নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মৌমাছি পালন করে চাষীরা লক্ষ লক্ষ টাকা বাড়তি আয় করছেন বলে অনেক খবর অনেক দিন ধরেই কর্ণগোচর হয়েছে। বাড়তি আয় এই কারণে যে, ফসল ফলানোর পাশাপাশি চাষীরা মৌমাছি পালন করলে লাভজনক হয় বলে এই ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন। তাই, একটু খোঁজ নিয়ে জানতে পারলাম, প্রচার হওয়া কথাগুলো সত্যি। আসলেই মধু চাষে আছে অনেক টাকা, এমনকি কোটিপতি হওয়াও সম্ভব! এবারেও এই সম্ভাবনার দুয়ার কিভাবে খোলা যাবে তা ধাপে ধাপে বর্ণনা করছি।
ধাপ-১ঃ
মধু চাষ কিভাবে করতে হয়, তার উপর একটি ট্রেইনিং নিয়ে গ্রাম্য এলাকায় অর্ধেক বিঘা জমি লিজ নিয়ে নিন।
ধাপ-২ঃ
এপিস মিলিফেরা জাতে মৌমাছি সংগ্রহ করুন। এর আগে, ১৫টি বাক্স দিয়ে একেকটি মৌ-কলোনী স্থাপন করতে হবে।
ধাপ-৩ঃ
মৌ-কলোনিগুলো সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন ও শুকনো রাখুন। বিশেষ ভাবে মোমপোকা'র আক্রমন থেকে আপনার মৌ-কলোনিগুলোকে রক্ষা করতে হবে। এজন্যে প্রতিকার ব্যবস্থা নিন। এছাড়াও, মৌমাছির একরাইন রোগ হতে পারে। সেজন্যে প্রয়োজন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে, আপনার ট্রেইনিং থেকে পাওয়া শিক্ষা কাজে দিবে।
ধাপ-৪ঃ
মৌ আহরণ করুন। সংগ্রহের দিক থেকে মধু'র তিনটি মৌসুম আছে- মধু মৌসুম, অর্ধ মৌসুম এবং মন্দা মৌসুম। মধু মৌসুম হচ্ছে- অক্টোবর, ডিসেম্বর - জানুয়ারী, মধ্য ফেব্রুয়ারী - মধ্য মার্চ এবং মধ্য এপ্রিল - মধ্য জুন। অর্ধ মৌসুম হচ্ছে- সেপ্টেম্বর ও নভেম্বরের ১৫-৩০ তারিখ, ফেব্রুয়ারী ও এপ্রিলের ১-১৫ তারিখ এবং ১৬ জুন - ১৬ জুলাই। আর, মন্দা মৌসুম হচ্ছে- নভেম্বরের ১-১৫ তারিখ, ১৫ জুলাই - ১৫ সেপ্টেম্বর এবং মার্চের ১৫ - ৩১ তারিখ। মন্দা মৌসুমে চিনির সিরাপ এক কাঠি সহকারে বাক্সগুলোর কাছে রাখতে হবে।
ধাপ-৫ঃ
ঠিক মত শ্রমিকদের পারিশ্রমিক দিন।
হিসেব-নিকেশঃ
একেকটি বাক্স থেকে বছরে ৩/৪ বারে ৬০-৭০ কেজি মধু সংগ্রহ করা যায়। পাইকারী মূল্য ৪০০ টাকা হলে বছরে একটি বাক্স থেকে ২৪,০০০ - ২৮,০০০ টাকার মধু আসে। এভাবে গড়ে ২৬,০০০ টাকা করে আসলে ৬০টি বাক্স থেকে আসবে ১৫,৬০,০০০ টাকা।
এখন, এই ৬০টি বাক্সে মৌমাছি সংগ্রহের জন্যে প্রতি বাক্সে বিনিয়োগ করতে হবে ৫.৫ হাজার টাকা। এছাড়া, মধুর বাক্সগুলো দেখা-শোনার জন্যে দরকার ১ জন মানুষ। শুধু মধু আহরণের সময় ৪-৫ জন মানুষের দরকার পড়বে। তবে, এক্ষেত্রে আপনাকে তাঁদের প্রশিক্ষিত করতে হবে। সেই হিসেবে, লোকবলের জন্যে প্রতি বছর খরচ হবে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। তাহলে, ১ম বছর জমির লিজসহ আপনার বিনিয়োগ করতে হবে সর্বমোট ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
এখন, আয় থেকে ব্যয়ের হিসেব বাদ দিলে ১ম বছর শেষে আপনার হাতে থাকবে ১০,৮০,০০০ টাকা। এরপরের বছরগুলোতে ১৪,১০,০০০ টাকা। এভাবে, মাত্র ৮ বছরে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন।
লেখককে ধন্যবাদ পাঠানোর ঠিকানাঃ
[email protected]
===
২য় প্রকাশ
========
১৬ ই মে, ২০২০ রাত ১১:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো প্রশ্ন করেছেন।
মধু আসলে শস্য এবং ফলের ফুল থেকে ভালো হয়।
যেসব এলাকায় সরিষা, ধনিয়া, কালিজিরা আর লিচু হয়, সেসব এলাকা থেকে মধু সংগ্রহ করা যায়।
এখন হয়তো প্রশ্ন আসতে পারে, কোন কোন এলাকায়, কোন কোন মাসে এসব শস্য এবং ফল ধরে। আগ্রহ থাকলে আমাকে জানাতে পারেন। আমি উত্তর দিতে পারবো।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৬ ই মে, ২০২০ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: এত সহজ !!
