নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আরো কিছুক্ষণ জেগে থাকো

২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯

.
কিছুক্ষণ জেগে থাকা।

এটা হবে না
চিরতরে,
এখনই।
.
আকাশের নরম প্রান্তে একটি পদক্ষেপ
তা-ই যথেষ্ট হবে।
.
হাফিজ,
কিছুক্ষণ জেগে থাকো।
ভালোবাসার একটি সত্য মুহূর্তের তরে
দিনটি চলে যাবে।
.
সমস্ত বিস্তৃত পরিকল্পনা আর কৌশল বিশ্রামে থাক
তাকে জানার চেষ্টায়,
কারণ ওগুলো সবই তো শুধু হিমায়িত বসন্তের কুঁড়ি,
দূর,
গ্রীষ্মের মহান স্বর্ণ হতে শত ক্রোশ দূর।
.
জাগো, আমার প্রিয়ে।
তোমার ঘুমন্ত হৃদয়ের প্রতি সদয় হয়ে।
তাকে টেনে নাও আলোর বিস্তীর্ণ উৎসগুলিতে
শ্বাস নিতে দাও।
.
বল,
"ভালবাসা,
আমায় ডানা ফিরিয়ে দাও।
আমাকে তুলে ধরো,
আমাকে আরো কাছে তুলে নাও।"
.
সূর্য ও চন্দ্রকে বলো,
আমাদের প্রিয় বন্ধুকে বলো,
.
"আমি তোমায় এখন উর্ধে তুলে নিয়ে যাব, প্রিয়,
যেথায় প্রতিশ্রুতি দিয়েছিলে সেই দুর্দান্ত নৃত্যের!"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কথামালা মোটামোটি হয়েছে। ১০০ মার্কে ৩৩ দিতে মন চাইছিলো, আরেকবার পড়ে ৪৩ দিয়েছি। তবে পাস্টে লাইক। +++



২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হাফিজের কবিতায় পাশ করেছি!!!

এটাই অনেক!!!

আপনি আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতায় রুমি এবং মির্জা গালিবের ছোঁয়া আছে।
সব মিলিয়ে সুন্দর কবিতা।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: "তাকে টেনে নাও বিস্তির্ণ আলোর উৎসগুলিতে
শ্বাস নিতে দাও"
- খুবই চমৎকার, ভীষণ প্রেরণাদায়ক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.