নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

৭ম বছরের ৮৯৫-তম পোষ্টঃ পৃথিবীর সর্বপ্রথম ক্যু হয় প্রাচীন ইসরায়েল রাজ্যে

০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৩



সোনাগাজী ভাই প্রায়ই আফ্রিকার এবং এশিয়ার কিছু দেশের উদাহরণ টেনে এই দেশগুলোর সামরিক শাসনের কথা উল্লেখা করেন। আমি একটু কৌতূহলী হয়ে ব্যাপারটা আসলেই ঠিক কি না জানতে একটু স্টাডি করলাম। জেনে অবাক হলাম যে, পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যু হয়েছে যে দেশটিতে, তা সুদান বা কোন আফ্রিকার দেশ নয়। তাই, সোনাগাজীর ভাইয়ের উদাহরণে তথ্যগত ভুল আছে।

কিছু তথ্য সূত্র থেকে গুনে দেখলাম, ৫৫২ খ্রিস্ট পূর্বাব্দ থেকে এখন পর্যন্ত পৃথিবীর ২৫৭৩ বছরের ইতিহাসে ১৪২টি দেশে মোট ৯৩৫ বার ক্যু হয়েছে। এর মাঝে, সবচেয়ে বেশিবার ক্যু হয়েছে চিলি এবং স্পেনে। এই দুটি দেশে সমান ৩৬-বার করে সামরিক বাহিনী তাদের উচ্চাশার প্রকাশ ঘটায়।

পৃথিবীর সর্বপ্রথম ক্যু হয় প্রাচীন ইসরায়েল বা সামারিয়া রাজ্যে যখন জিমরি নামক এক সামরিক কমান্ডার রাজা ইলাহকে খুন করে নিজেকে রাজা বলে দাবী করেছিল। ঘটনাটি ঘটে ৮৭৬ খ্রিস্ট পূর্বাব্দে। এছাড়াও, যেসব দেশের রাজনৈতিক কাজে উচ্চ হারে সামরিক বাহিনী নাক গলানোর চেষ্টা করে, সেগুলো হচ্ছে-

ফিলিপাইন - ৩৩ বার
বলিভিয়া - ৩৩ বার
হাইতি - ২৭ বার
ইরান - ২৫ বার
থাইল্যান্ড - ২২ বার
গ্রীস - ২১ বার
চীন - ২১ বার
পেরু - ২১ বার
জাপান - ২০ বার
প্যারাগুয়ে - ১৯ বার
ফ্রান্স - ১৯ বার
সুইডেন - ১৯ বার
পর্তুগাল - ১৮ বার
তুরস্ক - ১৭ বার
ব্রাজিল - ১৬ বার
ভিয়েতনাম - ১৪
আমেরিকা - ১৩
নেদারল্যান্ডস - ১২ বার
সুইজারল্যান্ড - ১২ বার
সুদান - ১১ বার
রাশিয়া - ১০
সিরিয়া - ৯ বার

এখানে লক্ষণীয়, ক্যু ঘটা দেশগুলোর মাঝে ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশ দুটোর ভূমিগুলো এগিয়ে আছে। কেন? আর, সিরিয়া এবং সুদানের মতো দেশগুলোতে ক্যু খুবই কম ঘটে। এর কারনওবা কি বলে আপনি মনে করেন?


মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:

এভাবে হবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কু গুলোর তালিকা করুন।

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




তাতেও দক্ষিণ আমেরিকার দেশগুলো এগিয়ে আছে। অনেক কষ্ট হয়েছে গুনতে।

১৯২৪ থেকে ১৯৭৩ পর্যন্ত চিলিতে ১৭বার ক্যু হয়।

আর, সুদানে ১৯৫৮ - ২০২৩ সাল পর্যন্ত হয়েছে ১১ বার।

ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


মিলিটারী গায়েব করে দেবার কোনো আইডিয়া আছে?

