নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কোটিপতি সিরিজঃ ৭ লক্ষ টাকা বিনিয়োগে ৭টি ধাপে তেহারী বিক্রি করে কোটিপতি হওয়ার পরিকল্পনা

১৭ ই মে, ২০২০ দুপুর ২:৩১



বাংলাদেশের যে কোন শহরাঞ্চলে তেহারী'র চাহিদা ব্যাপক। বিশেষ করে অফিস পাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলো'র আশে-পাশে তেহারী'র ব্যবসা বেশ লাভজনক। কতটুকু লাভজনক তা হিসেব করতে গিয়ে দেখা গেলো এ যে কোটি টাকার মামলা! যদি ঠিক করে করা যায়, এই ব্যবসা আপনাকে কোটি টাকার মালিক করে দিতে পারে। ব্যবসার পরিকল্পনাটি এবারো ধাপে ধাপে বর্ণনা করছি।

ধাপ ১ঃ
প্রথমেই তেহারী কিভাবে বানাতে হয়, কি আনাজপাতি লাগে, কতটুকু প্রয়োজন হয় এসব সম্পর্কে ধারণা নিয়ে নিন। তারপর, একটি হিসেব করে ফেলুন তেহারী বানাতে কত খরচ করতে হবে। তবে, মনে রাখতে হবে, প্রতি প্ল্যাট তেহারী'র মূল্য যেন কোনক্রমেই ১২০ টাকার বেশি না হয়। এভাবে হিসেব করবেন যাতে প্রতি প্ল্যাটে আপনার অন্ততঃ ২৫% লাভ থাকে।

ধাপ ২ঃ
অফিস পাড়া কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো'র আশে-পাশে একটি ছোট দোকান খুঁজতে থাকুন যার ভাড়া হবে ৬০,০০০ টাকা এবং ৩ মাসের ভাড়া অগ্রিম। এই অগ্রিম ভাড়া যেন ৬ মাসে কেটে মাসিক ভাড়া থেকে সমন্বয় করে নেওয়া হয়।

ধাপ ৩ঃ
একজন ভালো বাবুর্চি খুঁজতে থাকুন যার মাসিক বেতন হবে ৫০,০০০ টাকা। বেহারী পট্টিগুলোতে ভালো বাবুর্চি পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

ধাপ ৪ঃ
২ জন দোকানের এসিস্ট্যান্ট এবং ১ জন প্লেট ধোয়ার শ্রমিক-সহ বাবুর্চিকে নিয়োগ দিন যাদের কাজ হবে প্রতি দিন ১০০ জন খদ্দেরকে খাবার যোগান দেওয়া।

ধাপ ৫ঃ
দোকান ভাড়া নিয়ে ২ লক্ষ টাকা খরচ করে দোকান সাজিয়ে ফেলুন।

ধাপ ৬ঃ
প্রতি দিন গড়ে ১০০ জনের খাবার তৈরী করে বিক্রি করুন।

ধাপ ৭ঃ
অবশ্যই বাবুর্চি ও প্লেট ধোয়ার শ্রমিকদের বেতন সময় মতো দিয়ে দিবেন।


হিসাব-নিকাশঃ

১ম মাসের দোকানের ভাড়া ৬০,০০০ এবং ৩ মাসের অগ্রিম মিলে ২,৪০,০০০ টাকা। ১০০টি প্লেৎ এবং ২টি ডেকচি'র জন্যে ১০,০০০ টাকা বরাদ্দ রাখুন। যেহেতু, প্রতি দিনের খাবারের খরচ বিক্রি থেকে উঠে আসবে, সেহেতু ১ দিনের খরচ ধরতে হবে। খুব ভালো মানের ১০০ প্লেট তেহারী তৈরী করতে আপনার ৫,০০০ টাকার বেশি খরচ হবে না। বাবুর্চি'র জন্যে ৫০,০০০ টাকা এবং ৩-জন দোকান এসিস্ট্যান্টদের জন্যে ৪৫,০০০ টাকা বরাদ্দ রাখতে হবে। আর, ইলেক্ট্রিসিটি, পানি বিল ধরে আপনার মাসিক প্রথম মাসে খরচ যাবে প্রায় ৭ লক্ষ টাকা। দ্বিতীয় মাস থেকে আপনার খরচ হবে ১ লক্ষ ৭০ হাজার টাকা।

এবারে, আয় হিসেব করা যাক। ৩০ দিনে ১০০ প্লেট থেকে আয় হবে ৩,৬০,০০০ টাকা। এই টাকার ২৫% লাভ ধরলে, আপনার মাসিক মুনাফা হবে ৯০,০০০ টাকা। বছর শেষে যা মুনাফার পরিমাণ দাঁড়াবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা। এভাবে আয় কর দিয়ে আপনার কোটিপতি হতে সময় লাগবে ১১ বছরেরও কম সময়!

