নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনীদের মার খাবার ছবি বারে বারে প্রচার করা একটি শয়তানী চক্রান্ত

১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৫



প্রতি মাসেই, ইসরায়েলের উপর মিসাইল হামলা হয়। এতে হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই মার খাবার দৃশ্য কিংবা হতাহতের পরিবারের আহাজারি বেমালুম হজম করে ফেলে। এমনকি, ইসরায়েলের মেইন স্ট্রিম মিডিয়াগুলোও তা বেশি দিন ঝুলিয়ে রাখে না। অথচ, নেট খুললেই, ফিলিস্তিনীদের আহাজারির ছবি-ভিডিও ভর্তি। এমনটা হয় কেন?

চারদিকে হাহাকারে ভরা পরিবেশ মানুষের মনে একটি শূন্যতার সৃষ্টি করে। মনের সেই শূন্য খালি জায়গা পূরণ করতে রাগ, অবসাদ, মন খারাপ রোগ', সবশেষে একটি আতংক চেপে বসে। এমনটাই হয়ে থাকে।

আপনি চিন্তা করে দেখুন- ফিলিস্তনী ভাইবোনদের এমন ছবি আপনার উপর কেমন প্রভাব ফেলছে। অন্যান্য দেশের মানুষদের উপরও এমনটা ঘটে। তাহলে, লাগাতার একই দৃশ্য দেখিয়ে কাদের লাভ হচ্ছে? আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেি, এক দল মানুষরূপী পশু আপনার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে আপনার ধরাশায়ী অবস্থায় ফায়দা লুটে নিচ্ছে।

এরকম মানুষগুলোর ক্রিড়ানক না হয়ে, এমন ছবি দেখলেই কর্তৃপক্ষকে রিপোর্ট করুন, অথবা স্ক্রল করে অন্য পোস্টে চলে যান। সবচেয়ে ভালো হয়, আপনি যদি ভয়ংকর সেসব ছবি বা ভিডিও দেখার পরে, আপনার প্রিয় কোন ব্যক্তির ছবি বা মনোরম কোন প্রাকৃতিক দৃশ্য দেখার চেষ্টা করেন। এতে করে, আপনার মন থেকে সেই ভয়াবহ ছবিগুলোর ছাপ মুছে যাবে।

দয়া করে শয়তান এবং তার দলকে আপনার উপর প্রভাব বিস্তার করতে দিবেন না!


ছবিকারঃ Sasin Tipchai

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১০

বাউন্ডেলে বলেছেন: এ রকম জঘন্য মিথ্যাচার পশ্চিমা মিডিয়ায় করেন । চামচাগিরির একটা সীমা থাকা উচিৎ।

১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শয়তান বেশির ভাগ মানুষকেই ধোঁকা দেয়।

২| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:




আমি আপনাকে বুঝতেছি না; ১০ দিনে গাজার কিছু এলাকাকে নিশ্চিহ্ন করে ফেলেছে ইসরায়েল; কি কারণে ইসরায়েল কোন কি ধ্বংস করছে, সেটা না দেখলে আপনি কিভাবে বুঝবেন যে, কি হচ্ছে?

৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫২

অধীতি বলেছেন: মনস্তাত্বিক লড়াইটা সবাই ধরতে পারেনা। আপনার সাথে সম্পূর্ন একমত না। তবুও ধন্যবাদ যে মনস্তাত্বিক লড়াইয়ের ব্যাপারটা তুলে ধরেছেন।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: আমি কষ্ট পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের রক্ত মাখা ছবি গুলো দেখে। ওরা তো কোনো দোষ করে নাই। অন্যায় করে নাই।

৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:০৭

কামাল১৮ বলেছেন: নির্বিচারে হত্যাকরা চরম নিষ্ঠুরাতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.