নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ওরা যখন দেখলো ব্যারিস্টার সুমনের পক্ষে গণজোয়ার বইছে, মাঠে নেমে তাঁকে স্বাগত জানাচ্ছেন হবিগঞ্জের তরুণ-যুবারা, তখন সেই 'ওরা' এক নোংরা চাল চেলেছিলো। সৈয়দ সায়েদুল হক সুমনের বংশ-পরিচয় নিয়ে গালি দিয়েছিলো নির্বাচনের মাঠে। এরপরেই শুরু হয় আসল খেলা! ব্যারিস্টার সুমনকে কাঁদতে দেখে অনেক বিরোধী পক্ষও বলে উঠেছেন - "এর প্রতিশোধ হবে ৭ জানুয়ারী - নির্বাচনের দিন - ভোটের মাধ্যমে।"
ঢাকা থেকে, আমিও 'এই আসল খেলা দেখানোর দল'-এ যোগ দিয়েছি বেশ জোরে-সোরে। উপরে দেওয়া ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখোশ বানিয়ে বিলি করছি দেদারসে।
আপনাদের আসনগুলোর কি অবস্থা? রাজনৈতিক খেলা কতটুকু জমেছে?
২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০
ঢাবিয়ান বলেছেন: ডামি ভোটের জন্য একেবারের পারফেক্ট স্টাইলের প্রচারনা।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
সুমন বিতর্কিত হলেও সুমনের মত ক্রীড়া সংগঠক দেশে প্রয়োজন আছে। আশা করি সে নির্বাচিত হয়ে আসবে।
বাংলাদেশের সকল মহলই নির্বাচনে মনোযোগী হয়েছে।
পত্র-পত্রিকায় হাটে বাজারে সর্বত্রই নির্বাচনের আলাপ-আলোচনা।
বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা চামচা মিডিয়া চক্রদের গলার জোর স্থিমিত হয়ে গেছে। সর্বত্র এবং বিরাট সংখ্যক মানুষ এখন নির্বাচনমুখী। আমেরিকাও এখন থেমে গেছে। তারা বলছে নির্বাচনটি দেখতে চায়।
বিএনপি'র হরতাল অবরোধ কেউই মানছে না। দূরপাল্লার বাস এখন ধীরে ধীরে চলা শুরু হয়েছে।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৯
বিজন রয় বলেছেন: নুরুকে নিয়েও কিছু তরুণ-যুবারা লড়ছেন, এভাবে হয় না, হবে না।
মেধা লাগবে, গোবর দিয়ে নয়।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এদেশের রাজনীতিতে ,
সততা হারায়ে গেছে
এখন যার অর্থ, কৌশল, চাতুরতা আছে
তার জন্য নির্বাচন একটি কাঙ্খিত বিষয় ।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যারিষ্টার সুমন সাহেব আমার এলাকার নন কিংবা আমার পরিচিতও নন তবে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক মাধ্যমে তার বিভিন্ন কর্ম-কান্ড দেখে আমি কম বেশী তার ব্যাপারে ইতিবাচক ধারনা রাখি। উনার জন্য শুভ-কামনা থাকছে।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৯
শেরজা তপন বলেছেন: এই লোকটার দেখি বেশ জনপ্রিয়তা আছে সবখানেই তার প্রশংসা শুনছি।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: আপনি যেহেতু সুমন ভাইয়ের পক্ষ নিয়েছেন। তাই আমি নিশ্চিত সুমন ভাই ভালো মানুষ। জয় হোক সুমন ভাইয়ের।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০
কামাল১৮ বলেছেন: কর্মেই তার যথার্থ পরিচয় জন্মে নয়।