নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একা হওয়া অপশন নয়, কারো কারো জন্য তা চয়েস
এই রাতে এই ক্ষণে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম সেই একা স্বর্ণকেশী সুইসিকে....
.
অভিমান কিংবা বকুলগন্ধা কবিতায় কত যে কথাকথি!
সভ্যতার সংকটে তুমি আমার রহস্য! আমি তোমার!
স্মৃতি জাগানিয়া রান্নায় ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ রূপান্তর।
.
ফাইনাল খেলার দিনে আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে
অন্ধকারের ভালবাসায় একজন ভ্যাম্পায়ার শিকারীর উত্থানে
সব দোষ নন্দঘোষ ঐ তেল চুরির আখড়ায়!!
.
শূন্য দেহ তো নয়, সে যেন অগ্নিঝরা প্রেম!
ব্যার্থ প্রেমের গল্প শোনাই
সেই কর্ণ-সংকটে, আর
শতাদ্বী সেরা নির্বাচিত পাখি পুটিকিটিকি কাহিনীতে
কিংবা বাল্মিকীর এ্যাল্ফাবেটে!
তাই, জিম্মিরা ছাড়া পায়নি বলে যুদ্ধ-বিরতি এখনো অনিশ্চিত!
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনুমতি না নিয়েই আপনার কবিতার শিরোনাম ব্যবহার করেছি বলে রাগ করেননি!!! অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:২০
মিরোরডডল বলেছেন:
সাময়িক কেনো?
ভালোই তো হয়েছে।
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ, আপু।
চেস্টা করেছি!!!
ধন্যবাদ নিরন্তর।
৩| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪১
শায়মা বলেছেন: বাহ বাহ!!
আগে এমন কত পোস্ট আসতো নিক নিয়ে ব্লগারদের ব্লগে লেখা নিজের পরিচিতিমূলক কথা নিয়ে।
অনেক মজা হত।
ঈদ গিফ্ট ছিলো, গল্প ছিলো।
এবারে তেমন কিছু একটা করে ফেলো ভাইয়া।
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আসলে সবাই এতো ব্যস্ত হয়ে পড়েছেন!!!
সেই উচ্ছ্বাস হয়তো আছে, কিন্তু, অফিস-পরিবার-আত্মীয়-বন্ধু-বান্ধব-খেলাধুলা রেখে হয়তো ব্লগে এভাবে সময় দিতে পারেন না।
তোমার আইডিয়া মতো করার চেষ্টা করবো অবশ্যই!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৩
বিজন রয় বলেছেন: হা হা হা ..... বাহ! বেশ তো সৃষ্টি করলেন!!
ময়ুরপঙ্খী ভিড়িয়ে স্বর্ণকেশী গেল বকুলগন্ধার অভিমান ভাঙতে!!
শিরোণাম নিয়ে শিরোণামহীন কবিতা।
সাময়িক না হয়ে স্থায়ী থাকুক।
শুভকামনা।
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শিরোনাম নিয়ে শিরোনাহীন কবিতা!!! দারুণ!!! চেষ্টা করে দেখবো!!!
ধন্যবাদ নিরন্তর।
৫| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
বাহ কোন কোন ব্লগারদের পোষ্টের শিরোনাম
কারো লেখা বা কাব্য কথার কিছু কথামালা
নিয়ে হয়েছে রচিত সুন্দর কবিতা ।
মনে পরে এই সামু ব্লগের জন্য লিখেছিলাম
কবিতার জন্ম কথা নিয়ে একটি কবিতা
যথা
পুরানো খবরের পাতা ছিড়ে
টুকরো টুকরো করে
চোখ বুঁজে একটি
একটি করে
তুলে নিয়ে হাতে
জোরে দিলাম
কাগজের পরে ।
মিলিয়ে দেখি
কিছু হলো বোদ্ধ
কিছু হলো দুর্বোদ্ধ
যথা প্রথম পঙতি
কুকুরের লেজ যেন
একগুচ্ছ চাবি ।
কোনটা রাখি কোনট ছাটি
ভেবে হলাম সার
ভেবে দেখলাম
সামুর কবিতা গুচ্ছই
দিবে উত্তর তার।
দেখতে চাইলাম
কবিতার দেহখানি
হয়েছে কিনা
জটিল কিংবা কুটিল
মোটা না চিকন
পুরুষ না মেয়েলি
বোদ্ধ না দুর্বোদ্ধ।
প্রথম পাতা
বিশেষ পাতা
সবখানেতেই
দুর্বোদ্ধরই দেখি
জয় জয়কার ।
সহজেই বুঝা গেল
পেতে গেলে ঠাই
হতেই হবে জটিল
যেন পাঠের পর
কেও বলবে মাবৈ মাবৈ
আর কেও বা বলবে
বুজিনি কিছুই ।
তবে মন্তব্যের ঘরে
সবাই বলছে যবে
কবিতা হয়েছে দারুন
ধরেই নিলাম
টুকরা টুকরা শব্দে
জোড়া তালি দিয়ে
গড়া কবিতাটি
পেয়েই গেছে ঠাই ।
ব্লগারদের কথামালা নিয় গড়া
আপনার এই সুন্দর কবিতাটিও
পেয়ে যাবে এখানে ঠাই তাই
এর গায়ে সাময়িক কথাটা
বেহুদা আর কেন রাখা ভাই।
শুভেচ্ছা রইল
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাতের আঁধারে চুপটি করে
এমন কর্ম করে,
খুঁজছি বসে হন্যে হয়ে
কবিতার লাইন ঘরে!!!