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মিলিটারি আমাদের প্রয়োজন।

ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:১৭

গেঁয়ো ভূত বলেছেন: তিনি প্রায়ই আফ্রিকার এবং এশিয়ার কিছু দেশের উদাহরণ টেনে এই দেশগুলোর সামরিক শাসনের কথা উল্লেখা করেন। এগোলো অর্ধ সত্য। কিন্তু উনি এটা কখনো বলেন না যে এর প্রায় সবগুলোর পেছেনেই আমেরিকার হাত ছিল। অর্ধ সত্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সহজ চেষ্টা বলা যেতে পারে এধরনের লেখাকে।

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শুধু আমেরিকাকে দোষারোপ করলে কি চলবে?

দেশীয় দোসরদের হাত না থাকলে বাইরের দেশ কবে কি করতে পেরেছে? বাংলাদেশের ক্যু-গুলোর কথা চিন্তা করে দেখুন, কারা আগে ক্যু করার চেষ্টা করেছে?

ধন্যবাদ।

৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:০৩

তানভির জুমার বলেছেন: ওনি মূলত জ্ঞানপাপী। নিজেকে সবজান্তা মনে করে। মুসলিম বিদ্বেষী। সামরিক ক্যু সব সময় খারাপ ফলাফল বয়ে আনে না। কোন কোন সময় ক্যু জরুরী হয়ে পড়ে। পৃথিবীতে শক্তির বাইরে কোন কিছু নেই। আমেরিকা-রাশিয়া কেন অন্যদেশ সমিহ্ করে এটা সবারই জানা।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি নিজের ধারণ এবং অভিজ্ঞতার মিশেলে নতুন কিছু দিতে চান। এটা অনেক বড় পজিটিভ দিক।

আর, নেগেটিভ দিকটা হচ্ছে- উনি মাঝে মাঝে বড় ধরণের তথ্যগত ভুল করেন।

পজেটিভ - নেগেটিভ মিলিয়েই মানুষ। কাউকে জ্ঞানপাপী বলাটা ঠিক না।

আর, সামরিক আইন কোন দেশের জন্যেই ভালো কিছু নয়।

শুভেচ্ছা।

৫| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইসরায়েল ও ফিলিস্তিন জাতি হিসেবে এরা বর্বর জাতি।

০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একই সূত্র থেকে আসা দুই জাতি।

ধন্যবাদ নিরন্তর।

৬| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:১৬

জ্যাক স্মিথ বলেছেন: ক্যু হলে সমস্যা কি? আমি মনে করি অত্যাচারী শাসককে অপসারণের একমাত্র উপায় হচ্ছে সেনাবাহিনীর ক্যু। ঠিক এই মুহুর্তে যেমন চীন, রাশিয়া এবং নর্থ কুরিয়াতে ক্যু প্রয়োজন।

সামরিক ক্যু সব সময় খারাপ ফলাফল বয়ে আনে না। কোন কোন সময় ক্যু জরুরী হয়ে পড়ে।

০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ক্যু কোন স্থায়ী সমাধান নয়, বরং একটি অস্থায়ী সমাধান।

আমি স্থায়ী সমাধানের পক্ষে, সীমিত সময়ের জন্যে কষ্ট হলেও।

একমাত্র গণতান্ত্রিক নেতৃত্ব স্থায়ী সমাধান দিতে পারে।

ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৫২

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নিয়োগ দিলে কেমন হয়? দেশ পরিচালনার মত গুরু দয়িত্ব এদেশের মানুষের দ্বারা সম্ভব নয়, গত ৫০ বছরে পারেনি আর পারবেও না অথচ এই সময়ে অন্যন্য অনেক দেশ এগিয়ে গিয়েছে আর আমরা পিছু হাঁটছি। আমি চাই বিদেশীরা একটু এই দেশটাকে ঠিকঠাক করে দিয়ে যাক, তাদের যত বেতন, সুযোগ সুবিধা লাগে দেশের জননগণ দিবে।

০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এখানে স্টাডি করে দেখুন। বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে- Click This Link

আমাদের বাংলাদেশে প্রতি ৫ বছর অন্তর অন্তর হয় ক্যু নাহয় রাজনৈতিক অসন্তোষ, দেশ আগাবে কি করে?

