নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের প্রকারভেদ, সত্য স্বপ্ন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের গ্রাম সরকার

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫



বঙ্গবন্ধু স্বপ্ন দেখতে ভালোবাসতেন। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমি বঙ্গবন্ধুকে দেখিনি। কিন্তু, তাঁর স্বপ্নের কথা শুনেছি, পড়েছি এবং জেনেছি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রতিটি গ্রামে সমবায় তৈরী হবে। সেই সমবায় প্রতিষ্ঠার স্বপ্ন বর্তমান আওয়ামী লিগ সরকার কত দূর এগিয়ে নিয়েছে?

অনেকেই স্বপ্নকে অলীক মনে করেন। অনেকে স্বপ্নকে বলেন তা শুধু মানুষের ভাবনা এবং বিশ্বাস হতে তৈরী। তাদের এ ধারণা সম্পুর্ণ ভুল। আসলে, স্বপ্ন তিন প্রকার। সেগুলো হচ্ছে-

১) সৃষ্টিকর্তার পক্ষ থেকে স্বপ্ন,
২) শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, এবং
৩) কল্পনাপ্রসূত স্বপ্ন।

আল্লাহ পক্ষ থেকে আসা সত্য স্বপ্ন পাঁচ ভাগে বিভক্ত। সেগুলো নিম্নরূপ-

ক) ইলহামী স্বপ্নঃ এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ ঘুমন্ত ব্যক্তির মাঝে কোন বিষয় সম্পর্কে জ্ঞান সৃষ্টি করেন।

খ) রুপক স্বপ্নঃ এই রকম স্বপ্নে দায়িত্বে থাকা কোন ফেরেশতা রুপক আকৃতি ধারণ করে কোন কথা বলে দেন।

গ) মৃত ব্যক্তির রুহ দ্বারা স্বপ্নঃ এই ধরণের স্বপ্নের মাধ্যমে মৃত ব্যক্তির রুহ তাঁর কোন আত্মীয়ের সাথে দেখা করে তাঁকে কোন গোপন কথা বলে দেন।

ঘ) উরুজীঃ এই স্বপ্নের মাধ্যমে জীবিত ব্যক্তির রুহ আকাশে উঠে গিয়ে সৃষ্টিকর্তার নিকটবর্তী হোয়।

ঙ) জান্নাতী স্বপ্নঃ এই স্বপ্নের মাধ্যমে ঘুম্নত ব্যক্তি রুহ বেহেশতে চলে গিয়ে সেই জায়গার মহিমা অবলোকন করতে পারে।

১৯৭৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এক ভাষণে গ্রাম সরকারের কাঠামো বর্ণনা করতে গিয়ে বঙ্গবন্ধু প্রস্তাব রেখেছিলেন, ‘গ্রামের প্রত্যেকটি কর্মঠ মানুষ এই বহুমুখী সমবায়ের সদস্য হবে। যার যার জমি সে-ই চাষ করবে, কিন্তু ফসল ভাগ হবে তিন ভাগে—কৃষক, সমবায় ও সরকার।’ তিনি এও বলেছিলেন যে দেশের উন্নয়ন বাজেটের একাংশ এই সমবায় বা গ্রাম সরকারের হাতে তুলে দেওয়া হবে।

বঙ্গবন্ধুর গ্রাম সরকারের স্বপ্নটি ছিলো চীন বা সোভিয়েত ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি কৃষকদের কাছ থেকে ভুমি ছিনিয়ে না নিয়ে তাতে বরং যৌথ ভাবে চাষ করার ব্যবস্থা করতে চেয়েছিলেন। তিনি যে কমিউনিস্ট ছিলেন না, সেটার প্রমাণ তিনি দিয়েছেন নিজের মুখে-

‘আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না।’

বঙ্গবন্ধু'র স্বপ্নগুলো বাংলাদেশের বর্তমান সরকার আস্তে আস্তে করে বাস্তবায়িত করে সত্যে পরিণত করে। অনেকের মতো এটা আমার চাওয়া।




মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: আপনি কি পাপী মানুষ? সব কিছু মধ্যে আল্লাহ, ধর্ম নিয়ে আসেন কেন?
৭৫ এ কি আল্লাহ ছিলেন না?