তাহলে, দেরী না করে এখনই প্ল্যান করতে লেগে পড়ুন।

আমাকে তেহারী পাঠানোর ঠিকানা-
[email protected]

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ দুপুর ২:৪৯

রসায়ন বলেছেন: ভালোই তো হিসাব দিসেন ! গরুর মাংসের যা দাম তাতে কি মনে হয় ১২০ টাকায় মানসম্পন্ন তেহারি দেয়া যাবে ?

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: চাইলে আপনি ১২০ টাকায় গরুর তেহারী দিতে পারবেন। একজন বাবুর্চির সাথে কথা বলে দেখুন। না পারলে, ম্যায় হু না!

১২০ টাকার বেশি দাম রাখা যায়। কিন্তু, আপনার টার্গেট কাস্টমার কারা তা খেয়াল রাখতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৭ ই মে, ২০২০ দুপুর ২:৫৪

রুদ্র নাহিদ বলেছেন: তেহেরী খেতে গেলে অণুবীক্ষণযন্ত্র দিয়ে মাংস খুঁজতে হয়, তারপরে যখন একটা দুইটা ছোট্ট পিস পাই তখন শান্তি পাই আর ভাবী যাক টাকা টা জলে গেলো না।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মজা করে রাঁধলে আসলে মাংস কত ছোট পিস হলো তা গায়ে লাগে না।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৭ ই মে, ২০২০ দুপুর ২:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনাকে তেহারী পাঠাব ঠিক আছে :-< কিন্তু কীভাবে এই কোটিপাতি প্রকল্পের পরিকল্পনা সফল হতে পারে এটাই ত ভেবে ভেবে কুলকিনারা পাচছিনা

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পরিকল্পনা একবার শুরু করে কাজে হাত দিন। লেগে থাকলে, অবশ্যই সম্ভব।

প্লাস ও কমেন্টের জন্যে ধন্যবাদ নিরন্তর।

৪| ১৭ ই মে, ২০২০ বিকাল ৩:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সবাই খালি কোটি টাকার মালিক হতে চায়।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


টাকা হাতে থাকলে অনেক মানুষকে সাহায্য করা যায়।

এটা আমার উপলব্ধি ও অভিজ্ঞতা থেকে বলছি।

তাই, ভালো মানুষদের কোটিপতি হওয়াটা আমাদের সমাজের জন্যে অনেক দরকার।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৭ ই মে, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: তেহারি খাই না অনেকদিন। মানে রেস্টুরেন্টে বসে।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হোম ডেলিভারী করা যেতে পারে। ফুড পান্ডা বা উবার ইটস তো রয়েছেই!

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৭ ই মে, ২০২০ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



আমি ভুলে গেছি, আপনার ব্যবসাটা কি ধরণের?

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি আইডিয়া নিয়ে কাজ করি। প্রজেক্ট ম্যানেজমেন্টেও হাত পাকিয়েছি।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১৭ ই মে, ২০২০ বিকাল ৪:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো বুদ্ধি । আমার পছন্দ হয়েছে ।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: তাহলে, এক প্লেট তেহারী খেতে আসবো আপনার ব্যবসায়। বাহ! ভাবতেই বেশ ভালো লাগছে।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৭ ই মে, ২০২০ বিকাল ৪:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




সত্যপথিক শাইয়্যান ভাই, এবার মনে হয় আপনাকে আমার প্রয়োজন আছে। যদু মধু দিয়ে কাজ হবে না - এসব লোক ঠকানোর কাজ। তবে রেষ্টুরেন্ট-ক্যাটারিং-ফুড সার্ভিস ভালো হবে।

বিহারি কলোনির বাবুর্চি বিহারি এলাকা ছেড়ে বিয়ে জন্মদিন অনুষ্ঠানে অগ্রিম খরচ নিয়ে রান্নার কাজে যাবে তবে বেতনভূক্ত বাবুর্চি হিসেবে কারো রেষ্টুরেন্টে যাবে বলে মনে হয় না কারণ তারা বাংলাদেশীদের কাছে যথেষ্ট প্রতারিত হয়েছে।

