নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ট্রায়ালঃ আপনি ব্লগার সোনাগাজী থেকে কি শিখেছেন?

০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৪



চলুন একটু খোলা মনে আলোচনা করি। ব্লগার সোনাগাজীর কমেন্ট ব্যান মুক্তি অনেকেই চান। কিন্তু, সোনাগাজী ভাই ব্লগের অনেকের কাছেই ভয়ের একটি নাম। তিনি তাঁর আগের চাঁদগাজী নিক থেকে সামুতে অনেক বিরোধী ব্লগারকে হেনস্থা করেছেন বলে কথা উঠেছে। সোনাগাজী নিক থেকেও গেরিলা হামলা চালিয়ে যাচ্ছেন মাঝে মঝেই। এজন্যে, তাঁর বন্ধু সংখ্যা খুবই কম। এই পরিস্থিতিতে ব্লগ কর্তৃপক্ষ তাঁর নিকের কমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছেন। এই অবস্থা যত দিনই চলুক না কেন, সুযোগ পেয়ে কিছু বিরোধী ব্লগারকে তাঁকে লক্ষ্য করে পোস্টের মাধ্যমে বিষযুক্ত তীর নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।

তাই, কিছু সরাসরি প্রশ্ন করছি---

১) আসলেই কি ব্লগার সোনাগাজী ততটুকু খারাপ যতটুকু তাঁর বিরোধী ব্লগাররা বলে থাকেন?
২) ব্লগকে যুদ্ধের ময়দান বানিয়ে যাদেরকে তিনি শর নিক্ষেপ করছিলেন, তারা কি সত্যিই 'ডার্ক ব্লগার'?
৩) ব্লগার সোনাগাজী থেকে আসলেই কি কিছু শেখার আছে?
৪) তিনি কি সত্য সত্যই একজন অনুসরণীয় ব্লগার?




আমার কাছে এর উত্তর হচ্ছে-

১) না। তিনি খারাপ ব্লগার নন। ব্লগার সোনাগাজী সত্যিই একজন খোলা মনের ব্লগার। তিনি যেসব ব্লগারের বিরুদ্ধে আক্রমণ করেন, তাদেরকে ব্য্যক্তিগত ভাবে আক্রমণ করেন নাই। তিনি তাদের লেখনীকে আক্রমণ করেছেন, ব্যক্তিকে নয়।

২) অবশ্যই তারা ডার্ক ব্লগার। তাদের পোষ্ট থেকেই বুঝা যায় যে, তারা ব্লগার সোনাগাজীকে ব্যক্তি আক্রমণ করছেন।

৩) ব্লগার সোনাগাজী থেকে অনেক কিছুই শেখার আছে। আমি তাঁর কাছ থেকে কমেন্ট করা শিখেছি। শিখেছি কিভাবে তেরছা কমেন্টের উত্তর দিতে হয়।

৪) আমি তাঁকে একজন অনুসরনীয় ব্লগার হিসেবে মনে করি। সামু'র প্রতি ভালোবাসা আমি তাঁর কাছে থেকে শিখেছি। বার বার ব্যান হয়েও তিনি যেভাবে ফিরে আসেন, তা সামুর প্রতি, ব্লগিং-এর প্রতি তাঁর ভালোবাসা প্রমাণ করে।


আপনিও কি আমার মতো একমত?

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার সাথে প্রায় একমত। তবে তিনি কমেন্ট ব্যান আছেন এটি ভালো। এবং কমেন্ট ব্যান থাকাটাই জরুরী। যারা গাজী সাহেবের সাথে ব্লগিং করবেন তারা তার পোস্টে গিয়ে মন্তব্য করবেন। ঝামেলা শেষ।


০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাঁর কমেন্ট ব্যান আমি সমর্থন করি না। এতে ব্লগ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আমাদের এমন ব্লগার প্রয়োজন যারা লিখতে ভালোবাসেন। সেই সাথে সামুকেও ভালোবাসতে জানেন।

ধন্যবাদ নিরন্তর, প্রিয় ঠাকুরমাহমুদ ভাই।

২| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বহির্বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমর নীতি, কূটনীতি, সামাজিক আচরণ, শিক্ষা, প্রযুক্তি, কারিগরি জ্ঞান ইত্যাদি সম্পর্কে উনি ভালো লেখেন। ফলে অনেক কিছু জানা যায়।

০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মাঝখানে কয়েক বছর গিয়েছে, এ নিয়ে তিনি ছাড়া অন্য কোন ব্লগার ভালো মত দিতে পারতেন না।

এখন যে নিজের মতামত তুলে ধরতে পারেন, তাতে ব্লগার সোনাগাজী'র অবদান অনেক।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫২

জগতারন বলেছেন:
আমি গাজী সাহেবের নিকট থেক অনেক কিছু শিখেছি ।
সে সামুর প্রান। তাকে ব্যান করে রাখা সমর্থন করিনা।
গাজী সাহেবকে ব্যান করায় সামু ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ অভিমতে আমার সহমত রহিল।

