নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মুসলমানদের খলিফাদের সাথে রাসূল (সাঃ )-এর বংশধরদের দ্বন্দ্ব অনেক আগে থেকেই

০৩ রা মে, ২০২০ বিকাল ৫:৪০



জীবনের একটা সময় গিয়েছে, ইসলামী রাজনীতি'র জন্যে জান কবুল করেছিলাম। ইসলামী রাষ্ট্র তথা খেলাফত প্রতিষ্ঠার জন্যে অনেক কিছুই করেছি। সেজন্যে অত্যাচারিতও হয়েছি, জেল-জুলুম সবই ছিলো এর মাঝে। কিন্তু, যখন থেকে জেনেছি, ইসলামের শেষ নবী (সাঃ)-এর বংশধররাই রাষ্ট্রপ্রধান হওয়ার আসল দাবীদার আর তাঁদের উপর অত্যাচারকারীরা হলো মুসলমানদের পূর্বের রাষ্ট্রনায়ক তথা খলিফাগণ, সেদিন থেকে ইসলামী রাজনীতি থেকে দূরে সরে এসেছি।

কি অত্যাচারই না খলিফারা করেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ )-এর বংশের উপর। কারাগারে অন্তরীন করে রাখা থেকে বিষ খাইয়ে খুন, সবই করা হয়েছে। আমি আজ সেসবের কিছু বর্ণনা দিবো-

হযরত হাসান (রাঃ )-কে দিয়ে শুরু করি। তাঁর সময়ে খলিফা ছিলেন হযরত মুয়াবিয়া (রাঃ )। খলিফার নির্দেশে হযরত হাসান (রাঃ )-কে বিষ প্রয়োগ করে খুন করেন তাঁর স্ত্রী।

হযরত হুসেইন (রাঃ ) ছিলেন হাসানের ভাই এবং হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ )-এর নাতী। হুসেইনকেও খুন করা হয় কারাবালার মাটিতে। মুসলমানদের তখনকার রাষ্ট্রনায়ক ইয়াজিদের নির্দেশে।

হযরত হুসেইন (রাঃ )-এর ছেলে ছিলেন হযরত আলী ইবনে হুসেইন (রা) । তিনি জয়নাল আবেদীন বা 'উপাসকদের অলঙ্কার' নামে অভিহিত হতেন। তাঁকেও খলিফা প্রথম আল-ওয়ালিদের নির্দেশে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

জয়নাল আবেদীনের ছেলে ছিলেন মুহাম্মদ ইবনে আলী (রা)। তাঁকে 'জ্ঞানের উদ্বোধক' উপাধীতে ভূষিত করা হয়। তিনি ছিলেন একজন ইসলামী আইন বিশেষজ্ঞ। তাঁর হাত ধরেই অনেক বড় বড় ইসলামী জ্ঞানীদের যাত্রা শুরু। মুহাম্মদ ইবনে আলীকেও খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের নির্দেশে বিষ প্রয়োগে হতা করা হয়েছিলো।

মুহাম্মদ ইবনে আলী'র ছেলে ছিলেন জাফর আস সাদিক (রা)। জাফরও ছিলেন বিখ্যাত জ্ঞানী ব্যক্তিত্ব। ইমাম আবু হানিফা (র) ছিলেন তাঁরই ছাত্র। তাঁকেও খলিফা আল মনসুরের নির্দেশে খুন করা হয়।

মুসা আল কাযিম ছিলেন জাফর আস সাদিক (রা)-এর ছেলে। তাঁকে প্রথমে কারাগারে অন্তরীন করা হয়, পরে বিষ প্রয়োগে হত্যা করা হয় খলিফা হারুন আর রশিদের নির্দেশে।

এভাবে মুসলমানদের পরবর্তী ইমামদেরও হত্যা করে খলিফারা। শুধু ইমাম ইবনে হাসান আল-কাইয়িম (রা) আত্মগোপন করে বেঁচে যান। তাঁকেও হত্যা করার জন্যে সৈন্য প্রেরণ করা হয়েছিলো।

এই অত্যাচারীদের উত্তরসূরীরাই সামু'র সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপা'র উপর মানসিক নির্যাতন করেছিলো কয়েক বছর আগে। এটা আমার উপলব্ধি।