ফুড সার্ভিস ব্যবসা সব সময়েই ভালো।
ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ভাই। শুভ কামনা রইলো।



১৭ ই মে, ২০২০ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

রেষ্টুরেন্ট-ক্যাটারিং-ফুড সার্ভিস থেকে ভালো আয় হয়। ঝুঁকিও কম।

বিহারি কলোনীর বাবুর্চিকে দিয়ে মাসিক ভিত্তিতে রান্না করাতে না পারলে আমাকে জানাতে পারেন। দৈনিক এসে তেহারী পাকিয়ে যাবে, এমন মানুষ পাওয়া খুব একটা অসম্ভব কিছু না। প্রয়োজনে, মাসিক বেতন না দিয়ে, ডেকচি প্রতি হিসাবে খাবার তৈরী করায় নিতে পারেন।

ধন্যবাদ নিরন্তর।

৯| ১৭ ই মে, ২০২০ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালো ব্যবসা । দেশে অভাব দেখা দিলে এই ব্যবসা তে ঝুঁকি আছে। মধু খুব প্রয়োজনীয় জিনিস সর্ব রোগের ঔষধ। আপনার পোস্ট গুলো ভালো হচ্ছে। যারা উদ্যোক্তা হতে ইচ্ছুক তারা দিকনির্দেশনা পাবে।

সুন্দর।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: দেশে তেহারী'র চাহিদা বেশ! এরকম দোকান দিতে পারলে অনেকের অনেক মানুষের কর্ম-সংস্থানের ব্যবস্থা হবে।

সবাই হয়তো মধুর ব্যবসায় যাবে না। কেউ কেউ হয়তো তেহারী'র ব্যবসায় লেগে যেতে পারেন।

ধন্যবাদ নিরন্তর।

১০| ১৭ ই মে, ২০২০ বিকাল ৪:২৯

ঢাবিয়ান বলেছেন: আহা কোটিপতি হওয়া যদি এত সহজই হত !!

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইনভেস্টমেন্ট যোগাড় করে লেগে যান। লেগে থাকলে এমনিতেই হবে!

ধন্যবাদ নিরন্তর।

১১| ১৭ ই মে, ২০২০ বিকাল ৫:৪৩

ইসিয়াক বলেছেন: পোষ্টটা আমার খুব ভালো লেগেছে।
নিরন্তর শুভকামনা।

১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ১৭ ই মে, ২০২০ বিকাল ৫:৫৯

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




আসলে খাবারের ব্যবসাটাই লাভজনক যদি মধ্যবিত্ত-নিম্নবিত্ত আর খেটে খাওয়া মানুষদের পকেটের ক্ষমতার নাগালের মধ্যেই সে সব খাবার সহজলভ্য করা যায়। আর মাথায় বারি মেরে পয়সাওয়ালদের পকেট কাটা খাবারের ব্যবসাও কোটিপতি বানিয়ে দিতে পারে আপনাকে।

১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

খাবারের ব্যবসাটা মানুষের প্রয়োজনেই।

অফিসপাড়ায় এটি খুবই দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চাহিদা বেশ।

আর, বিয়ে বা বাসার অনুষ্ঠানগুলোতে সাপ্লাই দিতে পারলে তো কথাই নেই!

ধন্যবাদ নিরন্তর।

১৩| ১৭ ই মে, ২০২০ রাত ৮:০১

নেওয়াজ আলি বলেছেন: স্বপ্ন দেখছি আপনার সিরিজ পড়ে । করা যায় কিনা

১৭ ই মে, ২০২০ রাত ১০:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ব্যবসার পূর্ব-অভিজ্ঞতা না থাকলে, ছোট আকারে আগে পাইলট প্রজেক্ট করুন ৬ মাসের জন্যে। তারপরে, এই অংকের বিনিয়োগে চলে যান।

আশা করি ফল পাবেন।

ধন্যবাদ নিরন্তর।

১৪| ১৭ ই মে, ২০২০ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
টাকা হাতে থাকলে অনেক মানুষকে সাহায্য করা যায়।
এটা আমার উপলব্ধি ও অভিজ্ঞতা থেকে বলছি।
তাই, ভালো মানুষদের কোটিপতি হওয়াটা আমাদের সমাজের জন্যে অনেক দরকার।

এইটা একখান দারুন কথা কইছেন। আমার দানের ইচ্ছা আছে অথচ হাত খালি তাতে মনোকষ্ট বাড়ে।

১৭ ই মে, ২০২০ রাত ১০:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দানের যোগ্যতা না থাকলে, ইচ্ছা থাকলেও উপায় হয় না, ভাইয়া।

তাই, যোগ্যতা তৈরী করে নিতে হবে, ইচ্ছা সাথে সাথে।

ধন্যবাদ নিরন্তর।

১৫| ১৭ ই মে, ২০২০ রাত ৮:০৩

চাঙ্কু বলেছেন: উদ্যোক্তাদের জন্য আপনার পোষ্টগুলো খুব কাজের!! তেহারী খাইতে মন চায়!