তাহলে আমি এতদিন ধরে বেকার বসে আছি কেন?
১৬ ই মে, ২০২০ রাত ১১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মধু জগতে আপনাকে স্বাগতম!
আমার সাথে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৭ ই মে, ২০২০ রাত ১২:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশে বিসিকের সহযোগিতায় মধুর যতো প্রকল্প আছে একটিও মধু না। যেদিন থেকে মৌমাছিকে দিয়ে চিনি গুড়ের সিরাপ খাবার দিয়ে মধু তৈরি শুরু হয়েছে সেদিন থেকে বাংলাদেশে আসল মধু-মৌমাছি-মৌচাক ধ্বংস শুরু হয়েছে। আমি বিস্বাস করি বাংলাদেশে ২০২০ সনে খুব কম মানুষ আছেন যারা পিওর মধু খেয়েছেন জীবনে, যা খেয়েছেন সব চিনি গুড়ের সিরাপ।
ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ভাই। শুভ কামনা রইলো।
১৭ ই মে, ২০২০ রাত ১২:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
টাঙ্গাইল এলাকার আসল মধু খেয়েছিলাম একবার। ভালো লাগেনি।
অন্যদিকে, আমাদের ঢাকার বাসার সামনের বটগাছে বাসা বাঁধা মৌচাকের মধু স্বাদে বেশ অতুলনীয় ছিলো।
ভ্রাম্যমান মধু চাষের আইডিয়াটা বেশ। প্রয়োগ করে দেখতে পারেন।
শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর, ঠাকুরমাহমুদ ভাই।
৪| ১৭ ই মে, ২০২০ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন একটি বিষয়ের অবতারণা। মধুর মত ই লাগলো।
কোটি টাকা র স্বপ্নে হাতছানি দারুন তো।
১৭ ই মে, ২০২০ রাত ১২:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম। আশা করি কাজে লাগবে।
আরো কোন তথ্য দরকার হলে আমাকে জানাতে পারেন।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ১৭ ই মে, ২০২০ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
জমির আশেপাশে যদি ফুল না থাকে, মৌমাছি মধু কোথায় পাবে?
১৭ ই মে, ২০২০ রাত ১২:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যখন আশে-পাশে ফুল না থাকবে, তখন চিনির সিরাপ খাওয়াতে হবে। নাহলে, বাণিজ্যিক ভাবে মধু চাষ ক্ষতিগ্রস্থ হতে পারে।
তবে, না করতে চাইলে, এক্ষেত্রে সমাধান হচ্ছে, ভ্রাম্যমান মধুর বাক্স তৈরি করে পিক মৌসুমে জেলায় জেলায় সেগুলো পাঠানো।
ভালো একটি প্রশ্ন। সেজন্যে ধন্যবাদ নিরন্তর।
৬| ১৭ ই মে, ২০২০ রাত ৩:৩৫
নতুন বলেছেন: মৌমাছির খামার, গবাদীপশুর খামার এবং হাসের খামার করার মতন খুবই ভালো জায়গা আছে কিন্তু ঐখানে করার মতন লোক বল নাই।
১৭ ই মে, ২০২০ দুপুর ১:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জায়গাটা আপনার হলে, রাজীব নূর ভাইকে লিজ দিয়ে দেখতে পারেন।
উনি মনে হয় একটা ব্যবসা খুঁজছেন।
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৭ ই মে, ২০২০ ভোর ৪:৩১
নেওয়াজ আলি বলেছেন: আট বছরে কোটিপতি হয়েছে এমন লোকের সংখ্যা কত। আর বাজারজাত করা নিয়ে আলোচনা করবেন
১৭ ই মে, ২০২০ দুপুর ১:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি ইনকাম ট্যাক্সের লোক?
বাজারজাত করার ব্যাপারে আসলে আলোচনা করার দরকার নেই তেমন। ওটা ভিন্ন ইস্যু। কারণ, আমি পাইকারী দরে বিক্রির কথা বলেছি।
ধন্যবাদ নিরন্তর।
৮| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫৯
অনল চৌধুরী বলেছেন: আপনি কি কোটিপতি হয়েছেন?
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চেষ্টা করে যাচ্ছি।
ধন্যবাদ।
৯| ১৯ শে মে, ২০২০ সকাল ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন বললেন,। মধু নাকি মৌমাছির বমি।
আসলেই কি তাই?
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ রাত ১১:২৫
নয়ন বিন বাহার বলেছেন: এটা কি যে কোন এলাকায় করা যাবে?