জানা আপা ব্লগে আগের মতো ফিরে আসুন, এই কামনাই করি।






মন্তব্য ৪৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


ইহুদী ও খৃষ্টানদের সমাজ ব্যবস্হা দেখে মক্কা ও মদীনার( রিফিউজী ) আরবেরা আকর্ষিত হয়েছিলো; শহুরে আরবেরা ( ও কিছু বেদুইনরা ) নিজেরাই ঐ রকম একটা ব্যবস্হা করেছিলো; উহাই প্রথম আরব কিংবা বেদুইন সাম্রাজ্য; ইহা বেদুইনদের সংস্কৃতি অনুসারে পরিচালিত হয়ে এক সময় তুর্কি মুর্কিদের হাতে গেছে; ইহা যেকোন রাজতন্ত্রের মতোই ছিলো।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আসলে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কারো একার অবদান নয়। সব ধর্ম আর মতের মিলিত চেষ্টাতেই তা গড়ে উঠেছে।

পৃথিবী'র মানুষ খুব কম সময়ই গণতন্ত্রের সুবাতাস পেয়েছে।

ইসলামই আরব বিশ্বে প্রথম শাসন ব্যবস্থায় গণতন্ত্রের আবির্ভাব ঘটায়।

মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।

২| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

সাইন বোর্ড বলেছেন: রাসূল (সাঃ ) মারা যাবার পর সেটা আরো প্রকট আকার ধারণ করেছে ।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আজও সেই দ্বন্দ্ব বিদ্যমান।

খেলাফতের জন্যে আন্দোলনকারীদের সঠিক পক্ষে যাওয়া উচিৎ।

মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।

৩| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: যেদিন থেকে ধর্ম শুরু হয়েছে সেদিন থেকেই দ্বন্দ্ব শুরু হয়েছে।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হযরত আদম (আ)-এর দুই ছেলের কথা বলছেন?

শয়তানের প্ররোচনায় অনেক কিছুই ঘটে।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "আসলে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কারো একার অবদান নয়। সব ধর্ম আর মতের মিলিত চেষ্টাতেই তা গড়ে উঠেছে। "

আপনি ইসলামিক শরীয়া ও গণতন্ত্র বুঝলে, গণটন্ত্রের বেলায় ধর্মকে আনতেন না; গণতন্ত্রের রূপকার ধর্মের খারাপ প্রভাব থামিয়ে, মানুষের অধিকার প্রতিষ্টার জন্য সংগ্রাম করে গেছেন, এবং উহাতে উনার প্রাণ গেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্হা থেকে সরে আসতে আপনার যেমনভাবে সময় লেগেছে, গণতন্ত্র বুঝতেও সময় লাগবে।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দেখুন, গণতন্ত্র সম্পর্কে আপনি কি বুঝেন জানি না, তবে, আমি যা বুঝি তা হচ্ছে, এটা নেতাকে নির্বাচন করার একটি ব্যবস্থা।

গণতন্ত্র মেনে চলার অনেক 'নিয়ম' আছে। ইসলামী শরিয়া আইন মুসলমানরা যে গণতন্ত্র মেনে চলে, সেটার ভিত্তি।

বাংলাদেশের সংবিধানেও ইসলামের ছোঁয়া আছে।

আরো পড়ুন। জানতে পারবেন।

৫| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে খলিফাদের কথা বলেছেন তারা কেউই সঠিকভাবে পথনির্দেশপ্রাপ্ত (খোলাফা এ রাশেদিন ) খলিফা হিসাবে স্বীকৃতি পাননি। ইসলামে প্রথম ৪ খলিফা ছাড়া বাকিদের সব কর্ম অনুসরণ যোগ্য নয়। তাই পরবর্তী খলিফাদের কর্ম থেকে অনুপ্রাণিত না হয়ে বরং প্রথম ৪ জন খলিফার কর্ম ও জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করা যেতে পারে।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি জানেন যে, খোলাফায়ে রাশেদীন-কে কেন খলিফা বলা হতো? উনারা কার খলিফা বা প্রতিনিধি ছিলেন?

মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।

৬| ০৩ রা মে, ২০২০ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " দেখুন, গণতন্ত্র সম্পর্কে আপনি কি বুঝেন জানি না, তবে, আমি যা বুঝি তা হচ্ছে, এটা নেতাকে নির্বাচন করার একটি ব্যবস্থা। "

-আপনি গণতন্ত্রের ডেফিনেশনও মুখস্হ করতে পারেননি; গণতন্ত্র হচ্ছে, নাগরিকদের প্রত্যক্ষ, বা পরোক্ষভাবে অংশ গ্রহনের মাধ্যমে সরকার ও প্রশাসন চালানোর তত্ব। আপনি উহার একাংশ (নির্বাচন) সম্র্কে সামান্য জানেন; পুরো তত্বের ৯০ ভাগ জানেন না। আপনার সব পোষ্টের একই অবস্হা

০৩ রা মে, ২০২০ রাত ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি সব সময়ে অদ্ভুত কথা বলে হিট হতে চান।

আপনি কেন বুঝেন না যে, 'গণতন্ত্র' নামটা আর এর আইন কালে কালে নব রুপ লাভ করেছে। এই রুপ একেক ভূমিতে একেক রকম হতে পারে।

নেতা নির্বাচনের পিলার যে আইন সেটা ভিন্ন ভিন্ন হতেই পারে।

৭| ০৩ রা মে, ২০২০ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলামের ইতিহাসের কলংক শুরু হয় -গোত্রীয় আধীপত্যবাদের চর্চায়।
তারা ধর্মের প্রকৃত চেতনাকে ধারন করতে পারেনি। যেমন আবু সুফিয়ান!
মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে... এবং তার স্ত্রী হিন্দা সেই কলিজা খাদক মহিলা..
তাদের উত্তরে পুরুষই ইসলামের মহান সত্য আদর্শ বিচ্যুত হয়ে ক্ষমতার লোভে যত অনাচার শুরু করে।

০৩ রা মে, ২০২০ রাত ৮:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আব্বাসী আর উমাইয়াদের নির্যাতন অবর্ণনীয়।

কিন্তু, কিছু কপট ব্যক্তি, ইয়াজিদের শাসনামলকেও উদাহরণ হিসেবে টেনে আনে।

আমি যে দলে ছিলাম, তারাও এর ব্যতিক্রম ছিলো না।

শুভেচ্ছান নিরন্তর।

৮| ০৩ রা মে, ২০২০ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


বেদুইনদের তলোয়ারের জোর যতদিন ছিলো ততদিন বেদুইন সাম্রাজ্য বেঁচেছিলো; তারপর, রাজতন্ত্রের সাধারণ নিয়মে, রাজ্য অন্যদের দখলে চলে গেছে, এখানে ইসলাম ইত্যাদির করার কিছু নেই।

০৩ রা মে, ২০২০ রাত ৮:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এখানে ইসলাম আসবে কেন?

৯| ০৩ রা মে, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনি সব সময়ে অদ্ভুত কথা বলে হিট হতে চান।
আপনি কেন বুঝেন না যে, 'গণতন্ত্র' নামটা আর এর আইন কালে কালে নব রুপ লাভ করেছে। এই রুপ একেক ভূমিতে একেক রকম হতে পারে। নেতা নির্বাচনের পিলার যে আইন সেটা ভিন্ন ভিন্ন হতেই পারে। "

-রাষ্ট্রীয় তত্ব, গণতন্ত্র নিয়ে আপনার যেই জ্ঞান, প্রশ্ন ফাঁসের পরও আপনার পাশ করার কথা নয়।

০৩ রা মে, ২০২০ রাত ৮:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার যেমন অর্থনীতি সম্পর্কে জ্ঞানে বিশাল গর্ত, তবুও সে সম্পর্কে ব্লগিং চালিয়ে যাচ্ছেন নিজের কল্পনাকে মিশেল দিয়ে, সে রকম সবাইকে ভাবলে চলবে?

সেই দিন বললেন, আরবদের এক করবেন ইমাম মাহদী (আ), আমি ভুল ধরিয়ে দিলাম।

আমার আরেক পোস্টে বললেন, জিডিপি নিয়ে আজেবাজে ভুল ধারণা। আমি ধরিয়ে দিলাম।

সেইজন্যেই কি গায়ে পড়ে লাগতে এসেছেন?

১০| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৩১

নতুন বলেছেন: কিন্তু, যখন থেকে জেনেছি, ইসলামের শেষ নবী (সাঃ)-এর বংশধররাই রাষ্ট্রপ্রধান হওয়ার আসল দাবীদার আর তাঁদের উপর অত্যাচারকারীরা হলো মুসলমানদের পূর্বের রাষ্ট্রনায়ক তথা খলিফাগণ, সেদিন থেকে ইসলামী রাজনীতি থেকে দূরে সরে এসেছি।

রাসুল সা: এর বংশধরাই রাস্টপ্রধান হবার আসল দাবীদার?????

০৩ রা মে, ২০২০ রাত ৯:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এত্তোগুলো প্রশ্নবোধক চিহ্ন!!!