১৭ ই মে, ২০২০ রাত ১০:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দারুণ প্রশংসার জন্যে অশেষ ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

১৬| ১৭ ই মে, ২০২০ রাত ৮:৪৯

নতুন বলেছেন: দেশের অনেক মানুষই কিন্তু এমন ব্যবসা করে নিজের বাড়ী কেনে, পরিবারের খরচা করে, সব মিলিয়ে তাদের আয় কিন্তু কম না।

একজন চটপটি বিক্রেতাও মাসে ১৫-২৫ হাজার টাকার হয়।


আপনার মাসিক মুনাফা হবে ৯০,০০০ টাকা। বছর শেষে যা মুনাফার পরিমাণ দাঁড়াবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা। এভাবে আয় কর দিয়ে আপনার কোটিপতি হতে সময় লাগবে ১১ বছরেরও কম সময়!

হিসাব ঠিকই আছে কিন্তু কেই এই ব্যবসায় ১১ বছরে কোটিপতি হতে পারবেনা। কারন মাসিক ৯০ হাজারের মুনাফা থেকে তার ঢাকায় পরিবার খরচা চালাতে হবে। ৩০-৪০ হাজার টাকা সে খরচা করবে তার পরিবারের জন্য তাই তার হাতে ২০-৪০ হাজার জমা থাকবে। সেটা জমা হলে সে জায়গা বা বাড়ী কিনবে, গাড়ী কিনবে।

তাই তার ব্যাংকের হিসেবে খুব কম মানুষই কোটি টাকা দেখবে। কিন্তু তার আয় ১১ বছরে কোটির উপরেও হতে পারে যদি সুনামের সাথে ব্যবসা ধরে রাখতে পারে।

১৭ ই মে, ২০২০ রাত ১১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভালো কথা বলেছেন। পরিবারের খরচটাকে অনেকেই কোটিপতি হওয়ার পথে অন্তরায় মনে করে।

অথচ, কোটি টাকা মুনাফা করে কি কাজে ব্যয় করবে সেটা অনেকের মনে আসে না।

ব্যবসায় কোটি টাকা লাভ করা আর পরিবার, বাড়ি-গাড়ির জন্যে ব্যয় করা দু'টি ভিন্ন বিষয়। যে কোটি টাকা মুনাফা পাবেন, সেই টাকা কি শুধু ব্যাংকে রাখার জন্যে? ব্যাংকে রাখতে পারলেই তাঁকে কোটিপতি বলে?

নাকি, যে ব্যবসায় কোটি টাকা লাভ করার পরে নিজের পরিবার-পরিজনের জন্যে যথাযথ ব্যয় করার সাথে সাথে বাড়ি-গাড়ি করে ফেলে, তাকেই কোটিপতি বলে?

ঠিক আছে। আপনি যদি মনে করেন যে, পরিবারের জন্যে ব্যয়ের পরেও ১১ বছরে আপনার ব্যাংকে ১ কোটি থাকবে এমন একটি ব্যবসা আপনার প্রয়োজন, আমি তেমন একটি ব্যবসা নিয়েই লিখবো পরবর্তীতে।

শুভেচ্ছা নিরন্তর।

১৭| ১৭ ই মে, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: দুনিয়া এত সহজ না ভাই সাহেব।
এত সহজ হলে দেশে বেকার থাকতো না।

১৭ ই মে, ২০২০ রাত ১১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি এখন পর্যন্ত কোন বেকার মানুষ দেখিনি।

সবাই-ই কিছু না কিছু করে বেঁচে আছেন, সেটা যত ছোটই হোক না কেন।

শুভেচ্ছা নিরন্তর।

১৮| ১৭ ই মে, ২০২০ রাত ৯:৩০

অনল চৌধুরী বলেছেন: এদেশের মানুষ বই পড়ে না,কিন্ত খায়।
খাবার ব্যবসা অবশ্যই সফল হবে।

