নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তারা কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯



আমি প্রথমে আজকের পোস্টটির শিরোনাম এভাবে লিখতে চেয়েছিলাম- 'ওরা কি বাংলাদেশকে ঘৃণা করে?' তারপরে, ভাবলাম, নাহ, এভাবে লেখা উচিৎ নয়। বাংলাদেশ একটি ছোট দেশ, নিজেদেরই সমস্যার শেষ নেই। তাহলে, কেন ভীনদেশী মানুষেরা বাংলাদেশকে বিপদে ফেলতে যাবে!!! আসলে, ব্লগার কাল্পনিক ভালোবাসা ভাইয়ের 'একটি ইন্টারভিউ ও আমাদের তথাকথিত বাকস্বাধীনতা' শিরোনামের পোস্টটি পড়েই আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছে হলো। সেই চিন্তা ডাল-পালা ছড়িয়ে এমন একটি অবস্থানে এসে পৌঁছে যে, বাংলাদেশের শত্রু-মিত্র নিয়ে চিন্তা-ভাবনা করতে আরম্ভ করি।

আসলেই কি ইউরোপিয়ান বা ব্রিটিশরা বাংলাদেশকে ঘৃণা করেন? ব্রিটিশ শাসনামলে অখন্ড ভারতের একটি অংশ ছিলো আমদের এই বাংলাদেশ। সেই সময় ব্রিটিশ রাজদের অনেক নাকানি-চুবানি খেতে হয়েছে এই ভূমিতে। কিন্তু, সে তো অনেক আগের ঘটনা! সেগুলো কি তারা এখনো মনে রেখেছে? নাকি আসলেই বাংলাদেশের কোন সমস্যা আছে যা ব্রিটিশদের জাতীয় স্বার্থকে আঘাত করতে পারে? অনেক চিন্তার ব্যাপার। তবে, এক্ষেত্রে, আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই।

২০১৩ সাল। আমি তখন ইংল্যান্ডে। চাকরী'র পাশাপাশি গ্লোবাল পোভার্টি প্রজেক্ট নামক একটি সংস্থার এম্বাসেডর হিসেবে কাজ করছি। সেই বছরই বাংলাদেশে রানা প্লাজার ঘটনা ঘটে। যেদিন সেই ঘটনা ঘটে, তার কয়েক দিন পরেই, আমাদের কান্ট্রি কোওর্ডিনেটর আমার সাথে যোগাযোগ করলেন। বললেন যে, হাফিংটন পোস্টে গ্লোবাল পোভার্টি প্রজেক্টের একটি একাউন্ট আছে। আমাকে সেখানে রানা প্লাজার ঘটনা নিয়ে লিখতে হবে।

হাফিংটন পোস্টে লেখার আহবান! সেই সময়ে এটা আমার জন্যে অনেক বড় একটি সুযোগ ছিলো। আমি প্রথমে খুব খুশি হলাম। আমার কাছে ব্যাপারটা মোটেও আপত্তিজনক মনে হলো না। কোওর্ডিনেটরকে জিজ্ঞাসা করলাম- কত লাইনে লিখতে হবে। লেখার টোনটা কি হবে ইত্যাদি ইত্যাদি। তার কাছে থেকে লেখার জন্যে কিছু দিন সময় নিলাম।

যখন লিখতে বসলাম, মনের মাঝে ভেসে উঠলো লাশগুলোর চেহারাগুলো। সরকারের উপরও খুব খেপে ছিলাম। দেশটাকে নিয়ে কি করছেন তাঁরা! সেই রকমেরই চিন্তা-ভাবনা। ব্যাস! কলমের ডগা থেকে লাইনের পর লাইন রক্ত বেরুতে লাগলো! লেখা শেষ করে রাতে ঘুমুতে গেলাম। সকালে উঠেই একটা রিভিউ দিয়ে লেখাটা পাঠাতে হবে। এমনই ছিলো ভাবনা!

যথারীতি, বেশ সকালে উঠলাম। মনটা কেমন যেন বিষন্ন। ল্যাপটপের সামনে বসে নিজের লেখাগুলো পড়ে নিজেরই কান্না পেতে লাগলো। পাঠাবো কি এমন একটি লেখা? পাঠালে কি অবস্থার কোন উন্নতি হবে?

এমন যখন ভাবছি, হঠাৎ-ই মনে হলো- এ কি করতে যাচ্ছি আমি! এই লেখাটা হাফিংটন পোস্টের মতো জায়গায় লিখলে আমি অনেক বাহবা পাবো ঠিকই, কিন্তু, দুঃস্থ আমার মাতৃভূমিটি'র যে বেইজ্জতি হবে! যারা আমাকে দিয়ে এই লেখা লিখিয়েছে, তারাও কি এটাই চায়?

আমি জানি না। সত্যি জানি না। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। এখনও আমি এরকমই। মানুষের বিরুদ্ধে খারাপ ধারণা করতে খারাপ লাগে। দেশ মাতৃকা'র বিপদে সাহায্য করতে কখনো পিছ-পা হইনি। ২০১৩ সালেও হলাম না।

হাতের মোবাইল ফোনটি দিয়ে ম্যাসেজ করে কোওর্ডিনেটরকে জানিয়ে দিলাম- আমার পক্ষে এই বিষয়ে কিছু লেখা সম্ভব নয়। তবে, তিনি চাইলে, আমি একটি গল্প বা কবিতা পাঠাতে পারি।

কোঅর্ডিনেটর আর আমার সাথে যোগাযোগ করেননি।





মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:



হাফিংটনের জন্য লেখাটা আছে? থাকলে ব্লগে দেন!

