নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ভয় ও ভালোবাসা কি একসাথে থাকতে পারে?

০১ লা মে, ২০২৩ রাত ২:০৭



ফারসি দার্শনিক ও কবি হাফেজ বলেছেন- ''ভয় হচ্ছে বাড়ির সবচেয়ে সস্তা ঘর। আমি তোমাকে এরচেয়ে ভালো অবস্থানে বসবাস করা অবস্থায় দেখতে চাই।'' ---

আল্লাহ'র গূনবাচক ৯৯টি নামের কতটি ভয় দেখায়, আর কয়টিইবা ভালোবাসা প্রকাশ করে? হিসেব করলে দেখা যায়, আল্লাহ'র নামগুলোর মাঝে ৪৪টি ভালোবাসা প্রদর্শনকারী, ৪০টি অহংকারবাচক......আর মাত্র ১৪টি ভয় প্রদর্শন করে!!! অন্ততঃ আমার কাছে তা-ই মনে হয়।

আল্লাহকে যারা ভয় করে, সৃষ্টির মাঝে তারাই সবচেয়ে ভালো। কিন্তু, সেই ভয়টা যদি আসে ভালোবেসে, তাহলে?

''নাই নায়েব নাই......সেড়েস্তাটা,
এ কেমন...জমিদারী!
দেখে নাই কেউ...চেহারাটা-
শুনছে তাঁর...বাহাদুরী।
.
তোমার জমি, আমার বাড়ি,
সেই বাড়ি নিয়ে পড়ে কাড়াকাড়ি!
কিসের এতো বাড়াবাড়ি?
এই তো না হয় সে সেই ছাড়াছাড়ি।''
'
আমি রসিক ভেবে মরি...আমি রসিক ভেবে মরি,
এ কেমন সংশয়।''




মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৩ ভোর ৪:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ব্যক্তিগত ধারনা ভয় এবং ভালোবাসা এক সাথেই থাকা উচিত। সম্পর্কে যেখানে বিন্দুমাত্র ভয় থাকে না সেখানে এক সময় অশোভন, অপ্রয়োজনীয় এবং অনভিপ্রেত ঘটনার উপস্থিতি হয়, খুব সম্ভবত সেটা হয় মানুষ বলেই। আমার জীবন থেকে শেখা এই সত্যটি সবসময় মেনে চলার চেষ্টা করি।

সৃষ্টিকর্তাতো অনেক দূরের ব্যাপার। মানুষের সাথে মানুষের সম্পর্কেও এটা বজায় রাখা জরুরী বলে আমার মনে হয়। অনেকেই বলেন, "স্বামী-স্ত্রীর সম্পর্ক হতে হবে বন্ধুর মতো" আমি সেটা মনে করি না। স্বামী-স্ত্রী একটি পবিত্র সম্পর্ক এবং এটা দ্বি-পাক্ষিক শ্রদ্ধা এবং ভালোবাসার আধার। বন্ধুর সাথে যেমন মারামারি, হাতাহাতিও হতে দেখা যায় তেমনটা কখনোই স্বামী-স্ত্রীর সম্পর্কে কাম্য নয় যদিও সেটা ঘটছে অহরহ। কারণ সেখানে শ্রদ্ধাবোধ নেই, ভয় নেই। বিয়ে করার মানেই অন্য মানুষটি চিরতরে আমার হয়ে যাওয়া নয়, তাকে ধরে রাখার প্রচেষ্টা এবং হারাবার ভয় থাকাটাও জরুরী। বন্ধুতের অসীম গভীরতায়ও কিছুটা ভয় (তাকে মনে কষ্ট দিয়ে ফেলা বা এমন কিছু করা যা তার পছন্দ নয়) সর্ম্পকে আরো গাঢ় করে বলে আমার ধারনা। লিখার জন্য ধন্যবাদ।

০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভয় ও ভালোবাসা একসাথে থাকতে পারে, আল্লাহর ৯৯টী নাম তার উৎকৃষ্ট প্রমাণ।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০১ লা মে, ২০২৩ সকাল ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




ভয় ও ভালোবাসা একসাথে থাকতে পারে আবার না-ও পারে কিন্তু একসাথে থাকা উচিৎ।

০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভয় ও ভালোবাসা একসাথে থাকাটা বিচিত্র কিছু নয়।

শুভেচ্ছা।

৩| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: আল্লাহর ৯৯ টি নামের মধ্যে- সবচেয়ে শেষের নামটি কি? ও তার অর্থ কি?

০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গুগল করলেই পাওয়া যাবে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:৩৮

নতুন বলেছেন: ভয় আর ভালোবাসা একসাথে থাকা ভালো না। এরা সম্ভবত বিপরিক জিনিস।

বরং সম্মান আর ভালোবাসা একসাথে সাথা উচিত।

যাকে আপনি ভয় করেন তাকে কি সত্যিই কখনো ভালোবাসতে পারবেন?

স্বামী স্ত্রীর মাঝে সন্মান এবং ভালোবাসা থাকা উচিত। ভয় থাকা উচিত না।

০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আল্লাহর সাথে সম্পর্ক আর স্বামী-স্ত্রীর সম্পর্ক কি এক?

ধন্যবাদ।

৫| ১৫ ই মে, ২০২৩ দুপুর ১২:১০

নতুন বলেছেন: সম্পর্ক দুই পক্ষের মাঝে হয়। সেটা যে কোন দুইটা পক্ষের মাঝেই হতে পারে।

যদিও সৃস্টিকর্তা আর মানুষের সম্পর্কটা কাল্পনিক। পুরোটাই মনের ব্যাপার। মানুষের পক্ষ থেকে ভয় বা ভালোবাসা দুটাই করতে পারে কারন এটা মানুষ কি ভাবছে তার উপরে নির্ভর করে। কারন এই সম্পর্কে মানুষ সৃস্টিকর্তার পক্ষ থেকে কোন রেসপন্স পান না। মানুষ ভেবে নেয় মাত্র।

তাই আমি স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কের কথা বলেছি। কারন এটাই আমাদের মাঝে অন্য তম আলোচনার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.