০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সহমতের জন্যে ধন্যবাদ নিরন্তর।

আপনার বক্তব্যেও সহমত জানাচ্ছি।

৪| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি গাজী অবজেক্ট বাদ দিয়ে সিলেট সাবজেক্ট নিয়ে লেখালেখি করুন।


০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি তাঁর ক্ষুরধার মন্তব্য মিস করছি। আমি মনে করি, এ থেকে আমি ব্লগিং শিখতে ব্যর্থ হচ্ছি।

সিলেট সাবজেক্ট নিয়ে লিখবো শীঘ্রই।

ধন্যবাদ নিরন্তর।

৫| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ১/ তিনি অপব্লগার বলে জানি । উনি মূলত বিশ্লেষণে পুরোপুরি অজ্ঞ একজন মানুষ । উনি তর্কেও পারদর্শী কোন মানুষ নন । যুক্তি উপস্থাপন উনি করেন কম কেবল খোঁটা আর টিপ্পনি দিয়ে জিততে চান , যেটা অন্তত একজন ব্লগারের কাজ বলে মনে করি না । একজন ব্লগার যথেষ্ট যুক্তিবাদী হবে ও তর্কেও তা প্রকাশ করবে বলে মনে করি !!


২/ সবাইকে আমি মনে করি না । সেভাবে বললে ব্লগের অধিকাংশই ডার্ক ব্লগার , আরও ভালোভাবে বললে যারা তাকে পছন্দ করে না তারাই ডার্ক ব্লগার !

৩/ অবশ্যই না , তার থেকে শেখার কিচ্ছু নেই অজ্ঞানতা বাদে !!


৪/ প্রশ্নই উঠে না , উনি বর্জনীয় ব্লগার । ওনার কোন লিখাতে আমি আজ পর্যন্ত সঠিক বিশ্লেষণ ও সঠিক মতামত পাইনি !!

০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




যা জেনেছেন ভুল জেনেছেন।

আপনার মন্তব্যের সাথে একমত নই।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৬| ০৮ ই জুলাই, ২০২৩ ভোর ৪:৫৯

হাসান জামাল গোলাপ বলেছেন: উনার পজেটিভ দিক হচ্ছে, উনি আওয়ামীলিগার হলেও উনি অন্ধ নন, গঠনমূলক সমালোচনা করেন।

০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে- উনি মুক্তমনের স্বাধীন মানুষ।

ধন্যবাদ।

৭| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ৮:১৩

দারাশিকো বলেছেন: সোনাগাজীকে নিয়ে ক্যাঁচাল সম্পর্কে ধারণা নাই। পোস্ট পড়ে বোঝার চেষ্টা করতেছি। তবে, ব্লগিং নিয়ে ক্যাঁচাল করার কোন মানে নাই, মানসম্মত ব্লগিং করতে গেলে ক্যাঁচালের সুযোগ থাকে না।

০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কিছু মানুষ হুদাই খোঁচাচ্ছেন। এটা অন্যায়।

এখনকার ব্লগাররা ক্যাচাল করতে জানেন না।

আগে ক্যাচাল হতো পোস্টের বিষয়কে কেন্দ্র করে। এখন হয় ব্যক্তিকে কেন্দ্র করে। এটাকে ক্যাচাল বলে না।

ক্যাচালকারী ব্লগারদের স্মার্ট হতে হবে।

শুভেচ্ছা।

৮| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১০

ধুলো মেঘ বলেছেন: ওনাকে কিজন্য কমেন্ট ব্যান করা হল বুঝতে পারছিনা। সোনা হবার পর থেকে ওনার কমেন্ট অনেক মার্জিত হয়েছে - সেই আক্রমণাত্মক ভাবটা এখন আর নেই।

০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি উনার গুনগুলো তুলে ধরেছি।

আর সবার মতো উনারও নেগেটিভ দিক আছে।

কিন্তু, উনার পজেটিভ দিক নেগেটিভ দিক থেকে অনেক অনেক বেশি।

ধন্যবাদ।

৯| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৬

রানার ব্লগ বলেছেন: তাকে বা তার মন্তব্য কে যখন সরাসরি নিতে পারছে না সেই হিশাবে তার কমেন্ট ব্যান থাকাই উত্তম । যারা গাজীসাব কে পছন্দ করে তারা তার বাড়ি গিয়ে আতিথীয়তা নিয়ে আসবেন । ব্যাক !!!