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৭ বছর আগের যে ল্যাপটপটায় খুজে দেখবো। পেলে আপনার ইমেইলে পাঠিয়ে দিবো!

কিন্তু, সেই লেখা পড়ে কি লাভ! আমি তো বলেই দিয়েছি, ওটা ভালো ছিলো না। অন্ততঃ দেশের জন্যে।

শুভেচ্ছা।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম , অনেকসময় দেশকে ছোট করতে ইচ্ছে হয়না । কিন্তু দেশের রাজনিতিকরা নিচুমন নিয়ে বসে থাকলে দেশকে বড় করবে কে ?

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দেশটা তো আমাদেরই। রাজনীতিকদের মাঝেও ভালো-খারাপ আছেন। আর, খারাপদের সামনে এগিয়ে নিয়ে যেতে আমরাই সাহায্য করি- প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে।

তাই, দেশকে বড় করতে হবে আমাদেরই।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশকে ফেলার মতো নতুন কোন বিপদ আবিস্কার করা সম্ভব হবে না, বাংলাদেশ ১৯৭৫ সাল থেকে শুরু করে সব সময় বিপদের মাঝেই আছে।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

প্রতি ৫/৬ বছর পরে দেশে কি যে হয়!!! মানুষজনও খেপে উঠেন!!!

আমি আশাবাদী, তবুও।

ধন্যবাদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি হাপিংটনের পোষ্ট আবার টাইপ করছেন?

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

নাহ! ভাবছিলাম, কোন ফোল্ডারে রেখেছি ওটা। মনে পড়ছে না যে!!!

শীতের মাঝে খুঁজে দেখতেও ভালো লাগছে না এখন।

ধন্যবাদ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: আপনি কি দেশ নিয়ে হতাশার মধ্যে আছেন?

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি মানুষ। তাই, আশা-নিরাশা নিয়েই জীবন চালাতে হয়।

সব সময়ই কি ভালো থাকা যায়? নাকি তা কখনো হয়েছে?

উত্থান-পতন থাকবেই। তা জীবনেরিই অংশ।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সত্য প্রকাশে দেশ ছোট বড় হয় না,হয় মিথ্যা প্রকাশে।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সত্য প্রকাশ অবশ্যই ভালো।

কিন্তু, অনেক সময় 'প্রকাশ' করাটা যদি বৃহত্তর স্বার্থের বিপরীতে যায়, তখন তা না করলে ক্ষতি নেই! বরং লাভ আছে!!!

ধন্যবাদ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই সব কাজ করত পারেনা; বিবেক বাধা দেয়।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

মানুষের বিবেক আছে বলেই পৃথিবীটা এখনো রসয়াতলে যায়নি। তা এখনো বহাল তবিয়তে টিকে রয়েছে।

ধন্যবাদ নিরন্তর।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

এমেরিকা বলেছেন: রানা প্লাজা আমাদের ধসিয়ে দিয়েছে। গার্মেন্টস কোম্পানিগুলো এখন ব্যাংক থেকে লোন নিয়ে কমপ্লায়েন্স মেন্টেন করে, আর শিপমেন্ট ক্যান্সেল হওয়াতে ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। প্রফিট মার্জিনও দিনকে দিন কমে যাচ্ছে।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধসিয়ে দিলে গার্মেন্টস শিলপ এতো দিন টিকে থাকতো না।

যা অবশ্যম্ভাবী, তা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যতের ভাবনা ভাবাই বুদ্ধিমানের কাজ।

ধন্যবাদ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশপ্রেমের অসীম শুন্যতা ঘিরে আছে রাজনীতিকদের মাঝে!
ব্যাক্তি স্বার্থ বড় হয়ে উঠেছে।
দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি - এই উল্টো ফর্মুলাতেই চলছে বর্তমান সময়!

আর নীতিগত যে ভিত্তি ছিল ঐতিহ্য সূত্রে তাও ধ্বসে যাচ্ছে পূজিবাদের লোভের খপ্পরে!
মানুষ হবার চেয়ে যে কোন উপায়ে ধনী হওয়াই সফলতা -এই বিষ বিশ্বাসে ধ্বসে গেছৈ সব
নীতি, নৈতিকতা, ধর্ম, বিবেক, মনুষ্যত্ববোধ!

শেকড়ে ফেরার উদ্যোক্তারও বড্ড অভাব।
তারপরো আশাবাদী ইনশাল্লাহ একদিন সব আবার সুন্দর হবে।
সবাই মানুষ হবে।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার মনে হয়, সব রাজনীতিক এক রকম নন। আমি দেশপ্রেমিক রাজনীতিকদের কথা শুনেছি বা দেখেছি।

তবে, 'ধনী মানুষ'-এর স্বল্পতা সত্যিই চোখে পড়ার মতো। সব ধনীই খোলা মনের মানুষ হোন না।

ভালো থাকুন নিরন্তর।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি মানুষ। তাই, আশা-নিরাশা নিয়েই জীবন চালাতে হয়।
সব সময়ই কি ভালো থাকা যায়? নাকি তা কখনো হয়েছে?
উত্থান-পতন থাকবেই। তা জীবনেরিই অংশ।
শুভেচ্ছা নিরন্তর।

আমাদের আশাবাদী হতে হবে।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত/ ধন্যবাদ নিরন্তর।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬

তারেক ফাহিম বলেছেন: দেশের প্রতি আপনার এমন মমতাবোধ দেখে সত্যি ভালোলাগা।


২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এছাড়া আর কোন উপায় ছিলো না যে!!!!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.