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী, আমি পাপী মানুষ। তাই, আরেকজন পাপী মানুষের পাপ দেখলে বুঝতে পারি সে পাপ করছে।

৭৫-এ আল্লাহ ছিলেন যেমন ছিলেন কারবালা প্রাঙ্গনে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:০০

নতুন বলেছেন: অনেকেই স্বপ্নকে অলীক মনে করেন। অনেকে স্বপ্নকে বলেন তা শুধু মানুষের ভাবনা এবং বিশ্বাস হতে তৈরী। তাদের এ ধারণা সম্পুর্ণ ভুল। আসলে, স্বপ্ন তিন প্রকার। সেগুলো হচ্ছে-

১) সৃষ্টিকর্তার পক্ষ থেকে স্বপ্ন,
২) শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, এবং
৩) কল্পনাপ্রসূত স্বপ্ন।


কোন কিছুকে ভুল বলতে তার সামনে প্রমান থাকতে হয়।

স্বপ্ন যে সত্য তার কোন প্রমান আছে কি?

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার আগের লেখাটি পড়ুন।

সেখানে সত্য স্বপ্নের উদাহরণ দেওয়া হয়েছে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আমি পাপী না।

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি সাধু পুরুষ। বন-জঙ্গল আপনার ঠিকানা। কখনো বামে-, কখনো ডানে, আবার কখনো উর্ধ্মুখী। আপনি সকল পাপের উর্ধে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমার আগের লেখাটি পড়ুন। সেখানে সত্য স্বপ্নের উদাহরণ দেওয়া হয়েছে। ধন্যবাদ নিরন্তর।

আগের কাহিনিতে আপনি একজন মানুষ স্বপ্নে দেখেছেন সেটা বলেছেন।

সেই মানুষটি হয়তো সত্য বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন।

কিন্তু যা তিনি দেখেছেন সেটা যে সত্যিই সেটার কোন প্রমান নাই।

তাই তার দাবীর কোন সত্যতা নেই।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রমাণ কিভাবে দিতে হয়, বলুন তো?

ধন্যবাদ।

৫| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কবিরাজেরা স্বপ্নে যে ঔষধ পায় সেটা কোন প্রকার স্বপ্নের মধ্যে পড়ে?

৬| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬

নেওয়াজ আলি বলেছেন: স্থানীয় সরকার এখন গ্রাম্য মাস্তানদের আড্ডা খানা

৭| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


বাচ্চারা সাবালগ হওয়ার পর থেকে, ঘুমের মাঝে 'ভালোবাসা'র একটা স্বপ্ন দেখে থাকে; আপনি নিশ্চয় বুঝতেছেন, আমি কি বলছি; উহা কে দেখান?

১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এটা মানুষ টু মানুষ ভেরি করে।

আপনার ক্ষেত্রে ১ম ও ৩য় সূত্র হতে হওয়ার সম্ভাবনা প্রায় জিরো পারসেন্ট।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "এটা মানুষ টু মানুষ ভেরি করে। আপনার ক্ষেত্রে ১ম ও ৩য় সূত্র হতে হওয়ার সম্ভাবনা প্রায় জিরো পারসেন্ট। "

-ইহা সব মানুষের বেলায় প্রয়োজ্য, ইহা ফিজিওলোজী।

৯| ১৮ ই মার্চ, ২০২১ রাত ২:৩০

অনল চৌধুরী বলেছেন: ১৯৯৬ সালে আমি একবার স্বপ্নে এক সুন্দরী মেয়ের ফোন নম্বর পেয়েছিলাম, যেটা পাওয়ার জন্য ৩ বছর ধরে চেষ্টা করছিলাম।
সেই নম্বরে ফোন করে তাকে চাওয়ার পর এক কুৎসিত স্বভাবের মেয়ে বাজখাই গলায় চিৎকার করে করে বলেছিলো আমি কিভাবে বলবো .. ফোন নম্বর কতো ?
হুজুরের কাছে এই স্বপ্নের ব্যাখা কি?

১০| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: প্রমাণ কিভাবে দিতে হয়, বলুন তো? ধন্যবাদ।

যেহেতু স্বপ্নকে সত্য প্রমান করা যায় না তাই এটাকে অত সিরিয়াসলি নিতে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.