নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গোলকধাঁধায় আমাদের দেশের শিক্ষার্থীদের আত্মহত্যা!

০৮ ই জুন, ২০২০ রাত ১১:৪২



বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া-লেখার মান এত্তো বাজে হওয়ার কারণ কি? আমি জানতাম না। জানার চেষ্টা করেছি
.
আমি এখন পর্যন্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা পড়ছি! বাইরের দেশে যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তা যে A ক্লাসের ছিলো তা বলা উচিৎ হবে না। তবু, সেটার সাথে তুলনা করলে বলতে হবে, দেশের যে পাবলিক ভার্সিটিতে পড়েছি, তাতে এক-দু'টো কোর্স ছাড়া বাকিগুলোতে শিক্ষকরা স্রেফ ফাঁকিবাজি করেছেন। এমন শিক্ষকদের সংস্পর্শে এসে ছাত্র-ছাত্রীরাও ফাঁকিবাজ ধরণের হয়ে গিয়েছিলো। সত্যি বলতে কি, সেই বিশ্ববিদ্যালয়ের আমাদের ডিপার্টমেন্টের ক্লাসগুলোতে প্র্যাকটিক্যালিটির চর্চা বলতে কিছু ছিলো না।
.
এরপরে, দেশের বাইরে গিয়ে, পড়া-লেখা প্রতি আগ্রহ ফিরে আসে। পড়া-লেখাও যে আনন্দদায়ক হতে পারে, তা বুঝতে পারি।
.
দেশে ফিরে কয়েক মাস আগে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম......প্রথম দিনে, ডিপার্ট্মেন্টের প্রধান জানালেন- এখানে ডাক্তাররা আছেন। আপনি যে ডাক্তার না, সেটা কাউকে জানতে দিবেন না।
.
ব্যাপারটা প্রথমে বুঝি নাই কেন তিনি এটা বললেন। এখন বুঝতে পারছি.....এখানেও ব্যবসায়ের ধান্ধা আর থিওরী মুখস্থের নিরস প্যাচাল! ওপেন বুক একজামের হাতছানি!
.
যত দিনে এই রসাতলে যাওয়া বুঝেছি, তত দিনে অর্ধ লক্ষাধিক টাকা গচ্চা!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন সাবজেক্টে কি ডিগ্রির জন্য পড়ছেন?

০৯ ই জুন, ২০২০ রাত ১২:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি হেলথ ইনফরমেটিক্স-এর উপর একটা মাস্টার্সে ভর্তি হয়েছিলাম।

২| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "আমি হেলথ ইনফরমেটিক্স-এর উপর একটা মাস্টার্সে ভর্তি হয়েছিলাম"

-বাদ দিয়েছেন?

০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেকটা সে রকমই!

৩| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ করে দেওয়া দরকার। এখানে লেখাপড়া হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকেরা করে ব্যবসা।

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আসলে, যারা শিক্ষা দেন, তাঁরা যদি মানহীন হোন, তাহলে কিছু করার নেই। অবকাঠামোও একটি প্রধান বিষয়।

ধন্যবাদ।

৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১:৪৭

চাঙ্কু বলেছেন: হেলথ ইনফরমেটিক্স একটা চমৎকার বিষয়! লেগে থাকেন!

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এতো চমৎকার একটি বিষয়কে যদি ভালো ভাবে পড়ানো না যায়, তাহলে কি করার আছে!

ধন্যবাদ।

৫| ০৯ ই জুন, ২০২০ ভোর ৪:১৯

নেওয়াজ আলি বলেছেন: শিক্ষা এখন পণ্য । হরেকরকম সনদ পাওয়া যায় । টাকা দেন ওনলি

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সব জায়গায় এই রকম হলে তো সমস্যা!

ধন্যবাদ।

৬| ০৯ ই জুন, ২০২০ সকাল ১০:৪৪

আল ইফরান বলেছেন: বাংলাদেশে পড়াশুনার কোন মান নাই এই বিষয়ে যে সন্দেহ পোষণ করবে আমি তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে রাজি আছি। যেই দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার চাইতে তোষামোদ হচ্ছে প্রমোশনের সবচাইতে বড় মাপকাঠি সেখানে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠবেই। আমার শ্রদ্ধেয় শিক্ষকরা ক্লাসে এসে তাড়াহুড়ো করে লেকচার দিয়ে বাকি সময় কনসাল্টেন্সি আর প্রাইভেটে খেপ দিয়ে বেড়ান। আমি নিজে শিক্ষকতায় এসে ৭ বছরের কাছাকাছি সময়ে h-5 ইনডেক্সড জার্নাল সম্পর্কে জানতে পেরেছি (আমি নিজেকে কখনোই গবেষক হিসেবে পরিচয় দেই না)। এখন আপনি আমাকে বলেন এই দায় কার? আমার নিজের, আমার বিশ্ববিদ্যালয়ের নাকি রাস্ট্রের?

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

রাষ্ট্র আর প্রতিষ্ঠানগুলো তো কোন প্রাণী নয়! সেগুলো যারা চালান, তাঁদের মধ্যে সমস্যা।

এখন সমস্যাটা কোথায় তা খুঁজে বের করতে হবে।

অনেকের হয়তো ভালো করার ইচ্ছা আছে, কিন্তু, যোগ্যতা নাই। আবার, কারো হয়তো যোগ্যতা আছে। ইচ্ছাটা নাই। এই দুইয়ের মাঝে মিল খুঁজে পাওয়া দরকার।

ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২১

রাকু হাসান বলেছেন:


দুঃখজনক ব্যাপর! একটু বেশি লিখা যেত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.