নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব এবং লেখকদের পাশে একজন ব্যারিস্টার সুমন

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭



কোন লেখকের লেখা বই-এর মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব রক্ষা বিষয়ে আমাদের দেশে কোন আইন আছে কি? থেকে থাকলে, সেগুলো প্রয়োগ করা হয় না কেন? কেন নিলক্ষেতে গেলে এখনো অবৈধ বইয়ের সম্ভার চোখে পড়ে? এতে করে কারা লাভবান হচ্ছেন আর কারা ক্ষতি'র সম্মুখীন হচ্ছেন?
.
এই সম্পর্কে লেখার আগে আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি লেখালিখি করি অনেক দিন হয়ে গেলো। পত্রিকায় লেখার পাশাপাশি ব্লগ জগতে পদচারণা অনেক দিন ধরেই। শত শত গল্প-কবিতা-প্রবন্ধ লেখাগুলোকে গুছিয়ে একটি বইতে রূপান্তর করতে চেয়েছিলাম একবার। সেই সুযোগেই, দেশের এক নামকরা প্রকাশনা সংস্থার সাথে যোগাযোগ করি গত বছর। ইচ্ছে ছিলো একটি অনুবাদ বইও বের করবো।
.
আমি যখন প্রকাশনা সংস্থার প্রধানের সাথে যোগাযোগ করি, তাঁকে অনুরোধ করি, যে বইটি অনুবাদ করতে যাচ্ছি সেই বইয়ের লেখকের কাছ থেকে যাতে অনুমতি নেওয়া হয়। সেই লক্ষ্যে, আমি প্রকাশককে বইয়ের লেখকের সাথেও পরিচয় করিয়ে দেই ইমেইলের মাধ্যমে। অথচ, সেই প্রকাশক বিদেশী সেই লেখকের গ্রন্থস্বত্ব উপেক্ষা করে আমাকে আমাকে বললেন যে, লেখকের অনুমতি নেওয়ার দরকার নেই!!! আমি যেন বইটি অনুবাদ করে তাঁর কাছে দেই। তিনি তা প্রকাশ করে দিবেন!
.
হতভম্ব আমি সেই প্রকাশককে সরাসরি 'না' বলে দিয়েছিলাম। সেই বইটি অনুবাদ করলে হয়তো গত বইমেলায় আমার দুটো বই বের হতো। আমি অনুবাদ না করায় প্রকাশক আমার অন্য বইটিও আর ছাপাননি, যদিও পাণ্ডুলিপি তাঁর কাছে পাঠিয়ে দিয়েছিলাম।
.
ক্ষণিক লাভ ও লোভের তাড়নায় অনেক লেখক কিন্তু এরকম সৎ সাহস সহজে দেখান না। অনেকে আবার, আইন না জানার কারণে অন্যের বই নিজের বলে চালিয়ে দেন বা যথাযথ রেফারেন্স না দিয়ে বইয়ের অংশ প্রকাশ করে ফেলেন নিজের লেখায়।
.
এটা আসলে যেমন নীতি-নৈতিকতা বিরোধী কাজ্‌ তেমনি লেখকদের আজীবন দরিদ্র করে রাখার অপচেষ্টা। আমি জানি না, উন্নত বিশ্বে কেন একজন লেখক/লেখিকাকে এমন ক্ষতির সম্মুখীন হতে হয় না। কিন্তু, আমাদের দেশে যে এমন ঘটনা অহরহ ঘটছে তা নীলক্ষেতে গেলেই বুঝা যায়।
.
সর্বোপরি, আমি ব্যারিস্টার সুমন ভাইকে লেখকদের পক্ষে দাঁড়াবার জন্যে সাধুবাদ জানাই।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

রবিন.হুড বলেছেন: মেধাসত্ব আইন কার্যকর করা অত্যন্ত জরুরী।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা নাহলে বাংলাদেশের লেখকদের চিরদিন অনুদান নিয়ে চলতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি আপাতত কিছু হারাননি; আপনার লেখা গল্প, কবিতা ইত্যাদি এখনো ছাপানোর স্তরের যায়নি। কোন বইটা অনুবাদ করতে চেয়েছিলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

হা, হা, হা!!! আবারো দেখি পুরোনো রুপে ফিরতে চলেছেন!!! ভালো!

