নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

লবিং করেও ৪ বছর চাকরী না পাওয়ার ব্যর্থতার কাহিনী

১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৮



ফেইলিওর ইজ দ্যা পিলার অব সাকসেস। কথাটা বেশ কঠিন। লেগে থাকলে জীবনে সাফল্য আসবেই। কিন্তু, যতক্ষণ সাফল্য না আসে, ততক্ষণ মনের মাঝে যে চাপ পড়ে, তা অনেকেই সহ্য করতে পারেন না। আমি দেখেছি, এমন অনেকেই দুমড়ে-মুচড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি, দেশ ছেড়ে ভেগেছেন। আমি তাদের একজন ছিলাম।

প্রায় আড়াই বছরের সেশন জ্যাম নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে বের হই। বিশ্ববিদ্যালয় জীবনে সংগঠক হিসেবে বেশ নাম-ডাক ছিলো। শেষের দিকে একটি ইসলামী দলে নাম লিখিয়েছিলাম। তখনো সেটা নিষিদ্ধ হয়নি। আর এটাই জীবনে কাল হয়ে দাঁড়ালো। আত্মীয়-স্বজনরা দূরে সরে গিয়েছিলেন। তাই, নিজ যোগ্যতায় চাকরী খুঁজতে হয়েছিলো। কিন্তু, বার বার ব্যর্থ হতে হয়।

দেশে বন্ধ হয়ে যাওয়া একটি টেলিকমিউনিকেশন কোম্পানিতে প্রথম ইন্টার্ভিউয়ের ডাক পাই। তবে, সেটা ছিলো মামার জোরে। ঐ কোম্পানী'র চীফ মার্কেটিং অফিসার মামার ছাত্র ছিলেন। তিনি তাই প্রথমে আমার সাথে কথা বলতে চাইলেন। নিয়ে গেলেন নিজের অফিসে। অফিসে যাওয়ার পথে লিফটে উঠেছি, তখন দেখি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই। তিনি আমাকে দেখয়ে বললেন- ''তুই এখানে কি করোস? ঐ ইসলামী দলে কি এখনো আছিস?'' আমি মাথা নিচু করে ফেললাম। সি,এম,ও'র সামনে আমি বলতে পারলাম না যে- আমি সেই দলে আর নেই। তখনই বুঝেছিলাম- এখানে চাকরী হবে না।

তারপর, ৩টী ভাইভা বোর্ড পার হতে পারলাম। ভাইভা যদি ভালো হয়েছিলো, কিন্তু, মনের মাঝে খুঁতখুঁতানি, এসব যেন আমার মামার অদৃশ্য হাতের কারণেই হচ্ছে। শেষ পর্যন্ত, ওরা আমাকে নিলো না।

এবারে আমার আম্মা আমার এক চাচাকে ধরলেন। তিনি সাথে সাথে বললেন- আমার চাকরী হওয়া ৩ দিনের ব্যাপার। কালই ফোন করে দিবেন দেশের নামকরা মিশরের এক টেলিকম কোম্পানীর মালিককে। সেই ফোন করার অপেক্ষায় আমি ১ বছর ছিলাম। কোন ডাক পড়লো না। খুব মন খারাপ হয়েছিলো।

তারপরে, আমার আরেক নানা আমাকে নিয়ে গেলেন এক ফার্মাসিউটিকেলস কোম্পানির কাছে। সেখানের এক ডিরেক্টর আমাকে বললেন- ছাত্র জীবনে রাজনীতি করেছো? আমি 'হ্যাঁ' বলে দিলাম। ব্যাস! সেখানেও কিছু হলো না।

আমি নিজেও অনেক জায়গায় চেষ্টা করতে লাগলাম। কোন দিকেই কোন গতি এলো না। শেষে ভাবলাম, এই দেশেই আর থাকবো না। তত দিনে জীবন থেকে চার চারটি বছর নেই! চলে গেলাম দেশ ছেড়ে। দেশের তেমন একটা ক্ষতি হয়নি।

এখন, মাঝে মাঝে ভাবি, দেশ ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিৎ ছিলো। তখন হয়তো জীবন থেকে এতোগুলো বছর গায়েব হয়ে যেতো না! তারপরো, আমি সুখী। এখন আমি যে বেতন পাই, আমার সাথে পাশ করা খুব কম সহপাঠীই তা পায়। আল্লাহ আমাকে ভালো রেখেছেন।

তবে, এই চাকরীটা পারসোনাল নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া। যদিও, আমাকে ইন্টার্ভিউ দিতে হয়েছিলো দুইটি। :)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৭

সাজিদ! বলেছেন: শেষ দিকে আশা করি ম্যাচিউর ছিলেন, তাই বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির চাপে পড়ে নিয়েছিলেন জানতে আগ্রহ হচ্ছে।

১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠাণ্ডা মাথায় নিয়েছিলাম। দেশে ছেড়ে চলে যাওয়ার জন্যেই। :)

সেই সিদ্ধান্তটাই আমাকে আমূল পরিবর্তনে সাহায্য করে।

ধন্যবাদ।

২| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: দেশ ছাড়ার সিদ্ধান্ত তা সঠিক ছিল আপনার। এই দেশে উন্নতি সম্ভব না।

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এই দেশে অনেকেই উন্নতি করেছেন।

আমার পক্ষে করা সম্ভব হয়নি। এটা আমার ব্যর্থতা।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩০

শূন্য সারমর্ম বলেছেন: ২০০৫ -২০১০)সালে চাকুরীর বাজারের খন্ডচিত্র; বর্তমান কিরুপ?

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বর্তমানেও লবিং চলে। তবে, লবিং-এ মনে হয় কাজ হয় না।

ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ যদি মানুষকে চাকুরী দিতে পারতেন, কেহ বেকার থাকতো না।

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মানুষের যোগ্যতা কম।

যোগ্যহীনদের চাকরী কেউ দেয় না। আল্লাহ্‌ও না।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ক্ষেত্রে ব্যর্থতাই আপনাকে সফল করেছে। এই জন্য ব্যর্থতাকে ধন্যবাদ জানাচ্ছি।

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জীবনে ব্যর্থতার দরকার আছে। মানুষ এ থেকে অনেক কিছু শিখতে পারে, চিনতে পারে।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১২

কামাল১৮ বলেছেন: কোন দেশে গিয়ে ছিলেন।

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যুক্তরাজ্যে।

ধন্যবাদ।

৭| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৫

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি হিজবুত তাওহীদ এর সাথে যুক্ত ছিলেন?
আপনি বোধহয় এখন ইংল্যান্ডে আছেন??

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দুটি প্রশ্নের উত্তরই 'না'।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.