নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজব গ্রামের জগাই-মগাই

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪



জগাই দেখো দিন-দুপুরে
করছে 'আহা-উহু',
মগাই তখন শেষ প্রহরে
ডাক দিচ্ছে 'কুহু'।
.
যুগের সাথে তাল মিলিয়ে
জগাই যদি চলে,
'আদ্দিকালেই ভালো ছিলাম'
মগাই তখন বলে।
.
কুসুম কুসুম ভালোবাসা
জগাই'র যদি হয়,
হাত দুটো কোমরে বেঁধে
মগাই দেখায় ভয়।
.
সকালবেলা জগাই যদি
তাইরে নাইরে বলে,
সন্ধ্যাবেলা মগাই তখন
তবলায় ধিতাং তুলে।
.
আস্তে-ধীরে, হেলতে-দুলতে
জগাই বাজারে যায়,
গাঁ কাঁপিয়ে,পাড়া দাপিয়ে
মগাই পিছু ধায়।
.
জগাই তখন ঘোড়ায় উঠে
মগাই চড়ে উট,
জগাই'র মাথায় ভূত্নী ধরলে
মগাই'র মাথায় ভূত।
.
একজনেতে পুকুরে নামলে
আরেকজনে যায় পাহাড়,
জগাই যদি গাভী কিনে
মগাই কিনে ষাঁড়।
.
বাঘের মাসী, কথাটা বাসি
ধরলে বিড়ালের গোঁফ,
জগাই এসে 'হা' হা' করে
মগাই বলে 'উফ'।
.
মেয়ে স্বামী'র ধরলে কান
জগাই বলে 'বাহ',
বউয়ের ঘাড় ধরলে ছেলে
মগাই কয় 'নাহ'।
.
গরমকালে ফুলহাতা শার্ট
জগাই পড়ে যখন,
শীতের রাতে, গেঞ্জি গায়ে
মগাই হাটে তখন।
.
চ্যটাং চ্যাটাং কথা বলা
সবার কি আর সাজে,
জগাই হাতে মুখ লুকালে
মগাই লুঙ্গির ভাঁজে।
.
এভাবেই চলছে শেষে
আজব দেশের গ্রাম,
জগাই-মগাই'র লড়াই দেখো
ছেড়ে কাজ-কাম।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: :P =p~

চরম হইসে ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমিও হাসছি, ভাইয়া!!! :)

ধন্যবাদ নিরন্তর।

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

প্রামানিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ছড়ার ছন্দ খুব সু্ন্দর হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার কাছ থেকেই ছড়া লেখা শেখা, গুরু প্রামানিক ভাই!!!

ধন্যবাদ নিরন্তর।


৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছড়া কবিতা ভালো হয়েছে। +++

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

মিরোরডডল বলেছেন:




শাইয়্যান যে ছড়া লিখতে পারে জানতাম না।
ছড়া মজার হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গুরু প্রামানিক ভাইয়ের কাছ থেকে শিখেছি!!!

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক ধন্যবাদ, প্রিয় রাজীব নুর ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ। :)

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

নীলসাধু বলেছেন: ছন্দে মাতোয়ারা জগাই মগাই

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, ভাইয়া। চেষ্টা করি মাঝে মাঝে।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.