১৭ ই মে, ২০২০ রাত ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সফল একটি ব্যবসার খোঁজে সবাই। লক্ষ্য করলে দেখবেন, মানুষের মৌলিক চাহিদাগুলোকে ঘিরেই ব্যবসা গড়ে উঠে।

ধন্যবাদ নিরন্তর।

১৯| ১৭ ই মে, ২০২০ রাত ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
ওকে ৭ লক্ষ টাকা ডান,
তবে আপনাকে হতে হবে তেহারীর দোকানের সিইও
আপনি ৭ লক্ষ টাকার বিনিময়ে ১১ বছরে কোটি পতি
বানিয়ে দিবার গুরু দ্বায়িত্বটা নিয়ে নিন।

১৭ ই মে, ২০২০ রাত ১১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দেখুন, নূর মোহাম্মদ নূরু ভাই, আমার কোটি টাকা আছে। সাথে আছে একটি লাভজনক ব্যবসা। তাই, কেউ চাইলে, অভিজ্ঞতা শেয়ার করবো অবশ্যই।

ধন্যবাদ নিরন্তর।


২০| ১৭ ই মে, ২০২০ রাত ১০:১০

জু েয়ল বলেছেন: আমার ১ টা জায়গা আছে সাত মসজিদ রোড এ, লাল মাটিয়া সিটি হসপিটাল এর সাথে, আমি সেখানে খাবার এর দকান করব ভাবছি। কিন্তু এই ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই। আপনি যদি পরামর্শ দিয়ে সাহায্য করতেন আমার খুব ই উপকার হত। আপনার মোবাইল নাম্বার পেলে ভাল হত। আমার নাম্বার ০১৮১৬৪৭৮৬৪২।

১৭ ই মে, ২০২০ রাত ১১:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

নিজের জায়গা হলে তো খুবই ভালো। সিটি হসপিটালের ডাক্তার, নার্স, স্টাফ এবং রোগীদের পরিবার-পরিজনদের জন্যে অনেক সাহায্য হবে তাহলে। এছাড়া, পাশে আছে, কয়েকটি কলেজ।

আপনি একটি কাজ করুন আগে।

সবার আগে একটি জরিপ করুন সিটি হসপিটালে কত জন কাস্টমার পেতে পারেন, তার উপর। এই জরিপটির পরে, ছোট আকারে ৬ মাস ব্যবসা শুরু করুন।

আমি আপনার দোকানের আশে-পাশেই থাকি। চলে আসবো একদিন খাওয়ার জন্যে।

শুরু করলে আমাকে একটু জানাবেন। সাক্ষাতে কথা হবে তখন।

অনন্তর শুভ কামনা।

২১| ১৭ ই মে, ২০২০ রাত ১১:৩১

নতুন বলেছেন: ব্যবসায় কোটি টাকা লাভ করা আর পরিবার, বাড়ি-গাড়ির জন্যে ব্যয় করা দু'টি ভিন্ন বিষয়। যে কোটি টাকা মুনাফা পাবেন, সেই টাকা কি শুধু ব্যাংকে রাখার জন্যে? ব্যাংকে রাখতে পারলেই তাঁকে কোটিপতি বলে?

নাকি, যে ব্যবসায় কোটি টাকা লাভ করার পরে নিজের পরিবার-পরিজনের জন্যে যথাযথ ব্যয় করার সাথে সাথে বাড়ি-গাড়ি করে ফেলে, তাকেই কোটিপতি বলে?


আপনার আইডিয়াগুলি ভালো আমি খুবই অনুপ্রানীত বোধ করি।

আমি বলেছি বাস্তবতার কথা, কিছু লোক বলবে এই আইডিয়াতে কেউই কোটি পতি হয়েছে কিনা। তাদের জন্য বলেছি যে মানুষ ব্যবসা থেকে খরচা করেথাকে এবং তার আয় কোটি টাকার বেশি হলেও সেটা সে অনুভব করবে না যে কতটাকা সে আয়া করেছে।

আমি চাকুরী করছি দেশের বাইরে। কিন্তু এখানেও ব্যবসার জন্য পরিকল্পনা করছি যাতে কখনো উদ্দোক্তা হতে পারি।

১৭ ই মে, ২০২০ রাত ১১:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি অনুপ্রাণিত হয়েছেন জেনে আমিও অনুপ্রাণিত। সত্যি বলছি।

ব্যবসা করা আসলে খুব একটা কঠিন ব্যাপার নয়। লেগে থাকলে আর বুদ্ধি খরচ করলে একদিন না একদিন সফল হবেনই।

