নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

দরিদ্রতা প্রচার করার মতো কোন জিনিস নয়

৩১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৯

আমরা যেমন আমাদের দেশের গরীবনা চিৎকার করে ঘোষনা করি, উন্নত দেশগুলো তাদের দেশের দরীদ্র মানুষদের কথা মিডিয়ায় আসতে দেয় না কেন? কেন তারা এটা প্রচার করতে দেয় না যে তাদের দেশেও গরীব মানুষ আছে।



বছর আটেক আগের ঘটনা। আমি তখন যুক্তরাজ্যের উডগ্রীন এলাকায় বাস করি। সেই সময়ই একদিন দেখতে পেলাম লাইব্রেরীর পাশে একটি হুইল চেয়ারে মধ্যবয়সী লোক বসে আছে। চুলদাড়ি উষ্ক-খুষ্ক, গায়ের কাপড় তালিমারা ময়লা। আমি খুব অবাক হলাম। ছুটির দিন, বাইরে বেশ ঠান্ডা পড়েছে। লাইব্রেরী'র পাশেই একটা স্থান থেকে রাস্তায় গাইতে থাকা একদল স্ট্রিট সিঙ্গারের গান শুনছিলাম আর মাঝে মাঝে লোকটার দিকে লক্ষ্য রাখছিলাম- লোকটা কি করে দেখার জন্যে।
.
লোকটা সেইখানেই বসে আছে। মাঝে মাঝে মানুষ তার হাতে আধুলি নিক্ষেপ করে দ্রুত চলে যাচ্ছে। আমি তখন ছাত্র মানুষ। হাতে খুব একটা টাকা থাকে না। স্ট্রিট সিঙ্গারদের দলটার মেলে ধরা বাক্সে কয়েকটা আধুলি ছুড়ে দিয়ে মানুষটার পাশে এসে দাঁড়ালাম। আমার দিকে একবার তাকিয়ে আবার মুখটা নিচু করে ফেললো লোকটি। সেই দিন আর কিছু বললাম না। যাওয়ার সময় পকেটে যা আছে তা দিয়ে বাসার দিকে রওনা দিলাম।
.
পরের কয়েকটি দিন যখনই সেখানে গিয়েছি, মানুষটাকে সেই একই জায়গায় হুইল চেয়ার নিয়ে বসে থাকতে দেখেছি। একদিন জিজ্ঞাসা করলাম- কি ব্যাপার, মেইট, তোমার কি অবস্থা? কথায় কথায় জানতে পারলাম- সে রিটায়ার্ড করার পর একটি ছোট বাড়িতে থাকে। কিন্তু, কোন ইনকাম নেই। তাই, মানুষের কাছে হাত পাততে হয়।
.
এরকম হাজারো মানুষ আছে দেশটিতে। উন্নত দেশে হোমলেস আর চাকরী না থাকাটা খুবই ভয়ংকর ব্যাপার। নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ-আমেরিকান অর্থনীতিবীদ স্যার এঙ্গাস ডিটন একবার বলেছিলেন-
.
''তোমাকে যদি ভারতের কোন দরিদ্র গ্রামে অথবা মিসিসিপি ডেল্টা কিংবা মিলুওউকী'র কোন ছোট্ট শহরে বাস করার জন্যে বেছে নেওয়ার কথা বলা হয়, আমি বলতে পারবো না এই স্থানগুলো'র কোনটা থাকার জন্যে বেশি ভালো হবে।''
.