জী, রাসুল সা: এর বংশধরাই রাস্ট্রপ্রধান হবার আসল দাবীদার।

ধন্যবাদ নিরন্তর।

১১| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৪২

নতুন বলেছেন: লেখক বলেছেন:
এত্তোগুলো প্রশ্নবোধক চিহ্ন!!!
জী, রাসুল সা: এর বংশধরাই রাস্ট্রপ্রধান হবার আসল দাবীদার।
ধন্যবাদ নিরন্তর।


রাস্টপ্রধান হবার আসল দাবীদার রাসুল সা: এর বংশধর এটার পেছনে দলিল কি?

কোরানে এমন কিছু আছে কি?
হাদিসে এমন কিছু আছে কি?
রাসুল সা: কেন আবু বকর রা: কে ইমামতি করতে দিয়েছিলেন এবং তিনি কেনন তার বংশের লোককে খলিফা মনোনিত করে করেন নি?

০৩ রা মে, ২০২০ রাত ১০:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দলিল তো অনেক আছে।

সেগুলো দিয়ে আপনার কি দরকার বলুন তো?

১২| ০৩ রা মে, ২০২০ রাত ১০:১৩

সোনালি কাবিন বলেছেন: আচ্ছা, আপ্নার নামের সাথে এই যে "সত্যপথিক" - গুণবাচক টাইটেল লাগিয়েছেন, এটা কোথায় পাওয়া যায় একটু বলবেন? খরচ বরচ কত?

০৩ রা মে, ২০২০ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আরে! ওটা নিয়ে তো আমি ক্যাচালের কিছু দেখি না!

আপনি চাইলে নিয়ে নিতে পারেন। আপনার নতুন নিক হবে- 'সত্যপথিক সোনালি কাবিন'!

নিবেন কি?

১৩| ০৩ রা মে, ২০২০ রাত ১০:৩৫

সোনালি কাবিন বলেছেন: এ্যাক্সজাবিয়ান বলেছেন: জী, রাসুল সা: এর বংশধরাই রাস্ট্রপ্রধান হবার আসল দাবীদার। তাহলে কিংডম কি আর গণতন্ত্র কি? ইসলাম তো গণতন্ত্রের ডট ডট মারছে!

< শ্যাইয়ান সাবের দুইতাইল্যা কথা এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি

০৩ রা মে, ২০২০ রাত ১০:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, আমি যে সব জানি, তা তো নয়! এতোগুলো হাদিস মুখস্ত রাখা খুবই কঠিন ব্যাপার।

আমি গণতন্ত্রের পক্ষে।

ধন্যবাদ।

১৪| ০৩ রা মে, ২০২০ রাত ১০:৪৬

নতুন বলেছেন: লেখক বলেছেন:
দলিল তো অনেক আছে।
সেগুলো দিয়ে আপনার কি দরকার বলুন তো?


রাসুল সা: এর বংশধরেরা রাস্টপ্রধান হবে সেটা যৌক্তিকও না।

আর যদি সেটা আল্লাহের ইচ্ছা থাকতো তবে রাসুল সা: এর ছেলেই থাকতো এবং তার কাছেই রাসুল সা: ক্ষমতা দিয়ে যেতেন।

এর পক্ষ অবশ্যই কোন কোরানিক দলিল থাকতে পারেনা। হাদিসও থাকার কথা না। থাকলে রাসুল সা: এর মৃত্যুর পরে কে খলিফা হবেন সেটা নিয়ে এতো বিতক` হতো না।

০৩ রা মে, ২০২০ রাত ১০:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যুক্তি তখনই দিতে হয়, যখন দু'টি হাদিস আপনার সামনে এসেছে, আর আপনাকে বলতে হবে, কোনটা শ্রেয়।

যেমন- আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে- কোনটা বড় পাপ, ব্যভিচার না হত্যা?

এই পর্যায়ে গিয়ে আপনাকে যুক্তি বা লজিক প্রয়োগ করতে হবে।

কিন্তু, যেখানে স্পষ্ট দলিল আছে, সেখানে আপনি যুক্তি প্রয়োগ করেন কি করে?!!!!!!

