নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বারাক ওমাবাঃ সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করলে ভারত ভেঙ্গে যেতে পারে

২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৮



ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে পরিচিত। এই দেশটি যেমন রবি ঠাকুর আর অমিতাভ বচ্চন - ভুপেন হাজারিকার জন্মভূমি, তেমনি আমির খান - শাহরুখ খান - এ, আর, রহমান এই দেশটিতে জন্মগ্রহণ করেছেন। অথচ, এই দেশেই পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। গত ৬০ বছরে এই দেশটিতে ৯০৬৭-জন মুসলমান মারা গিয়েছেন। ২০২৩ সালে মনিপুরে ২৪৯টি চার্চের উপর আক্রমণ হয়।

এরই পরিপ্রেক্ষিতে, ভারতকে সাবধান করে দিয়ে বারাক ওবামা বলেছেন- "সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করলে ভারত ভেঙ্গে যেতে পারে।" তিনি এমন সময়ে এই হুশিয়ারি উল্লেখ করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ব্যস্ত।

এখানে উল্লেখ্য যে, মোদী বারাক ওবামার সময়ে আমেরিকায় নিষিদ্ধ ছিলেন। অথচ, এই নরেন্দ্র মোদীই বিশ্ব সুফি ফোরামের একটি স্বভায় বলেছিলেন-

“Of the 99 names of Allah, none stand for force and violence and the first two names denote compassionate and merciful. Allah is Rahman and Raheem…Those who spread terror in the name of religion are anti-religious,”

অর্থাৎ,

"আল্লাহর ৯৯টি নামের মধ্যে কোনটিই বলপ্রয়োগ ও সহিংসতার পক্ষে কথা বলে না, এবং তাঁর প্রথম দুটি নাম দিয়ে করুণাময় এবং দয়ালু বোঝায়। আল্লাহ রাহমান ও রহিম... যারা ধর্মের নামে সন্ত্রাস ছড়ায় তারা ধর্মবিরোধী,"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

নাহল তরকারি বলেছেন: নরেদ্র মোদীর নামে উগ্র হিন্দত্ববাধীর বদনাম আছে। তারা সংখ্যা লঘুর উপর নির্যাতন চালায়।

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মোদীর ভালো কি কিছুই নেই?

হয়তো তিনি তাঁর দলের বা সমমনা মানুষদের জন্যে ভালো।

ধন্যবাদ।

২| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:৪৯

ধুলো মেঘ বলেছেন: সংখ্যা লঘুদের অধিকার কি আছে, যা রক্ষা করার দায় মোদীর আছে?

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সংখ্যাগরিষ্ঠরা তাঁকে ক্ষমতায় এনেছে।

ধন্যবাদ।

৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আমাকে একজন বললেন, আমার নাকি আল্লাহর নাম থেকে নেওয়া হয়েছে। অর্থ্যাত আল্লাহর ৯৯ টি নামের একটি।আল্লাহর একটি নাম নাকি ইয়া রাজিবু।
সত্য নাক?

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইয়া রাজিবু নামে আল্লাহর কোন নাম নেই বলেই জানি।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.