নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধ আসলে তুরস্ককে চ্যালেঞ্জ করে রাশিয়ার আক্রমণ?

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৭



রাশিয়া ইউক্রেনে হামলা করার মাত্র কয়েক মাস আগেই, ইউক্রেন কয়েক বিলিয়ন ডলারের তুর্কি ডিফেন্স সিস্টেম ক্রয় করে। সেই সময়ে, রাশিয়া ইউক্রেনকে এর জন্যে খারাপ পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দিয়েছিলো। রাশিয়া তার কথা রেখেছে। ইউক্রেনে তুর্কি ডিফেন্স সিস্টেম কাজে আসেনি।

এখানে উল্লেখ্য যে, শত বছর আগে থেকে কৃষ্ণ সাগর অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের সাথে উসমানীয় খেলাফতের সেই সময়ের রাজ্যধারীদের যুদ্ধ চলছে। দুই পক্ষ বেশ কয়েকটি যুদ্ধেও জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত রাশিয়াই সর্বপ্রথম উসমানীয় খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরে, তাদের মিত্রপক্ষ ব্রিটেন এবং ফ্রান্স উসমানীয়দের উপরে আক্রমণ চালায়। স্বভাবতই, এই অঞ্চলে তুর্কি সামরিক সরঞ্জামের উপস্থিতি রাশিয়া কোনক্রমেই মেনে নেয় নাই।

অবস্থা দেখে মনে হচ্ছে- ইউক্রেনের যুদ্ধ আসলে রাশিয়া বনাম তুরস্কের সমরশক্তি'র মাঝে যুদ্ধ হয়ে দেখা দিয়েছে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ মূলত ন্যাটো সম্প্রসারনকে কেন্দ্র করে সেই সংগে কিছু জাতিগত বিষয়। আপনার ধারণা ভুল।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভ্লাদিমির পুটিন মনে হোয় আপনাকে ফোন করে বলেছে তার মনের কথা!

২| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সেটা আপনি কি করে জানলেন? :D এখন তো মনে হচ্ছে আপনাকেও পুতিন ফোন করেছিল যুদ্ধের ব্যাপারে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সময়ই বলে দিবে, আসলে কি হচ্ছে সেখানে।

সেই পর্যন্ত, আমরা ধারণার মধ্যেই থাকবো।

ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাশিয়া কেন ইউক্রেনের উপরে বোমা ফেলেছে সেটা যেমন বোঝা যাচ্ছে না; তেমনি আপনি কেন 'অনন্য দায়িত্বশীল আমি' এর উপরে বোমা ফালাইলেন সেইটাও বুঝলাম না। ;)

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উনি কমেন্টে দায়িত্বশীলতার পরিচয় দেন নাই।

ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৪৭

খাঁজা বাবা বলেছেন: সম্পূর্ন ভিন্নমত।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কৃষ সাগরে তুরস্ক প্রভাব বিস্তার করতে যাচ্ছে।

৫| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:



১৯১৭ সালে রাশিয়ায় সোস্যালিষ্ট বিপ্লব হয়, ১মবিশ্বযুদ্ধের ১৯১৪ সালে। ১ম বিশ্বযু্দ্ধের শুরুতে "জার" ছিলো রাশিয়ার ক্ষমতায়; যুদ্ধে আসলে, জারের সৈন্যরা পরাজিত হচ্ছিলো। বিপ্লবের পর, বিপ্লবীদর সাথে ( রেড আর্মি ) জারের সৈন্যদের (সাদা বাহিনী) গৃহযুদ্ধ শুরু হয়, যেখানে জারের সৈন্যরা সোস্যালিজম-বিরোধীদর সাহায্য পেয়েছে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাশিয়ান জ্যার আগে আক্রমণ করেন, তারপরে, উসমানীয়রা কাউন্টার এটাক করে।

সবশেষে, বলশেভিকদের কাছে উসমানীয় সৈন্যরা পরাজিত হোয়।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



আপনি বলছন, "সবশেষে, বলশেভিকদের কাছে উসমানীয় সৈন্যরা পরাজিত হোয়। "

-বলশভিকরা জারর সৈন্যের সাথে যুদ্ধ করছিলো গৃহযুদ্ধে। গৃহযুদ্ধ চলাকালে বলশেভিকরা নিজেদের অস্তিত্বের জন্য যু্দ্ধ করছিলো মাত্র।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ট্রিটি অব মস্কো আর Treaty of Sèvres নিয়ে আমার কিছু কনফিউশন আছে।

ধন্যবাদ নিরন্তর।

৭| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আমি চাঁদগাজীর মন্তব্যের অপেক্ষায় ছিলাম।
উনার চেয়ে ভালো মন্তব্য কেউ করতে পারবে না এই বিষয়ে। উনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক।

২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

উনি অন্তত নিজে থেকে কিছু লেখার চেষ্টা করেন।

অন্যরা, নিজে থেকে খুব কম লিখেন।

ধন্যবাদ নিরন্তর।

৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫২

রানার ব্লগ বলেছেন: আমার তো মনে হয় তুরষ্কে ন্যাটো তে নেয়ার একমাত্র কারন তুরুষ্কের অবস্থাগত ঝামেলার জন্য। তুরুষ্কের কিছু অংশ এশিয়া আর কিছু অংশ ইউরোপের মধ্যে ঠিক এই কারনেই এশিয়াকে হাতের নাগালে পাওয়ার জন্য তুরষ্ক কে ন্যাট ভুক্ত করেছে । রাশিয়ার তুরষ্ক নিয়ে আসলেই কোন মাথাব্যাথা নাই । যাতটুকু আছে বাংলাদেশের অতি উৎসাহী মৌ-লোভীদের !!!

৯| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

আমি ব্লগার হইছি! বলেছেন: তুরষ্ক নিজেই তো কিছুদিন আগে রাশিয়ার কাছ থেকে ডিফেন্স সিস্টেম কেনার জন্যে আমেরিকার কাছে থ্রেট খাচ্ছিলো। আপনার লেখর মাথামুন্ডু বুঝলাম না ভাই।

১০| ২৪ শে মে, ২০২২ রাত ১২:৫৬

গরল বলেছেন: ইউক্রেন তুরস্ক থেকে শুধু ড্রোন কিনেছিল এবং সেগুলো ভালোই কাজে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.