নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একাকীত্বে ভুগবে কেন স্বর্ণের মানুষগুলো!

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০



দার্শনিক জালালুদ্দিন রুমী বলেছেন, ''একাকীত্বে ভুগো না, পুরো এই মহাবিশ্বটাই তোমার মাঝে আছে। খুব ছোট হওয়া বন্ধ করে দাও, তুমি নিজেই তো আপন গতিতে চলতে থাকা এক মহাবিশ্ব। নিজের জীবনকে আগুনে উৎসর্গিত করো। যারা তোমার আগুনের শিখাগুলোকে উদ্দিপিত করতে পারবে, তাঁদের খোঁজ শুরু করে দাও।''

জীবনের কোন না কোন সময়ে এসে আমরা নিজেকে একাকীত্বের সাগরে নিমজ্জিত অবস্থায় আবিস্কার করি। কেউ পাশে নেই, সবাই ভুল বুঝছে- এই অনুভূতি আমাদের পিছু ঠেলে দেয়। একাকীত্বের যাতনায় হৃদয়টা দুমড়ে-মুচড়ে যায়। কান্নায় ভেঙ্গে পড়ি তখন। অনেকে জীবন ছেড়ে স্বেচ্ছায় অকালে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে বসেন।

অথচ, একটু যদি খেয়াল করে দেখেন, আপনি কিন্তু একা নন। পুরো সৃষ্টি'র বিস্ময় যে মানুষ, আপনি তো সে-ই। আপনার ক্ষমতা অপরিসীম। আপনার মাঝেই দুনিয়া জয় করার সাহস দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে সৃষ্টি করার অপার দক্ষতা। আপনিই সেই ব্যক্তি যিনি আলেকজান্ডার হয়ে দিগ্বী জয় করেছেন। আপনি তো সে-ই যে সকল বাধা অতিক্রম করে তেনজিং হয়ে হিমলায়ে উঠেছেন। আপনার মাঝেই তো লুকিয়ে আছে জ্ঞানসাধক আল জাবের, শেক্সপিয়ার, ওমর খৈয়াম, আইজ্যাক নিউটন আর আইনস্টাইন হওয়ার চেতনা।

কিন্তু, হায়! আপনি নিজেকে ক্ষুদ্র ভেবে হেয় করেন। নিজেকে তাচ্ছিল্য করেন। নিজেকে হাসি-ঠাট্টার অতি পাংক্তেয় বস্তুতে পরিণত করেন। আপনি যদি জানতেন আপনি মহাসমুদ্রের মাঝে এক ফোঁটা পানি নন, বরং একটি ফোঁটা পানিতে পুরো এক মহাবিশ্ব....আপনি কি নিজেকে এতোটা ছোট ভাবতে পারতেন?

তাই, সবার আগে নিজেকে জানুন। চোখ বন্ধ করে নিজেকে একটু সময় দিন। নিজেকে জানার এই 'যুদ্ধে' আপনাকে সবাই সাহায্য করতে পারবে না। নিজের এই অপার সম্ভাবনা নিজেকেই আগে উপলব্ধি করতে হবে। আর, এ কাজে যিনি বা যারা আপনাকে সাহায্য করতে পারবেন, তাঁদেরকে খুঁজে বের করুন।


ছবিঃ Phạm Quang Hoàn

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

বাকপ্রবাস বলেছেন: ভাল কোন কাজে এংগেজ থাকলে একাকিত্ব পেয়ে বসেনা, তায় অবসর সময় থাকলে সেটা ভাল কোন কাজে ব্যবাহার করতে হবে

২| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: লেখাটা একবার পড়েছি।
আমাকে আরো একবার পড়তে হবে। তারপর মন্তব্য করবো। না বুঝে মন্তব্য করা ঠিক হবে না।

এখন আমি ব্রেক নিবো।
কারন টানা ৫ ঘন্টা মনিটরের দিকে তাকিয়ে কাজ করলাম। এখন চোখ জ্বলছে। আমাকে কিছুক্ষন চোখ বন্ধ করে, ঘর অন্ধকার করে শুয়ে থাকতে হবে। তারপর এক গ্লাস পানি খাবো। এবং এক কাপ চা।

আমি ফিরে আসবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.