বিরুদ্ধে ছিলেন? তাহলে শুধু মুসলিম দেরই কেন তার হত্যার জান্য দায়ী করা হবে? অন্য ধর্ম কেন নয়?

কেও আবার ইসলামিক ট্রেডমার্ক ধারী কোন দল কে ইসলামের সাথে গুলিয়ে ফেলবেন না। কারন, ধর্মের বেলায় কোন কপিরাইট © আইন নেই,তাই যে কেও চাইলে এই ট্রেডমার্ক বা লেবাস ব্যাবহার করতে পারে।

আপনি যদি কাওকে সত্যিই জানতে চান তাহলে তার সাথে যেমন আপনার মিশতে হবে তেমনি যদি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মকেই আপনার বুঝতে হবে। আর না জেনে না বুঝে কোন কিছুতে মন্তব্য করাটা যে ছাগলামী সেটা বোঝার মত জ্ঞান-ও আপনার থাকা উচিত।

পরিশেষে একটাই অনুরোধ, - ছাগলের তিন নম্বর বাচ্চার মতো নাচবেন না। কেও একজন বললো আর সাথে সাথে চিলের পেছনে দৌড় দিয়েন না।
একদল বললো যে অভিজিত তার ধর্মবিরোধী লেখালেখির জন্য খুন হয়েছে আর সাথেসাথেই বিচার বিবেচনা না করে আন্দোলনে নেমে যাবেন না।
খেয়াল কইরেন,আপনি যেই মুহুর্তে চিলের পেছনে দৌড়াচ্ছেন সেই সময় কেও আবার আপনার কাধে লাঙল টা বেধে দিয়ে নিজের ক্ষেত চাষ করিয়ে নিচ্ছে নাতো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.