শুভেচ্ছা।

৮| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:১০

শেরজা তপন বলেছেন: জ্যাক স্মিথ ৭ নম্বর মন্তব্যে ভাল কথা বলেছেন; আমিও বহুবছর ধরে ভাবছি এমন করলে কেমন হয়?
এ বিষয়ে টেন্ডার আহ্ববান করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ টার্গেট ফেইল করলে জরিমানা।

হাজার বছরের ইতিহাসে এই জাতির দুইটা রূপ; চাকর আর চাটুকার। শাসক হইতে গেলেই সব লেজে গোবরে পাকিয়ে ফেলে- তখন নিজের আকের গোছানো ও শোষন ব্যতিত কিছু ভাবতে পারে না।
যে সব মহিলা শ্বশুরবাড়িতে বেশী অত্যাচারিত হয় তারাও ছেলের বুদের উপর তেমন অত্যাচার করে।

৯| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:১২

শেরজা তপন বলেছেন: জ্যাক স্মিথ ৭ নম্বর মন্তব্যে ভাল কথা বলেছেন; আমিও বহুবছর ধরে ভাবছি এমন করলে কেমন হয়?
এ বিষয়ে টেন্ডার আহ্ববান করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ টার্গেট ফেইল করলে জরিমানা।

হাজার বছরের ইতিহাসে এই জাতির দুইটা রূপ; চাকর আর চাটুকার। শাসক হইতে গেলেই সব লেজে গোবরে পাকিয়ে ফেলে- তখন নিজের আকের গোছানো ও শোষন ব্যতিত কিছু ভাবতে পারে না।
যে সব মহিলা শ্বশুরবাড়িতে বেশী অত্যাচারিত হয় তারাও ছেলের বুদের উপর তেমন অত্যাচার করে।

১০| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:৫১

ধুলো মেঘ বলেছেন: দক্ষিণ আমেরিকার দেশগুলো হল সম্পদের উপরে ভাসা গরীব দেশ। এই সম্পদের সুব্যবস্থাপনা ব্যর্থ হবার কারণেই এই দেশগুলোর সরকার লাগাতার ক্যু এর শিকার হচ্ছে। আর ইউরোপের দেশগুলো বারবার ক্যু এর শিকার হবার কারণ শক্তিশালী সামরিক বাহিনী এবং অস্থিতিশীল রাজনীতি।

১১| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: উনি বহুবছর থেকে আম্রিকা থাকেন, আম্রিকাকে প্রচন্ড ভালোবাসেন। উনার কাছে আম্রিকা ও ইউরোপের দেশ গুলি সেরা। উনি আফ্রিকা ও এশিয়ার দেশ গুলি সম্পর্কে একধরণের ফ্যান্ট্যাসিতে ভুগেন। সেই ফ্যান্ট্যাসি থেকে উনি মাঝে মধ্যেই আফ্রিকা ও এশিয়ার দেশ গুলি নিয়ে মন্তব্য করেন। পরে ধরা পড়ে গেলে সাধারণত উনি ভুল স্বীকার করে নেন না।

মাঝে একটা পোষ্ট করেছিলাম "আব্দুল হান্নানের গর্বিত হওয়া কিংবা আমাদের লজ্জিত হওয়া!" শিরোনামে, পোষ্টটি ধর্ষণ রিলেটেড ছিলো। সেখানে তিনি ইউরোপ আম্রিকার দেশ গুলিকেও এশিয়ান দেশ ভেবে ভুল করেছিলেন। কিন্তু কখনও ভুলটা কখনও স্বীকার করে নেন নি।

১২| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী/সোনগাজী কমেন্ট ব্যানে আছেন।
নইলে উনি অবশ্যই আপনার পোষ্টে মন্তব্য করতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.