নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সিলেট বিমানবন্দরে জুতা-পালিশ সার্ভিস

২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০



ছেলেটার নাম হৃদয়। সিলেট বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভিতরে জুতা-পালিশ সার্ভিস দেন। বিমানবন্দরের ভিতরে?! জ্বী, ঠিকই পড়েছেন। টার্মিনালের ভিতরে হৃদয়কে জুতা-পালিশ সার্ভিস করার দায়িত্ব দিয়েছেন সিলেট বিমানবন্দরের ডিরেক্টর।

আমি এমন অভিনব একটি দৃশ্য দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। হৃদয় আমাকে ডেকে তার সামনে রাখা সিংহাসনে বসতে বললেন। আমি হেসে বললাম- 'আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, তা-ই যথেষ্ট। আমার সিংহাসনে বসা লাগবে না।"

এরপরে, তিনি আমাকে এক কাপ চা পান করার আমন্ত্রণ দিলেন। চা খেতে খেতে আর আমার জুতা পালিশ করতে করতে, হৃদয় জানালেন যে, জার্মানির কোন বিমানবন্দরে দেখে এসে এমন একটি সার্ভিস সিলেটে শুরু করার চিন্তা করেন বিমানবন্দরের ডিরেক্টর। তারপরই, শুরু।

অনেকেই হয়তো হাসা-হাসি করবেন। কিন্তু, প্রয়োজনীয় এই সার্ভিসটি দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করার জন্যে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ। সিলেট ছাড়ার আগে আমি একজন অফিসারকে অভিনন্দন জানিয়ে এলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: কর্তৃপক্ষ কিছু করার জন্য মাথা খাটাচ্ছে এটা ভালো। আপনার কফি চাষের কি খবর , এখনো করছেন ?

২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি এখন রোবট চাষ করছি।

আপনি এখন কি করছেন?

ধন্যবাদ নিরন্তর।

২| ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৯

নিমো বলেছেন: তা ডিরেক্টর সাহেব জার্মানিতে গিয়ে জুত পালিশ সেবা সিখছেন। আরও উন্নত কিছু উনার মগজে আসে নি। উপনিবেশী মানসিকতার কী নিলর্জ্জ প্রকাশ!

২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, সিলেটের হার্ডিঞ্জ ব্রিজটি উপনিবেশ আমলে তৈরী যা আজও টিকে আছে।

শুভেচ্ছা।

৩| ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: জী, সিলেটের হার্ডিঞ্জ ব্রিজটি উপনিবেশ আমলে তৈরী যা আজও টিকে আছে।শুভেচ্ছা।
হার্ডিঞ্জ ব্রিজ সিলেটে এটা জানা ছিল না। উপনিবেশী মানসিকতা থেকে বের হয়ে আসুন দয়া করে।

২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিমো বলেছেন: উপনিবেশী মানসিকতা থেকে বের হয়ে আসুন দয়া করে।
------------------

জী, বের হয়ে কই যাবো? বলে দিন, প্লিজ।

ধন্যবাদ।




৪| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪১

বনজোসনা বলেছেন: বিমানবন্দরে জুতা পালিশ সার্ভিস। বেশ অভিনব লাগলো।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, ময়লা জুতা পড়া উচিৎ না।

উনি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুভেচ্ছা।

৫| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪২

শিশির খান ১৪ বলেছেন: এয়ারপোর্ট গুলার তো অনেক উন্নতি হইতাছে এক বার শুনলাম দশ বছরের বাচ্চা আঠারো ধাপ নিরাপত্তা ফাঁকি দিয়া পাসপোর্ট ছাড়া প্লেনে উইঠা বইসা আছে আবার শুনলাম এয়ারপোর্টের কাস্টমস গোডাউন এর লকার থেকে সোনা সব চুরি হওয়া গেছে।আবার ইদানিং ইউটিউবে দেখি বিদেশ ফেরত শ্রমিকরা এয়ারপোর্টের ফ্লোরে গড়াগড়ি কইরা কান্না কাটি করতাছে বলে লাগেজ থেকে নাকি সব চুরি হওয়া গেছে। এতো কিছুর মাঝে আপনি সিলেট এয়ারপোর্টের ভিতর মুচির খবর দিলেন। কয়েক দিন পর এয়ারপোর্ট আর সদরঘাট এক রকম হওয়া যাবে। আর মুচির আইডিয়া থেকে শুরু কইরা এই ধরণের সব আইডিয়া সিলেট এয়ারপোর্টে কাজ করবে কারণ এক দিকে এদের শিক্ষা নাই অন্য দিকে কাঁচা পয়সা পাউন্ড আর ডলার আসছে হাতে এখন ফুটানি মারার জন্য অনেক কিছুই করবে করবে।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শিশির খান ১৪ বলেছেন: এই ধরণের সব আইডিয়া সিলেট এয়ারপোর্টে কাজ করবে কারণ এক দিকে এদের শিক্ষা নাই অন্য দিকে কাঁচা পয়সা পাউন্ড আর ডলার আসছে হাতে এখন ফুটানি মারার জন্য অনেক কিছুই করবে.........
===========

পাকিস্তানী খান সেনারা আমাদের দেশের অনেক সর্বনাশ করেছে।

৬| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: একজনের রুজি-রোজগারের ব্যবস্থা হয়েছে; এটা ভালো। বিমানবন্দরের ডিরেক্টর আরও বড় ধরনের উদ্যোগ নেবেন আশা করি।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সিলেটের বিমানবন্দর বেশ সাজানো-গুছানো। বুঝা যায়, এর পিছনে বুদ্ধিমান কোন মাথা আছে।

শুভেচ্ছা।

৭| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:



একজনের আয় বেড়েছে, ইহা নিশ্চয় উনার জীবনের সবচেয়ে বড় অবদান?

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সিলেটের বিমানবন্দর আমার দেখা বাংলাদেশী বিমানবন্দরগুলোর মাঝে সবচেয়ে চিত্তাকর্ষক।

বুদ্ধিমান কেউ এর পিছনে আছেন, তা বুঝা যায়।

ধন্যবাদ নিরন্তর।

৮| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আইডিয়া মন্দ নয়।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার কাছে দারুণ লেগেছে!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.