The Motivation Myth বইটি অনুবাদ করতে চেয়েছিলাম।

ধন্যবাদ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: একবার রাজশাহী বিশ্ব্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুন্নবী সামাদী স্যার আমাদের ক্যাম্পাসে এসেছিলেন।তখন একজন ছাত্র স্যারের লেখা একটি বই নিয়ে স্যারের কাছ থেকে অটোগ্রাফ আনতে গেছে।সেটা ছিলো নীলক্ষেত থেকে কেনা ফটোকপি বই। স্যার বইটি হাতে নিয়ে বললেন,"আমার এই বইটা বেশি চলেনি।তাও তোমার হাতে দেখে ভালো লাগছে।"

পোস্টের জন্য ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এমন অনেক বই আমাদের হাতে পৌঁছে যা আমরা জানিও না, জানতেও চাই না।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "The Motivation Myth বইটি অনুবাদ করতে চেয়েছিলাম। "

-এগুলো পড়ালেখা করে না, সেই ধরণের বিবিএ ছাত্রদের জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জীবন ও যৌবনে ব্যর্থ মানুষদের জন্যেও তো লিখতে হয় অনেক সময়! ;)

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

তারেক ফাহিম বলেছেন: নিয়মানুসারে দেশের সবস্তরে দুর্নিতী ঢুকছে, এতে অবাক হওয়ার কিছু নেই।

লেখকদের পক্ষ হয়ে দাড়ালেন ব্যরিস্টার সুমন এমন কোন ভিডিও কিংবা তথ্য থাকলে শেয়ার করবেন প্লিজ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমাদের হতাশ হলে চলবে না।

তাঁর ফেসবুক পেইজের লিংকটি দিচ্ছি। এখানে কাজ করবে কি না বুঝতে পারছি না। আজকের বক্তব্য শুনে দেখবেন আশা করি-
https://www.facebook.com/watch/Barrister-Syed-Sayedul-Haque-Suman-1474854672729216/

ধন্যবাদ নিরন্তর।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাইয়্যান ভাই, পোস্টে কিন্তু মূল বিষয়ের উপর কিছু পেলাম না। যাই হোক, এটা কি সম্প্রতি ব্যান হওয়া কোনো বইয়ের ব্যাপারে সুমন সাহেব লেখকের পক্ষে দাঁড়িয়েছেন? অন্যায়ের শিকার হওয়া কারো পক্ষে দাঁড়ানো অবশ্যই একটা মানবিক কাজ। কিন্তু সুমন সাহেবের উচিত, কোনো বিষয়কে ভালোভাবে যাচাই করে কারো পক্ষে দাঁড়ানো, নইলে পক্ষে দাঁড়ানোর মূল্য থাকে না। আচ্ছা, ওটা যদি বায়েজাপ্ত বইয়ের ব্যাপারেই হয়ে থাকে, তাহলে এ বইটার ব্যাপারে ফেইসবুকে ভাইরাল হওয়া মূল রহস্য হলো লেখক নিজেই নাকি নিজের বই বাজেয়াপ্ত করিয়েছেন, বিদেশ থেকে কাউকে দিয়ে ফোন করিয়ে। অন্যদিকে, গোপনে হাজার খানেক বই প্রিন্ট করিয়েছেন। বই ব্যান হলে এর নাম হয়, মানুষ চোরাপথে কেনার চেষ্টা করে। উদ্দেশ্য নাকি এটা ছিল।

সুমন সাহবে যেন সত্যের পক্ষে দাঁড়ান, এই প্রত্যাশা করি।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভাইয়া, আমার মনে হয়, আলোচনার মূল বিষয় হওয়া উচিৎ 'মেধাসত্ব' এবং 'গ্রন্থস্বত্ব' রক্ষায় কি কি করণীয় সেটা।

একজন মানুষ বা লেখকের মনের উদ্দেশ্য কি সেটা অন্য কোন মানুষই বলতে পারেন না। কিন্তু, উদ্দেশ্য যা-ই হোক না কেন, বিনা অনুমতিতে বা রেফারেন্স ব্যতিরেকে কারো লেখা বাণিজ্যিক ভাবে ব্যবহার একটি অপকর্ম বলেই আমার মনে হয়।

ধন্যবাদ নিরন্তর।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বিস্তারিত এখানে পাবেন- Click This Link

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: কামরাঙ্গা খাবো না।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: স্যরি উপরের মন্তব্যটা ভুলে করে ফেলেছি। মুছে দিবেন প্লীজ।


বিসমিল্লাহ বলে The Motivation Myth বইটি অনুবাদ শুরু করে দিন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: কয়েকটা প্রকাশনীর নাম বলা যাবে যারা একদম অসৎ । সিলেটের একটা হলো সবচেয়ে সেরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.