সত্যিই তাই! আপনি যদি কখনো লন্ডন শহরের ইস্ট লন্ডনে যান, জায়াগাটার ধুলো বিজড়িত ফুটপাত আর ময়লায় ভরা গলিগুলো দেখে হয়তো বিভ্রম হবে- আপনি উন্নত কোন দেশে আছেন নাকি ঢাকার গুলিস্থানে!
.
কেন এমন হলো? গুটি কয়েক মানুষের হাতে বিশ্বের বেশির ভাগ সম্পদ মুঠোবন্দি হবার কারণেই কি এমন হচ্ছে?
.
২০১০ সালে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের একটি জরিপে বের হয়েছিলো অবাক করা একটি তথ্য। বিশ্বের ৩৮৮ জন মানুষের কাছে যে সম্পদ রয়েছে তা সবচেয়ে গরীব এমন ৩.৩ বিলিয়ন মানুষের সম্পদের সমান! আর, ২০১৭ সালে এই সংস্থা যে তথ্য দিয়েছিলো তাতে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিলো। মাত্র ৮জন ব্যক্তির কাছে যে পরিমাণ সম্পদ আছে তার পরিমাণ পৃথিবীর সবচেয়ে গরীব ৩.৬ বিলিয়ন মানুষের সম্পদের সমান! অর্থাৎ, সবচেয়ে ধনীর সংখ্যা কমলেও, সবচেয়ে দরীদ্র মানুষের সংখ্যা ৩০ লক্ষ বেড়েছে!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে এখন শতকরা কতজন দারিদ্র সীমার নীচে?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দারিদ্রতা আসলে মানসিক বিষয়।

ধন্যবাদ নিরন্তর।

২| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪০

আখেনাটেন বলেছেন: জেফ বেজোস করোনাকালেও ২০০ বিলিয়ন ডলারের কোটা পেরিয়ে গেল.....জুকারবার্গ ১০০ বিলিয়ন......পুঁজিবাদি বিশ্বে সম্পদের অসম বন্টন এখন একটি মহামারীর রূপ নিয়েছে মনে হয়।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সম্পদ সব সময় কষ্ট করে বুদ্ধি খাটিয়ে অর্জন করতে হয়। সম্পদ অর্জন করা খারাপ নয়।

তবে, তা সত ভাবে হলো কি না সেখানেই প্রশ্ন।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪১

নূর আলম হিরণ বলেছেন: সম্পদের সুষ্ঠ বন্টন কোথাও নেই।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ব্যক্তিগত সম্পদ বন্টন করা যায় না। তা বিলিয়ে দিতে হয়।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০২

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের সেরা ব্যবসা দারিদ্র বাণিজ্য।রাজনীতিবিদ-ইউনুস-এনজিও চক্র এদের ব্যবহার করেই লাখ-কোটি টাকার মালিক।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বোকারাই নিজেদের দারিদ্রতা অন্যকে ব্যবহার করতে দেয়।

ধন্যবাদ নিরন্তর।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: ২০১৭ সালে এই সংস্থা যে তথ্য দিয়েছিলো তাতে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিলো। মাত্র ৮জন ব্যক্তির কাছে যে পরিমাণ সম্পদ আছে তার পরিমাণ পৃথিবীর সবচেয়ে গরীব ৩.৬ বিলিয়ন মানুষের সম্পদের সমান।

সুন্দর বলেছেন।
আচ্ছা এই তথ্যের উৎস টা কি??

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি মনে হয় পুরো লেখাটি পড়েননি।

ধন্যবাদ।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

পদ্মপুকুর বলেছেন: ব্লগার অনল চৌধুরীর সাথে একমত, দারিদ্র্য যখন ব্যবসা, তখন তার প্রচার তো দরকারই।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দারিদ্রতা আসলে মানসিক।

ধন্যবাদ।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: কবি নজরুলকে দারিদ্যই মহান করে তুলেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তাই নাকি!!!!!! আমি তো জানতাম তাঁর বিজ্ঞতা!!!!

ধন্যবাদ নিরন্তর।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১

নেওয়াজ আলি বলেছেন: সম্পদের সুষম বন্টন দারিদ্রতা প্রকাশ পাবেই । সত্য ঢেকে রাখা কঠিন

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বন্টনটা কি উপায়ে করবেন?

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.