০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার মতামতের সাথে আমি একমত নই।

আমি তাঁর কমেন্ট পছন্দ করি।

ধন্যবাদ।

১০| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:



উনি ব্লগের সারভাইভাল অব দ্যা ফিটেস্ট;দ্যাটস দ্যা ফ্যাক্ট।

০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনার এই দিকটা আমার খুব ভালো লাগে।

শুভেচ্ছা।

১১| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৪

নতুন বলেছেন: উনার ভালো দিন উনি নতুন প্রশ্ন করেন এবং সবার মতন ভাইরাল জিনিস নিয়ে মেতে থাকেন না।

রাজনিতি, সমাজ নিয়ে উনার ভাবনা পরিস্কার, অবজারভেসন ভালো।

কিন্তু উনাকে আরেকটু বুঝে শুনে অন্য ব্লগারদের সমালোচনা করতে হবে, মাঝা মাঝে উনি ব্যক্তি আক্রমন করে সেটা অনেকেই হজম করতে পারেনা এবং সেটা নিয়ে ঝামেলা শুরু হয়।

উনাকে বুঝতে হবে সবাই আমার মতন জ্ঞানী না তাই মানুষের জ্ঞানের লেভেল বুঝে তার সাথে আলোচনায় যেতে হয়।

আমি মনে করি যদি কেউ আমার বক্তব্যটা বুঝতে না পারে তবে আমি তাকে বোঝাতে পারিনাই। অর্থ আমার বোঝানোর ভাষা পাল্টাতে হবে ঐ লোকের জন্য।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মানুষের ফ্রি উইলকে ব্যবহার করতে দেওয়ার উচিৎ।

তিনি কি করবেন তা আমরা যদি ঠিক করে দেই, তাহলে আপনাকেও বলতে পারি আপনি এভাবে চলবেন, ওভাবে চলবেন না।

আপনার কেমন লাগবে তা করলে?

ধন্যবাদ।

১২| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০২

শাওন আহমাদ বলেছেন: উনার মধ্যে একটা আক্রমনাত্মক সত্তা লুকিয়ে থাকে।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সবার মাঝেই তা আছে।

যার মধ্যে এই স্বত্বা নেই, সে নপুংসক।

ধন্যবাদ।

১৩| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই আপনি আমার বিগ হাগ গ্রহন করুরন।
আপনি একজন বিচক্ষন মানুষ। মানবিক এবং হৃদয়বান। যাইহোক আপনার এই পোষ্টের সাথে আমি সম্পূর্ন একমত। চাঁদগাজী একজন গ্রেট মানুষ। সত্যবাদী এবং মানবিক। উনি বিদেশ থাকলে দেশকে অনেক ভালোবাসেন। বাংলাদেশের কোনো খারাপ খবর শুনলে উনি অস্থির হয়ে যাব।

চাঁদগাজী নিকটা ব্যান করাতে আমি ভীষন কষ্ট পেয়েছি।
এবং দীর্ঘদিন ধরে সোনাগাজী নিকে কমেন্ট ব্যান করে রাখাটা অবশ্যই অন্যায়। উনার কমেন্ট গুলো দরকারী ও গুরুত্বপূর্ন। মূলত উনাকে কমেন্ট ব্যান করে রেখে সামুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মডারেটর সাহেবকে অনেকদিন সামুতে দেখছি না। মনে হয় উনি সোনাগাজীর কথা ভুলেই গেছেন।

চাঁদগাজীর কাছ থেকে কি শেখেছি? উনার জন্যই সামুতে আমি আজও টিকে আছি। নইলে কুকুরের লেজ বিশেষজ্ঞ ব্লগার ও কতিপয় জটিল কুটিল ব্লগারেরা আমাকে ছিড়ে খেয়ে ফেলত। চাঁদগাজীর কাছ থেকে ব্লগিং শিখেছি। মানুষকে ভালোবাসতে শিখেছি, শ্রদ্ধা করতে শিখেছি। পরিবারকে ভালোবাসতে শিখেছি। দুষ্টদের দমন করতে শিখেছি।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনি আমার খুব পছন্দের একজন ব্লগার।

ধন্যবাদ নিরন্তর, প্রিয় রাজীব ভাই।

১৪| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজী কথা বলার পরিণতি চিন্তা করে কথা বলেন না। সেজন্য তাঁকে বার বার ব্যানে পড়তে হচ্ছে। আমি তাঁর থেকে শিখছি যা করলে ব্যান হতে হয় ব্যান না হতে চাইলে তা’ করা থেকে বিরত থাকতে হবে।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চিন্তার পরিধি অসীম।

কারো সাধ্য নেই সেখানে বাধ সাধতে পারে।

ধন্যবাদ, চৌধুরী ভাই।

১৫| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৭

কামাল১৮ বলেছেন: তার লেখা ভালোলাগে।তার মন্তব্য বুঝতে চেষ্টা করি।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি উনার অনেক মন্তব্য বুঝতে না পারলেও চেষ্টা করি তা থেকে জ্ঞান নিতে।

ধন্যবাদ।

১৬| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আগেও বলেছি,সামুতে সবচেয়ে বেশি সময় দেয়া ব্লগার তিনি।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাঁর প্রাপ্য সম্মানটা তাঁকে দেওয়া উচিৎ।

ধন্যবাদ নিরন্তর, লিটন ভাই।

১৭| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সামুতে সবচেয়ে বেশী সময় দেওয়া ব্লগার হিসাবে তাঁর প্রতি সুবিবেচনা কামনা করি।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ, চৌধুরী ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.