বিদেশেও একবার ব্যবসার চেষ্টা করে দেখতে পারেন।

আমার দেওয়া আইডিয়াগুলোর একটিও যদি কাজে লাগে, তাহলে খুবই সফল অনুভব করবো।

শুভেচ্ছা নিরন্তর।

২২| ১৮ ই মে, ২০২০ রাত ১:০৬

নতুন বলেছেন: আমার গ্রামের বাড়ীতে মধুর উতপাদেনর জন্য খুবই ভালো কারন চারপাশে ৫ কিলো রেডিয়াসে কৃষি জমি ( চক ) সরিশা এবং অন্যন্য ফসল করে।

আমার ইচ্ছা গরু+ছাগলের খামার করার এবং নিজের জমি থেকেই তাদের জন্য খাবার তৌরি করা। সামনে নদী আছে সেখানে হাসের খামার।

দেশে গিয়ে করতে পারবো না। কিন্তু এমন কাউকে পাচ্ছিনা যে আমার মতন চিন্তা করে এবং আমার পরামশ` মতন খামার দেখাশুনা করতে পারে।

এখানে ট্ররিজমের এবং ইকমাস`এর উপরে দুটি আইডিয়া নিয়ে কাজ করছি বত`মানে।

দেখি কি হয়। চেস্টা করছি কিন্তু ব্যাটে বলে হচ্ছে না। :)

১৮ ই মে, ২০২০ রাত ৯:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দারুণ!!! আমার সাথে কয়েকজন কৃষিবীদের পরিচয় আছে যারা এরকম কর্মকান্ড জড়িত।

তাঁদের একজন সিলেটে সমন্বিত খামার করছেন। সাথে ভার্মি কম্পোস্ট আর সার।

আরেকজন রংপুরে বায়োফ্লকের ব্যবসা করছেন।

কাউকে দরকার হলে জানাবেন।

আর, ই-কমার্স আর ইকো-ট্যুরিজম খুবই ভালো ব্যবসা।

ধন্যবাদ নিরন্তর।




২৩| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৪৮

পলাতক মুর্গ বলেছেন: বছর শেষে মুনাফা ১০ লাখ ৮০ হাজার হইলে কোন দিনই কোটিপতি হইতে পারবেন না। এই টাকা আপনার ব্যক্তিগত কাজেই খরচ হয়ে যাবে।

১৮ ই মে, ২০২০ রাত ৯:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: চেষ্টা করুন। পেরে যাবেন, একদিন না একদিন।

ধন্যবাদ।

২৪| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, আমার কোটি টাকা আছে। সাথে আছে একটি লাভজনক ব্যবসা।

আয়কর বিভাগ জানে ?? আমাকে একটা কাজ দিন, আপনার সংস্পর্শে দেখি আমিও কোটি না হোক লাখপতি হতে
পারি কিনা? =p~

১৮ ই মে, ২০২০ রাত ৯:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার কোন কালো টাকার নেই।

আপনি যদি লাখপতি হতে চান তাহলে আমি কিন্তু আপনাকে কাজ দিতে পারি!!!!! :)

ধন্যবাদ নিরন্তর।

২৫| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: তার আগে ৭ হাজার টাকার কোন ব্যবসায় কিভাবে ৭ ধাপে ৭লক্ষ টাকার মালিক হওয়া যায় সে সম্পর্কে একটা পোস্ট দিয়েন, বুঝেন ই তো স্টুডেন্ট মানুষ :||

১৮ ই মে, ২০২০ রাত ৯:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছাত্রদের জন্য অবশ্য এখনো কোন ব্যবস্থা নেই।

পড়া-লেখা শেষ করে শহরে কিচু করতে না পারলে গ্রামে গিয়ে শুরু করুন।

আর, পারলে, ৭ হাজার টাকা দিয়ে আগামী বছরের কোরবানী সময়ের জন্যে এখনই একটি ছোট গরু কিনে গ্রামে রেখে দিন। পরের বছরে ভালো দাম পাবেন। ওটাকে খাওয়া-দাওয়া করানোর ব্যবস্থা করতে হবে। তাই, একজন আপনার বাড়ির কোন গৃহস্থকে ১ বছরের জন্যে দিয়ে দিনে। শর্ত বিক্রি করে যা আসবে, তা আপনাকে অর্ধেক দিতে হবে।

আরেকটি ব্যবসা অবশ্য আছে। ওটার জন্যে ৫০০০ টাকাই যথেষ্ট!

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.