নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজ আপনাদের কাছে একটি রত্ন বিক্রি করতে এসেছি। কিনবেন কি?

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩১



আমি একজন সাধাসিধা মানুষ। সরল জীবন-যাপনে অভ্যস্ত। এই সাধাসিধা মানুষটাই সারা দিন বিভিন্ন ধরণের কাজে ব্যস্ত থাকে। সেই কাজের ঠেলায় অনেক সময় নিজের দুপুরের খাবারটা সময় মতো খাওয়া হয়ে উঠে না। নিজের খাবারের সাথে সাথে অফিসে এমনকি কোন গুরুত্বপূর্ণ মানুষ এলেও তাঁকে চা-কফি অফার করার কথাও ভুলে যাই মাঝে মাঝে। ঐদিন যেমন সামু'র শ্রদ্ধেয় মডারেটরের সাথে হঠাৎ করেই দেখা। অনেকক্ষণ ধরে কথা হলেও তাঁকে আমি যখন চা-কফি কিছুই অফার করলাম না, তাঁর অপ্রস্তুত অবস্থা দেখে বুঝলাম কিছু একটা গড়বড় হচ্ছে। যা-ই হোক, উনি যাওয়ার পরে মনে পড়লো, আমি চা-কফি খাওয়ার অফার দিতে ভুলে গিয়েছি!

যখন এক সাধাসিধা আর বেপরোয়া মানুষ কোন বহুমূল্য রত্ন বিক্রি করার উদ্দেশ্যে শহরের একমাত্র জহুরি’র কাছে নিয়ে আসে, জহুরী’র চোখ পৃথিবীর আর সবার মতই একটা খেলা শুরু করে।

জহুরী তার মুখোমন্ডলে শান্ত ভাব ধরে রেখে রত্নের আসল দাম প্রকাশ করে না। বরং, সেই মানুষটিকে ভয় আর লোভের দোলাচলে ফেলে রেখে সে ঐ রত্নের মূল্য নির্ধারন করতে থাকবে।

কিন্তু, আমার সাথে একটি মাত্র মুহুর্ত, প্রিয়,
আমি তোমাকে বুঝিয়ে দিবো,
হাফিজ তোমার কাছ থেকে কিছুই চায় না।

যখন তুমি আমার মত পথ-প্রদর্শকের সামনে এসে বসো,
এমনকি তুমি যদি ছন্নছাড়া অবস্থায়ও থাকো,
আমার চোখজোড়া উত্তেজিত হয়ে তোমার ঐশ্বরিক মূল্যের কথাই গেয়ে উঠবে।

[ফারসী কবি হাফিজের একটি কবিতার ভাবানুবাদ]

যে রত্ন আজ বিক্রি করতে চাইঃ

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


সমস্যা ও সমাধান সম্পর্কে অপধারণা ও ভুল সমাধানের প্রচারণা

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এই গানটিতে একটি কথা ছিলো এমন - ''যুক্তিতে কথা বাড়ে, একতায় মুক্তি।''

ধন্যবাদ।

২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

গানটিতে একটি কথা ছিলো- ''দশের লাঠি একের বোঝা।''

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



মানুষের অর্থনীতি ও ফাইন্যান্স জ্ঞান এখন খয়রাত, ভিক্ষা, জিজিয়া, জাকাত'এর মাঝে নেই; আসলে, এগুলো কমজ্ঞানীদের ভাবনাচিন্তা, দরিদ্রমানুষের ভুল পথে যাত্রা।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। সুন্দর অনুবাদ

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "এই গানটিতে একটি কথা ছিলো এমন - ''যুক্তিতে কথা বাড়ে, একতায় মুক্তি।'' "

-'একতার' জন্য যুক্তি থাকতে হয়, অযৌক্তিক কারণে 'একতা' হয় না, হলেও উহা টিকে না।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনুসন্ধান ও যুক্তির মাধ্যমেই সত্যে পৌঁছানোর পথ।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তাবিব মাহমুদ হয়তো কথাটির সাথে একমত হবেন না।

ধন্যবাদ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২০

হাসান ইমরান বলেছেন:

এক অনন্য প্রতিভা এই তাবিব মাহমুদ।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি তাবিব মাহমুদ আর রানা উভয়ের প্রতিভায় মুগ্ধ।

তাঁদের কোন গানটা আপনার সবচেয়ে ভালো লেগেছে?

শুভেচ্ছা।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++++

৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

রানার ব্লগ বলেছেন: রানা ভালোই করছে !!! তাবিথ তাকে বেশ ভালো সাপর্ট দিচ্ছে !!! এর জন্য তিনি ধন্যবাদ প্রাপ্য !!!

১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গানটিতে একটি কথা ছিলো- ''দশের লাঠি একের বোঝা।''
ধন্যবাদ নিরন্তর।

সামু ছাড়া অন্য কোনো সাইটে ইদানিং যাচ্ছি না।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যুক্তি ও একতা সবই প্রয়োজন।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনুভবের গহন অনুভব অনুভবেই ধারন করা যায়!
বস্তুবাদী চেতনা আর ভোগবাদী অর্থনীতি যদিও সবকছিুকে অর্থের মাপেই মূল্যায়িত করতে চায়
কিন্তু দিনশেষে অর্থ অর্থহীন হয়েই জমা পড়ে রয় -প্রাণ চলে যায় অজানায় ঠিকানায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.