নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মানুষের সমাজ কাঠামোয় কোথাও পূর্ণ গণতন্ত্র চালু নেই

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬



গণতন্ত্র সব জায়গায় দরকার হলেও আসলে কি তা 'সব জায়গায়' আছে? একটা দেশের মানুষ কেমন আছেন তা অনেক সময় বুঝা যায় সেখানে কতটুকু গণতন্ত্র চালু আছে তা বুঝতে পারার মাধ্যমে। কিন্তু, ছোটকাল থেকে অগণতান্ত্রিক পরিবেশে বড় হয়ে, অগণতান্ত্রিক অবস্থায় চাকরী করে শুধু রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র থাকবে, সেটা আপনি কিভাবে আশা করেন!

আমরা পিতার কর্তৃত্বে বড় হই। বাবাই থাকেন আমাদের পরিবারের নেতা। পরিবারের প্রধান কে হবে তা গণতান্ত্রিক উপায়ে ঠিক করা হয় কি? হয় না।

একটু বড় হওয়ার সাথে সাথে আমরা স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেই জায়গায় কারা ভর্তি হবেন, তা কি গণতান্ত্রিক উপায়ে হয়? কারা সেসব জায়গায় পড়াবেন, সেটাও কি গণতন্ত্র অনুসরণ করে ঠিক করা হয়? হয় না।

ছাত্র জীবন পার করে যে চাকরী জীবনে আমরা প্রবেশ করি, সেই জায়গায় আমরা কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে প্রবেশ করি? আমাদের নিয়োগকর্তারা কিভাবে পদোন্নতি লাভ করেন? আমি যে প্রতিষ্ঠানে চাকরী করি, সেটার মালিক কে হবেন সেটা কি গণতান্ত্রিক উপায়েই ঠিক হয়ে থাকে? একটু চিন্তা করলে দেখা যাবে, এসব প্রশ্নের উত্তর হবে - 'না'-বাচক!

জীবনের প্রতিটি ক্ষেত্রেই যখন অগণতান্ত্রিক উপায়ে মানুষ বড় হচ্ছে, তখন, সেই মানুষের কাছ থেকে পূর্ণ গণতন্ত্র আশা করা যায় কি? আর, সেই 'অগণতান্ত্রিক মানুষ' কিভাবে শুধু রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র আশা করে!



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:



বড় ধরণের আবিস্কার!
গণতন্ত্রের বদলে আপনার কোন তন্ত্র, মন্ত্র, যন্ত্র আছে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তা বটে!

তবে, গণতন্ত্রের বদলে অন্য কিছু আপাতত চিন্তা করছি না।

আশা করি ভালো আছেন।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



এশিয়ায় শুধু জাপান ও ইসরায়েলে সঠিক গণতন্ত্র আছে; থাইল্যান্ড, সিংগাপুর, তাইওয়ান ভালো করছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

যে দু'টো দেশের কথা বলছেন, সেই দেশগুলোর সমাজ কাঠামোতেও কি গণতন্ত্র আছে?

আমার প্রশ্ন ছিলো কিন্তু সেটা।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পূর্ণ গনতন্ত্র বলে কিছু নেই।গনতন্ত্র হল মন্দের ভাল।পৃথীবির কোন গনতান্ত্রিক দেশেই মেজরিটির শাসন নেই।গনতন্ত্র নিজেই হুমকির মুখে।ভবিষ্যতে অন্য কোন তন্ত্র আসবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এসব কি আপনার ধারণা থেকে বলা?

'পৃথীবির কোন গনতান্ত্রিক দেশেই মেজরিটির শাসন নেই' - এই কথা কি বিশ্বাসযোগ্য?

ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রমান করে দেই।আওয়ামী লীগ পেল ৩৪% বিএনপি পেল৩১% জামাত পেল৬% জাতীয় পার্ট ২০%, বাকিরা ৯%। আওয়ামী লীগের এমপি ১৫৬ জন মনে করেন। সরকার গঠন করলো আওয়ামী লীগ। এটা কি মেজরিটির শাসন হলো। নাকি মাইনরিটির শাসন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মেজরিটির শাসন বলতে ঠিক কি বুঝাচ্ছেন- ৫১%?

ধন্যবাদ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "যে দু'টো দেশের কথা বলছেন, সেই দেশগুলোর সমাজ কাঠামোতেও কি গণতন্ত্র আছে? আমার প্রশ্ন ছিলো কিন্তু সেটা। "

-আছে; সেটা অনুধাবন করতে হলে, আপনাকে জাপানীদের জীব যাত্রা নিরীক্ষণ করতে হবে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চেষ্টা করবো।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মেজরিটির বলতে যদি মাইনরিটি বুঝায় তা হলে কিছু বলার নেই।এখানে আর একটা বিষয় আছে যেটাকে বলে গনতান্ত্রিক কেন্দ্রীকতা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



প্রশ্ন: আপনি কোন শ্রেণীতে গণতন্ত্রের উপর সর্বশেষবার পরীক্ষা দিয়েছেন, কত নম্বরে কত পেয়েছিলেন?

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৪

রাজীব নুর বলেছেন: এইসব কঠিন বিষয় আমি বুঝি না।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

কবিতা ক্থ্য বলেছেন: আমি ভাই গনতন্ত্র ও বুঝিনা, স্বৈরতন্ত্র ও বুঝিনা।
আমি বুঝি - পেটতন্ত্র।

অনেক দিন পর আসলেন মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.