খুব অবাক হচ্ছি।

১৫| ০৩ রা মে, ২০২০ রাত ১১:০৮

সোনালি কাবিন বলেছেন: লাদেন সম্পর্কে লিখে একজন ব্লগার অপমানিত হয়ে ভ্যা ভ্যা করে কেদে উঠে পোস্ট দিয়েছেন মাত্র। আপ্নারা সবাই সান্তনা দিয়েন প্লিজ। আমি ব্লক, তাই জালি বেতের পিট্টি দিতে পারছি না।

জনাব শাইয়্যান, সরি এক্টু বিজ্ঞাপন বাবদ আপ্নার ব্লগ ব্যবহার করলাম বিনা রেন্টে।

১৬| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৩১

সোনালি কাবিন বলেছেন: জারনো আইডিতেও সে এরকম কান্নাকাটি করেছিল। নীচে লিনক। আপ্নারা ওই পোস্টের প্রথম কমেন্ট (লেখোয়ারের) পড়িয়েন।
ফান গ্যারান্টিড।

এবার থেকে ফুল পাখি আর পশু পাখি নিয়ে পোস্ট দিবোঃ কারো রক্ত চক্ষু দেখতে হবেনা; নিরাপদে থাকবো

১৭| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৮

সোনালি কাবিন বলেছেন: লেখক, আপ্নি নুরু সাহেবের উত্তরগুলো দেখুন। বুঝবেন।

আল কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের নবম মৃত্যুবার্ষিকী আজ

১৮| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৮

নতুন বলেছেন: কিন্তু, যেখানে স্পষ্ট দলিল আছে, সেখানে আপনি যুক্তি প্রয়োগ করেন কি করে?!!!!!!

আমি দলিল চাইছি কারন আমি জানি না। এবং আমার যুক্তিতেও আসেনা ।

আপনার কাছে স্পস্ট দলিল থাকলে দিন নতুবা বলেন নেই।

আপনি যেই ভাবে জোর দিয়ে বলছেন তাই জানতে ইচ্ছে করছে, সেই জন্যই স্পস্ট দলিল গুলি জানতে চাইছি।।

০৪ ঠা মে, ২০২০ রাত ২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার কাছে ইমাম আল-তাবারানী'র আল-আওসাত বইটি নেই?

সেখানে একটি হাদিসের বর্ণনা আছে, যেখানে রাসূলুল্লাহ (সা) বলেছেন যে, 'আমার পরিবার থেকে নেতা নিযুক্ত করো।'



বইটি না পেলে আমাকে ইমেইলে জানাবেন।

ধন্যবাদ নিরন্তর।

১৯| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৪০

সোনালি কাবিন বলেছেন: এক্টা বিষয়। লিনকে ক্লিক করলে অনেক সময় সামুর মোবাইল সাইট দেখাতে পারে। তখন আপ্নার মোবাইলে ডেস্কটপ সাইট টিক দিয়ে দিলে সঠিক পেইজ আসার কথা।

০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ। আমি নুরু ভাইয়ের লেখাটি পড়েছি। ভয়ানক।

শুভেচ্ছা।

২০| ০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গনতন্ত্র পুঁজিবাদের সৃষ্টি।যখন পুঁজিবাদ ছিলনা তখন পৃথীবির কোথাও গনতন্ত্র ছিল না।শিল্প বিপ্লবের আগে পৃথীবিতে ছিল সামন্তবাদ। তখন ছিল রাজা বাদশা দের যোগ।রাজা বাদশা খলিফারা গনতন্ত্রের ধারে কাছেও ছিলেন না।
খুনখুনি আমরা ইসলামের প্রথম যুগ থেকেই পেয়েছি এবং সেই ধারাবাহিকতা আমরা আজও অভ্যাহত রেখেছি।ইনসাল্লাহ ভবিষ্যতেও রাখবো।

০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেখুন, প্রতিটি সভ্যতা আর জাতিতে খুনো-খুনির ব্যাপারটি ছিলো। সেটা সোভিয়েত রাশিয়া হোক কি চীন, আরব বা পশ্চিমা বিশ্ব।

এর মাঝ থেকেই আপনাকে বেছে নিতে হবে আদর্শ।

ধন্যবাদ।

২১| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৪৪

সুপারডুপার বলেছেন:

ধর্ম এই জন্যই বিভ্রান্তিকর !!!!!!!!! যাউকগা ...

ভ্রান্ত বিশ্বাসে বন্দী ব্লগার নূর মোহাম্মদ নূরু ওরফে জারনোর লাদেনকে সাপোর্ট প্রসঙ্গে আপনি একটি মজার কমেন্ট করেছেন ...



করোনার দিনকালে সবাই একটু হলেও হাসিখুশি থাকেন।

২২| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে তা দেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.