নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আপনি যে ইসলামে আছেন, আমি সেই ইসলাম অনুসরণ করি না

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৯



মুরুব্বী, আপনি ইসলাম ফলো করেন বলে মনে করেন, ভালো কথা। কিন্তু, আপনার ইসলামের অনুসারীরাই মাওলানা রুমী'র গুরু শামস তাবরীজী (রহঃ) এবং মনসুর হাল্লাজ (রহঃ)-কে খুন করেছিলো, আমাদের পূর্বসূরী ইমামদেরকে অত্যাচার করেছিলো, সাহাবীদের উপরে হামলা করেছিলো। এখনো তারা একই কাজ করে যাচ্ছে।

ইতিহাস সাক্ষী, আপনার ইসলামের অনুসারীরা যুগের পর যুগ যে হত্যাযজ্ঞ চালিয়ে গিয়েছে এবং আমি যে ইসলামের অনুসরণ করি সেই ইসলামের অনুসারীদের উপরে অত্যাচার করে গিয়েছে, সেটা আমি মেনে নিতে পারি না। আপনার মতো তথাকথিত ইসলামের ধ্বজাধারীরাই অপর মতাদর্শের মসজিদে বোমা মারেন, চার্চ-মন্দিরে হামলা করেন, মানুষদের হত্যা করেন।

তাই, আপনি যে ইসলাম ফলো করেন, আমি সেই ইসলাম অনুসরণ করি না। আপনি যে বেহেশতের লোভ করেন আর দোযখের ভোয় করেন, আমি সেগুলোর তোয়াক্কা করি না। কারণ?

কারণ, আমি জানি- 'আনাল হক্ক', আমিই একমাত্র সত্য!

ছবি সূত্র Travel Diary

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই রকম সাহসী মানুষ এই জামানায় আশা করা যায় না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অত্যাচারীদের ইসলাম এবং রাসূলে খোদা'র ইসলাম এক নয়।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

রানার ব্লগ বলেছেন: জান্নাত জাহান্নাম সম্পুর্ন আল্লহের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল । কেউ যদি ভাবে সে জান্নাতি , নিশ্চিত থাকুন আল্লাহ সব জানে এবং বোঝে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জান্নাতের লোভে লোভিত লোভী ব্যক্তিরাই সমাজে অনাচার করে।

ধন্যবাদ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

আলামিন১০৪ বলেছেন: পড়াশুনার বিকল্প নেই। “ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক..” কোন এক ঘরনার বই পড়ে সত্য মিথ্যা যাচাই করতে যাবেন না যেন, আল্লাহ মানুষকে বুদ্ধি বিবেক দিয়েছেন সদ্ব্যবহারের জন্য, মঞ্জুল মোকছেদে পৌছানোর রাস্তা খোঁজার জন্য, যে রাস্তা সহজ সরল, যেখানে বক্রতা নেই, যেখানে শয়তানের আনাগোনা সীমিত..

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যারা বক্র পথে চলে গিয়েছে, তাদের জন্যে আফসোস!

ধন্যবাদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

আহলান বলেছেন: রাসুল (সাঃ) এঁর পরবর্তী সময়ে যে ফেতনা শুরু হয়, তার ধারাবাহিকতা অব্যাহত .... আল্লাহ সহায়!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ফেতনা ফেসাদের জন্যে মুরুব্বীর মতো মানুষেরাই যথেষ্ট!

ধন্যবাদ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

কামাল১৮ বলেছেন: প্রত্যেকের ইসলাম আলাদা আলাদা।মিথ্যার হাজারো রূপ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


প্রত্যেক জীবনের পিছনে একটি উদ্দেশ্য আছে।

ধন্যবাদ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: একেক জন একেক রকম ইসলামের অনুসরন করাতেই ইসলামের এতরূপ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মুমিনরা এক হওয়ার দরকার নেই।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কোন কোন ভুল খুবই দৃষ্টিকটু। অন্তত আমার কাছে।

ধন্যবাদ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৪

চারাগাছ বলেছেন: শাইয়ান ,
আপনি ইসলামের কি কি মেনে চলেন?
কিংবা ধরুন আপনার আল্লাহ রাসুল ইসলামের কি কি মেনে চলতে বলেছেন?
তারপর আমি হিসাব করে দেখবো আমি আসলে কোন ইসলাম মেনে চলি।

ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আপনাকে আপনার নিজের ইসলাম ফলো করার কথা বলেছি।

ধন্যবাদ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

ধুলো মেঘ বলেছেন: আওলাদে রাসূল (স) এর উপর সবচেয়ে বেশি নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে উমাইয়ারা। কিন্তু তাদের হাত ধরেই ইসলাম দিক দিগন্তে ছড়িয়ে গেছে। এইজন্যে উমাইয়েদের কাছে মুসলিমগণ কৃতজ্ঞ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: যদিও সঠিক ইসলাম তলোয়ারের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে তবুও দয়া করে কে সঠিক মুসলিম আর কে বেঠিক তা নিয়ে আবার আপনারা কোপাকুপি শুরু করে দিয়েন না।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

নতুন বলেছেন: আপনি উপরে যেই ছবি দিয়েছেন তার সাথে ধর্মের অনেক মিল আছে।

এই ছবিটা পুরাই ধাপ্পাবাজী।

সূর্য, পৃথিবি, গাছগুলি, মানুষ দুটো, ক্যামেরাটি, ছালাটা সত্য।

কিন্তু কয়েকজন মানুষ এই সত্যগুলি নিয়ে একটু কায়দা করে মানুষের সামনে একটা বিষয় তুলে ধরেছে।

তেমনি আগের দিনের মানুষেরা তাদের জানা তথ্য বা গবেষনা গুলি অজ্ঞ মানুষের সামনে তুলে ধরে কাহিনি ফেদেছে। আর অন্ধ বিম্ভাসীরা সেটা বিশ্বাস করেছে।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
আমি আপনার সাথে একমত।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

মোগল সম্রাট বলেছেন:


এসলাম ধর্ম এখন শুধু ‘মহাপাপ করা আর মাফ চাওয়া’র মধ্যে আটকে আছে। এই বাইরে আর কিছুই দেখিনা।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭

বাউন্ডেলে বলেছেন: ‘কাতলে হুসাইন আসল মে মারগে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কে বাদ।’ হুসাইনের নিহত হওয়ার ঘটনা আসলে ইয়াজিদেরই মৃত্যু, ইসলাম প্রতিটি কারবালার পর পুনরুজ্জীবিত হয়।
কারবালার ঘটনার পর মারেফাত ( মহাজাগতিক যোগাযোগ সিস্টেম) এর সর্বশেষ খিড়কিটিও (জানালা) বন্ধ হয়ে যায় অনির্দিস্ট কাল পর্যন্ত। এরপর ঘুলঘুলি পথে যারা কিছুটা সংযোগ করতে সক্ষম হয়েছে তারা হলো “সুফি” । এদর মধ্যে অন্যতম হলেন “খাজা মইনিুদ্দিন চিশতি রহঃ।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

চারাগাছ বলেছেন:
দুঃখিত শাইয়্যান,
আমি এখনো ক্লিয়ার না।
ইসলাম কি নিজের ইচ্ছা মত হতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.