নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আরো কিছুক্ষণ জেগে থাকো

২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯

.
কিছুক্ষণ জেগে থাকা।

এটা হবে না
চিরতরে,
এখনই।
.
আকাশের নরম প্রান্তে একটি পদক্ষেপ
তা-ই যথেষ্ট হবে।
.
হাফিজ,
কিছুক্ষণ জেগে থাকো।
ভালোবাসার একটি সত্য মুহূর্তের তরে
দিনটি চলে যাবে।
.
সমস্ত বিস্তৃত পরিকল্পনা আর কৌশল বিশ্রামে থাক
তাকে জানার চেষ্টায়,
কারণ ওগুলো সবই তো শুধু হিমায়িত বসন্তের কুঁড়ি,
দূর,
গ্রীষ্মের মহান স্বর্ণ হতে শত ক্রোশ দূর।
.
জাগো, আমার প্রিয়ে।
তোমার ঘুমন্ত হৃদয়ের প্রতি সদয় হয়ে।
তাকে টেনে নাও আলোর বিস্তীর্ণ উৎসগুলিতে
শ্বাস নিতে দাও।
.
বল,
"ভালবাসা,
আমায় ডানা ফিরিয়ে দাও।
আমাকে তুলে ধরো,
আমাকে আরো কাছে তুলে নাও।"
.
সূর্য ও চন্দ্রকে বলো,
আমাদের প্রিয় বন্ধুকে বলো,
.
"আমি তোমায় এখন উর্ধে তুলে নিয়ে যাব, প্রিয়,
যেথায় প্রতিশ্রুতি দিয়েছিলে সেই দুর্দান্ত নৃত্যের!"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কথামালা মোটামোটি হয়েছে। ১০০ মার্কে ৩৩ দিতে মন চাইছিলো, আরেকবার পড়ে ৪৩ দিয়েছি। তবে পাস্টে লাইক। +++



২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হাফিজের কবিতায় পাশ করেছি!!!

এটাই অনেক!!!

আপনি আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতায় রুমি এবং মির্জা গালিবের ছোঁয়া আছে।
সব মিলিয়ে সুন্দর কবিতা।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: "তাকে টেনে নাও বিস্তির্ণ আলোর উৎসগুলিতে
শ্বাস নিতে দাও"
- খুবই চমৎকার, ভীষণ প্রেরণাদায়ক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.