নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পরীমনি ও রাজ, আপনারা তাঁদেরকে ছুঁতে পারবেন কি?

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৮



পরীমনি ও রাজ,
চেয়ে দেখুন আপনাদের চোখের সামনে দিয়েই হেঁটে চলে যাচ্ছে এই যুগল!!!
.
পশ্চিমের একটি দেশে বাস করা দুই সিনিয়র সিটিজেন পথ দিয়ে হেঁটে চলেছেন। অনুমান, প্রায় ১০০ ছুঁইছুঁই বয়স। আমি তাঁদের নাম জানি না। তাই মনে মনে দুটো নাম ঠিক করলাম দুই বয়স্ক পুরুষ ও মহিলা'র জন্যে - রিচার্ড এবং মার্থা। পশ্চিমে এরকমই নাম রাখা হতো এক সময়ে। যুগের আবহে কত কিছু বদলে গেছে! যেমন বদলে গেছে সমাজ নিয়ে চিন্তা করার মতো মানুষ।
.
মানুষ এখন সামাজিক বন্ধনকে নিয়ে তেমন কিছু চিন্তা করে না! পশ্চিমের দেশগুলোতে বিয়ে-বিচ্ছেদের হার মহাপ্লাবনের মতো আকাশ ছুঁয়েছে। সেই প্লাবনের ঢেউ এখন বাংলাদেশের মতো প্রাচ্যের দেশগুলোতে আঘাত করছে!
.
রিচার্ড আর মার্থা'র দিকে পথচলা অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছেন। সেদিকে ভ্রুক্ষেপ নেই এই বয়স্ক দুই মানুষের। হেঁটেই চলেছেন তাঁরা। তাঁদের পড়নের টিশার্টের পিছনে লেখা......''সেই ১৯৫২ সাল থেকে - একসাথে"!

হাঁটতে হাঁটতে তাঁরা একসময়ে দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেলেন।
.
.
পরীমনি ও রাজ, আপনারা তাঁদেরকে ছুঁতে পারবেন কি?
.

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: মিডিয়া কর্মীদের এসব শুনিয়ে লাভ নেই। তাছাড়া; পরীমনি হচ্ছে একটা বিনুদুন, গতকাল দেখলাম কেঁদে কেটে অস্থির, ডিভোর্স চাচ্ছে। আগামীকাল আবার দেখবো হাসিমুখে রাজের সাথে লুতুপুতু করে সংবাদ সম্মেলন করছে- যে, "আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, সংসার করতে গেলে টুকটাক ঝামেলা হবেই, আমারা দুজনে এসব মিটিয়ে ফেলছি।"
আলোচনায় থাকার জন্য পরীমনিরা সবকিছু করতে পারে।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এইটা শুধু মিডিয়া কর্মীদের জন্যে নয়।

এই লেখা দেশে প্রতি নিয়ত তৈরি হতে থাকা পরিমনী-রাজ জুটিদের উদ্দেশ্য করে।

ধন্যবাদ নিরন্তর।

২| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৬

স্প্যানকড বলেছেন: হুম কারে কি দাওয়াত দিতাছেন ? দেশে রাজের সংখ্যা যেমন বেড়েছে তেমনি পরীমনির। এক সময় বিবাহ নামক সিস্টেম উঠে যাবে লিভ টুগেদার এবং সমকামিতা বেড়ে যাবে নিশ্চিত থাকেন অথবা অজাচার ! সভ্যতা সেদিকেই হাঁটছে। ভালো থাকবেন খুব।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেশে আমার মতো মানুষ যতো দিন থাকবেন, ততো দিন বিবাহ নামের সিস্টেম টিকে থাকবে।

ধন্যবাদ।

৩| ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: এইসব ছাগল পাগলদের নিয়ে কথা বলে লাভ কি? তারা এটেনশন খেয়ে বাঁচে, আর এইরকম পোষ্টও তাদের এটেনশন দেয়। এইসব ছাগলপাগলদের এটেনশন দিয়ে বেশীদিন টিকায় রাখার কোন মানে হয় না।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই লেখা ওইসব ছাগল-পাগলদের জন্যে নয়।

বরং, লেখাটি সেইসব ছাগল-পাগলদের ফোলোয়ারদের জন্যে।

ধন্যবাদ।

৪| ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

তানভির জুমার বলেছেন: ফ্লিম ইন্ডাসট্রি, মিডিয়া, এইগুলো হল এক ধরণের ভিআইপি পতিতাবিত্তি। এইসব সেক্টর পৃথিবীর সব দেশে একই রকম। সাধারণ মাদক থেকে শুরু করে ভয়ংকর সব মাদকের ক্রেতা-বিক্রেতা হল ফ্লিম ইন্ডাসট্রি, মিডিয়ার লোকজন। পর্ণগ্রাফি-সমকামিতা,মাদক, অবাধ যৌনতা- যৌনবাহিত রোগ, বড় সব অপরাধের মূল হোতা ফ্লিম ইন্ডাসট্রি, আর মিডিয়া। এরা সমাজ সভ্যতাকে ভালো কিছু দিতে পারে না।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ফ্লিম ইন্ডাসট্রি, মিডিয়া, এইগুলো হল এক ধরণের ভিআইপি পতিতাবিত্তি।

-------এটা একটা গারবেজ ধরণের মন্তব্য।

৫| ০৭ ই জুন, ২০২৩ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমার এক বন্ধু। বিয়ে করেছে। নতুন বউ এর সাথে খুব আহ্লাদ করছে।

দুজনেই ফেসবুকে একটা ভিডিও দিলো। আর লিখল- এভাবে আমরা একসাথে বুড়ো হতে চাই। আজীবন পাশে থাকতে চাই।

ভিডিও তে দেখা যাচ্ছে- দুজন বুড়ো বুড়ি। হেঁটে চলেছে।
তাঁরা দীর্ঘদিন একসাথে থেকেছে। তাদের ছেলেমেয়ে বড় হয়ে গেছে। এমন কি বিয়েও হয়ে গেছে। বাবা মাকে ছেড়ে গেছে। অথচ তাঁরা একসাথে আছে।

নতুন স্বামী স্ত্রীও চায় তাঁরা সারা জীবন এই ভিডিও'র বুড়ো বুড়ির মতো থাকবে। কিন্তু তাদের তালাক হয়ে গেছে। এখন দুজন দুজনের নামে বদনাম রটাচ্ছে।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার গল্পের নতুন স্বামী স্ত্রী এই পোস্টের বুড়ো-বুড়ির মতোই আমৃত্যু একসাথে থাকে।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.