সমাধান দিলো ব্লগারদের পোস্ট
যা রত্নসমভাব জেনো।
খুঁজতে হবে কবিতামালা
সেগুলো থাকতে কেন!
তাই জুড়েছি এমন কথকথা
শিরোনামের এ কবিতা,
ভালো লেগেছে? জেনে আমার
কমলো মাথা ব্যথা!!!!
শুভেচ্ছা নিরন্তর, শ্রদ্ধেয় এম এ আলী ভাই।
৬| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।
---ডঃ এম এ আলী
যথা
পুরানো খবরের পাতা ছিড়ে
টুকরো টুকরো করে
চোখ বুঁজে একটি
একটি করে
তুলে নিয়ে হাতে
জোরে দিলাম
কাগজের পরে ।
মিলিয়ে দেখি
কিছু হলো বোদ্ধ
কিছু হলো দুর্বোদ্ধ
যথা প্রথম পঙতি
কুকুরের লেজ যেন
একগুচ্ছ চাবি ।
কোনটা রাখি কোনট ছাটি
ভেবে হলাম সার
ভেবে দেখলাম
সামুর কবিতা গুচ্ছই
দিবে উত্তর তার।
দেখতে চাইলাম
কবিতার দেহখানি
হয়েছে কিনা
জটিল কিংবা কুটিল
মোটা না চিকন
পুরুষ না মেয়েলি
বোদ্ধ না দুর্বোদ্ধ।
প্রথম পাতা
বিশেষ পাতা
সবখানেতেই
দুর্বোদ্ধরই দেখি
জয় জয়কার ।
সহজেই বুঝা গেল
পেতে গেলে ঠাই
হতেই হবে জটিল
যেন পাঠের পর
কেও বলবে মাবৈ মাবৈ
আর কেও বা বলবে
বুজিনি কিছুই ।
তবে মন্তব্যের ঘরে
সবাই বলছে যবে
কবিতা হয়েছে দারুন
ধরেই নিলাম
টুকরা টুকরা শব্দে
জোড়া তালি দিয়ে
গড়া কবিতাটি
পেয়েই গেছে ঠাই ।
ব্লগারদের কথামালা নিয় গড়া
আপনার এই সুন্দর কবিতাটিও
পেয়ে যাবে এখানে ঠাই তাই
এর গায়ে সাময়িক কথাটা
বেহুদা আর কেন রাখা ভাই।
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দারুণ কবিতা লিখেছেন এম এ আলী ভাই!!!
সুপার লাইক!!!
ধন্যবাদ নিরন্তর।
৭| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আপনি সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
যাদের মনটা কুটিলতা-জটিলতায় ভরা তারা ভালো লিখতে পারে না। তার প্রমান এই ব্লগেই আছে।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহজ ও সরল, ছিলো দুই ভাইবোন
কুটিলতা-জটিলতায়, না ভরা মন!
ভালো থাকুন নিরন্তর।
৮| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
পাজী-পোলা বলেছেন: নিজের কবিতার শিরোনাম দেখে ভালো লাগলো। কবিতাটাও ভালো হয়েছে।
এই প্রথম কারো লেখায় আমার প্রাপ্তি ঘটলো। নিজেকে এতটাও যোগ্য ভাবিনি কখনো।
শায়মা কি গিফট চাইলো?
৯| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
স্প্যানকড বলেছেন: আরে ধুর ওসব ছোটখাটো বিষয়। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩৯
স্প্যানকড বলেছেন: আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। ভালো হইছে।