নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

১৯৭১-এর যুদ্ধ ছিলো জালিম বনাম মজলুমের লড়াই

১০ ই মে, ২০২২ বিকাল ৫:৫৫



ইসলামের দৃষ্টিকোণ থেকে যুদ্ধ দুই ধরণের হয়। এক ধরণের যুদ্ধ হয় যাতে একপক্ষ থাকে মুসলমান, আরেক পক্ষ থাকে অত্যাচারী কাফের-মুশরিক। আরেক ধরণের যুদ্ধ হয় যার এক পক্ষ হয় অত্যাচারী মুসলমান, অন্য পক্ষে থাকে মজলুম জনগণ।

১৯৭১ সালের যুদ্ধ কোন ধরণের ছিলো? প্রথম না দ্বিতীয় ধরণের?

এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই জিজ্ঞাসা করতে হবে, সেসময় বাঙালীদের নেতৃত্ব কি মুসলিমদের হাতে ছিল না? সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজমুল হক, হাফেজ্জী হুজুর, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-রা কি মুসলমান ছিলেন না? এমন কোন ফোতোয়া কি ছিল যার উপর নির্ভর করে বলা যেতে পারে যে ১৯৭১ সালের যুদ্ধ ছিল মুসলিম বনাম অত্যাচারী কাফেরদের যুদ্ধ? শরিয়া থেকে এমন কোন উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে, পাকিস্তানের অত্যাচারের বিরোধীতা যারা করেছিলো তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিলেন?

তেমন, কোন কিছু না পেয়ে থাকলে, ৭১-এর যুদ্ধকে বলতে হবে- 'জালিম ও মজলুমের মাঝে যুদ্ধ'। আর তা যদি হয়ে থাকে, তাহলে জিজ্ঞাসা করতে হয়, মজলুমদের পক্ষ হয়ে সেই সময়ে মুসলমানেরা খামাখা যুদ্ধ করলো কেন! এর উত্তরে বলতে হবে, ১৪০০ বছর আগে কেন সিফফিনের যুদ্ধ হয়েছিলো? সিফফিনের যুদ্ধের দুই পক্ষই তো মুসলিম ছিলেন! যদিও সেই যুদ্ধে একদল ছিলো নামে মাত্র মুসলিম। খলিফা মুয়াবিয়া ও তার দলকে মুসলমান বলে ডাকতে কেমন যেন গায়ে জ্বালা ধরে!

ইসলামে অত্যাচারী আর অত্যাচারিত দুই পক্ষের যুদ্ধ হলে, এক পক্ষকে বলা হোয় জালিম আরেক পক্ষকে মজলুম। এখন প্রশ্ন হচ্ছে, ১৯৭১-এ কারা ছিলো জালিম আর কারা মজলুম?

এ সম্পর্কে ইসলাম কি বলে?

এই প্রশ্নটিই কয়েক বছর আগে জামায়াত সমর্থককে আমি জিজ্ঞাসা করেছিলাম। উনি এখনো কোন উত্তর দেননি।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১২

অধীতি বলেছেন: এখনো সমাজের মুরুব্বীরা পাকিস্তান নাম শুনলে আবেগে ভেসে যায়। বলে ভারত ষড়যন্ত্র করে যুদ্ধ বাঁধাইছে।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই ধরণের মানুষদের মুরুব্বী না বলে মুরগী বলা ভালো!

ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১৯৭১-এর যুদ্ধের সাথে আমি ইসলামকে দেখি না। পেক্ষাপটটা ভিন্ন ছিলো।

ছবিটি সুন্দর হয়েছে। সম্ভবতো সাজেকের ভোরের ছবি।

১০ ই মে, ২০২২ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এক পক্ষ ইসলামকে হাতিয়ার করেছিলো। তারা ছিলো জালিমের দল।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

মৌলিক অধিকারের যুদ্ধ ছিলো ৭১ ;মগজের অপব্যবহারকারী ছিলো জালিম,খুব অল্প ব্যবহারকারী ছিলো মজলুম।

১০ ই মে, ২০২২ রাত ৯:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি অনেককে চিনি যারা পাকিস্তানের বিপক্ষে মুক্তিযুদ্ধকে 'বাতিলের বিপক্ষে হকের লড়াই' হিসেবে নিয়েছিলেন।

ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভালো পোস্ট।

"যদি মুমিনদের ২ টি দল যুদ্ধে লিপ্ত হয় তবে প্রথমে তাদের মধ্যে মীমাংসা করে দেবে । তারপরও যদি যুদ্ধ না থামে তবে যে দল জুলুম করছে তাদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধে অবতীর্ণ হবে"- আল কুর আন :)

১০ ই মে, ২০২২ রাত ৯:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ।

অনেকেই বাতিল পাকিসটানের বিরুদ্ধে যুদ্ধ করাটা হকপন্থা হিসেবে নিয়েছিলেন।

ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০২২ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



জাতি কঠিন অবস্হায় ছিলো ১৯৭১ সালে, জাতি এক ভয়ংকর দৈত্যগোষ্টীকে পরাাজিত করতে পেরেছিলো।

৬| ১০ ই মে, ২০২২ রাত ১০:২৩

জ্যাকেল বলেছেন: ১৯৭১ সালে শোষিত বনা শোষক যুদ্ধ ছিল। এখানে ধর্ম গৌন বিষয়।

৭| ১১ ই মে, ২০২২ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই ধরণের মানুষদের মুরুব্বী না বলে মুরগী বলা ভালো!

ভালো বলেছেন। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.